প্রতিষ্ঠাবার্ষিকীতে জেলা যুবলীগের ২ দিন ব্যাপী কর্মসূচি

আগামী ১১ নভেম্বর ২০২১ইং, বৃহস্পতিবার, বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী। বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের মূলমন্ত্র গণতন্ত্র, শোষণমুক্ত সমাজ গঠন, সামাজিক ন্যায় বিচার, জাতীয়তাবাদ, ধর্ম নিরপেক্ষতা অর্থাৎ সকল ধর্মের মানুষের স্ব-স্ব ধর্ম স্বাধীনভাবে পালনের অধিকার তথা জাতীয় চার মূলনীতিকে সামনে রেখে বেকারত্ব দূরীকরণ, দারিদ্র বিমোচন, শিক্ষা সম্প্রসারণ, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপদান, অসাম্প্রদায়িক বাংলাদেশ ও আত্মনির্ভরশীল অর্থনীতি গড়ে তোলা এবং যুব সমাজের ন্যায্য অধিকারসমূহ প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৭২ সালের ১১ নভেম্বর সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর নির্দেশে এদেশের যুব আন্দোলনের পথিকৃত, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বিশিষ্ট সাংবাদিক, কলামিস্ট শহীদ শেখ ফজলুল হক মনি বাংলাদেশ আওয়ামী যুবলীগ প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠালগ্ন থেকেই এই সংগঠনটি বাংলাদেশের দুর্দিন-দুর্বিপাকে, আন্দোলন-সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে যুবলীগের নেতা-কর্মীদের ভূমিকা ইতিহাসের খাতায় স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। দীর্ঘ আন্দোলন-সংগ্রামে যুবলীগের যে সকল নেতা-কর্মী বুকের তাজা রক্ত দিয়ে গণতন্ত্র উদ্ধার, বাংলাদেশের চলার পথ মসৃণ করেছেন তাদেরসহ সকল গণতন্ত্র মুক্তিকামী আন্দোলনে শহীদদেরকে শ্রদ্ধায় স্মরণ করছি। গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি ’৫২-এর ভাষা আন্দোলন, ’৬২-এর শিক্ষা আন্দোলন, ’৬৯-এর গণঅভ্যুত্থান ও ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ ও ’৭৫-এর ১৫ আগস্টে সকল শহীদকে।

বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে অপ্রতিরোধ্য উন্নয়নের অগ্রযাত্রায় এগিয়ে চলেছে বাংলাদেশ। বঙ্গবন্ধুকন্যার উন্নয়নের মহাসড়ক মসৃণ রাখতে সর্বদা রাজপথে থাকবে যুবলীগ। যে কোন দুর্যোগ-দুর্বিপাক, বাঁধা-বিপত্তি, জামাত-শিবির-বিএনপি, মৌলবাদ ও প্রতিক্রিয়াশীল গোষ্ঠীর সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে এগিয়ে যাবে তার অভিষ্ট লক্ষ্যে।

৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কক্সবাজার জেলা শাখা নিম্নে উল্লেখিত দুইদিন ব্যাপী কর্মসূচী ঘোষণা করছে। কর্মসূচীর মধ্যে- সকাল ৭টায়- জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন। সকাল ৮টায়- বঙ্গবন্ধু ও শেখ মণির প্রকৃতিতে পুষ্পমাল্য অর্পন। সকাল ৯টায়- বঙ্গবন্ধু ও শেখ মণি-সহ ১৫ আগস্ট কালো রাতে নিহত সকল শহীদ স্মরণে মিলাদ মাহফিল ও মোনাজাত।

আগামী ২০ নভেম্বর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিকাল ৩টায় লালদীঘির পাড়স্থ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে- আলোচনা সভা, কেক কাটা ও বিবিধ কর্মসূচী পালিত হবে।

বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কক্সবাজার জেলাধীন উপজেলা/পৌরসভা/ইউনিয়ন ও ওয়ার্ডসহ সকল স্তরের নেতা-কর্মী এবং দেশবাসীকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন; একই সাথে যুবলীগের সকল স্তরের নেতা-কর্মীদের স্বতঃস্ফূর্তভাবে প্রতিষ্ঠাবার্ষিকী পালনের অনুরোধ জানিয়েছেন কক্সবাজার জেলা যুবলীগের সভাপতি সোহেল আহমদ বাহাদুর ও সাধারণ সম্পাদক শহিদুল হক সোহেল।

  • সংবাদ বিজ্ঞপ্তি
nupa alam

Recent Posts

সোনাদিয়া দ্বীপের ৯ হাজার ৪৬৭ একর ভূমি বন্দোবস্ত বাতিল

বাসস : পরিবেশ ও জীববৈচিত্র্য পুনরুদ্ধারের জন্য বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষকে (বেজা) দেওয়া কক্সবাজারের মহেশখালীর…

7 hours ago

চকরিয়ায় অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নিজস্ব প্রতিবেদক: চকরিয়ায় সুরাজপুর ইয়াংছা সড়কে যাত্রীবাহি সিএনজি চালিত অটোরিকশার সাথে ট্রাক গাড়ির মুখোমুখি সংঘর্ষে…

8 hours ago

টেকনাফে যৌতুকের দাবিতে গৃহবধুকে হত্যার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : টেকনাফের হ্নীলায় যৌতুকে দাবিতে মারধরে লুলুয়ান মরজান হিরা (১৭) নামে এক গৃহবধূর…

3 days ago

রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রী খুনের দায়ে স্বামী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ‘পরকিয়া প্রেমের’ জেরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত হয়েছেন। এ…

3 days ago

উখিয়া স্পেশালাইজড হাসপাতাল কার্যক্রম বন্ধ

ইউএনএইচসিআর-এর উদ্বেগ প্রকাশ নুপা আলম : অর্থ সংকটের কারণে রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন কক্সবাজারের উখিয়া স্পেশালাইজড…

4 days ago

কক্সবাজারে সমবেত কন্ঠে জাতীয় সংগীত

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার কেন্দ্রিয় শহীদ মিনার প্রাঙ্গনে মঙ্গলবার সন্ধ্যায় মোমবাতি হাতে জড়ো হয়েছিলো কয়েক…

4 days ago