নির্বাচনে পরাজয়ের জের : রামুর চাকমারকুলে সংখ্যালঘু সম্প্রদায়কে প্রকাশ্য হুমকী, মারধরে আহত ২

রামু প্রতিনিধি : রামু উপজেলার চাকমারকুলে নির্বাচনে পরাজয়ের জেরে একাধিক ব্যক্তিকে মারধর এবং সংখ্যালঘু সম্প্রদায়কে প্রকাশ্যে হুমকী দেয়ার অভিযোগ পাওয়া গেছে। সদ্য সমাপ্ত নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী নুরুল আলম ও তার সমর্থকরা এ হামলা ও হুমকী দিয়েছেন বলে অভিযোগ করেছেন ভূক্তভোগীরা।

বৃহষ্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে এ ইউনিয়নে জয়ী হয়েছেন বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান চেয়ারম্যান নুরুল ইসলাম সিকদার। তিনি জানিয়েছেন, নির্বাচনে হেরে যাওয়ায় তার প্রতিদ্বন্ধি আনারস প্রতীকের প্রার্থী নুরুল আলম ক্ষিপ্ত হয়ে কয়েকটি গ্রামে গিয়ে ভোটারদের মারধর ও সংখ্যালঘু সম্প্রদায়কে হুমকী-ধমকি দিয়েছেন। এ ঘটনায় বর্তমানে পুরো এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

নুরুল আলম ও তার সহযোগিদের হাতে মারধরের শিকার হয়েছেন- চাকমারকুল ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের জারাইলতলী এলাকার আবুল হোছনের ছেলে সাহাব উদ্দিন, ৬ নং ওয়ার্ডের পুর্ব মোহাম্মদপুরা এলাকার মোবারক হোসেনের ছেলে দেলোয়ার। তারা জানান- শুক্রবার বেলা আড়াইটা ও তিনটার দিকে স্বতন্ত্র প্রার্থী নুরুল আলম কয়েকজন সহযোগিকে নিয়ে এসে তাদের ভোট কেন দেয়নি বলে কিল ঘুষি দিতে শুরু করে। তার স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন বলেও জানান।

চাকমারকুল ৫নং ওয়ার্ডের বড়–য়াপাড়া এলাকার কানুনগো বড়–য়া স্ত্রী রিনা বড়–য়া, ধীরেন্দ্র বড়–য়ার স্ত্রী অরুনা বড়–য়া, মৃত বানু বড়–য়ার স্ত্রী করোনা বড়–য়া ও রাখাল বড়–য়ার স্ত্রী প্রণতি বড়–য়া জানিয়েছেন- বিকালে স্বতন্ত্র প্রার্থী নুরুল আলম ও তার সহযোগি আলমগীর, সাহাব উদ্দিন, সাদ্দাম হোসেন সহ একদল লোকজন নিয়ে এলাকায় মহড়া দেয়। এসময় নুরুল আলম ও তার সহযোগিরা বড়–য়া সম্প্রদায়কে দেখে নেয়ার এবং বাড়ি ছাড়া করার হুমকী দেয়। এসময় তারা বৌদ্ধ সম্প্রদায়কে উদ্দেশ্য করে অশ্লীল গাল-মন্দ করে। প্রকাশ্যে এভাবে হুমকী দেয়ার পর থেকে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান।
ভুক্তভোগী ও স্থানীয়রা বিষয়টি চাকমারকুল ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান নুরুল ইসলাম সিকদারকে তাৎক্ষণিক অবহিত করে। বিকালে চেয়ারম্যান নুরুল ইসলাম সিকদার এবং নির্বাচনী দায়িত্বে থাকা স্ট্রাইকিং ফোর্সের উপ-পরিদর্শক মাসুদ ফয়সাল ওই এলাকায় যান।

চেয়ারম্যান নুরুল ইসলাম সিকদার জানিয়েছেন- পরাজিত প্রার্থী নুরুল আলম শুক্রবার ইউনিয়নের বিভিন্ন এলাকায় গিয়ে সংখ্যালঘু সম্প্রদায়কে হুমকী-ধমকি দিতে শুরু করেছে। এছাড়া ভোট না দেয়ার অুজহাতে একাধিক ব্যক্তিকে মারধর করে আহত করেছে। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন।

nupa alam

Recent Posts

সোনাদিয়া দ্বীপের ৯ হাজার ৪৬৭ একর ভূমি বন্দোবস্ত বাতিল

বাসস : পরিবেশ ও জীববৈচিত্র্য পুনরুদ্ধারের জন্য বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষকে (বেজা) দেওয়া কক্সবাজারের মহেশখালীর…

19 hours ago

চকরিয়ায় অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নিজস্ব প্রতিবেদক: চকরিয়ায় সুরাজপুর ইয়াংছা সড়কে যাত্রীবাহি সিএনজি চালিত অটোরিকশার সাথে ট্রাক গাড়ির মুখোমুখি সংঘর্ষে…

19 hours ago

টেকনাফে যৌতুকের দাবিতে গৃহবধুকে হত্যার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : টেকনাফের হ্নীলায় যৌতুকে দাবিতে মারধরে লুলুয়ান মরজান হিরা (১৭) নামে এক গৃহবধূর…

4 days ago

রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রী খুনের দায়ে স্বামী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ‘পরকিয়া প্রেমের’ জেরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত হয়েছেন। এ…

4 days ago

উখিয়া স্পেশালাইজড হাসপাতাল কার্যক্রম বন্ধ

ইউএনএইচসিআর-এর উদ্বেগ প্রকাশ নুপা আলম : অর্থ সংকটের কারণে রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন কক্সবাজারের উখিয়া স্পেশালাইজড…

5 days ago

কক্সবাজারে সমবেত কন্ঠে জাতীয় সংগীত

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার কেন্দ্রিয় শহীদ মিনার প্রাঙ্গনে মঙ্গলবার সন্ধ্যায় মোমবাতি হাতে জড়ো হয়েছিলো কয়েক…

5 days ago