দস্যুতা ছেড়ে দেয়া যুবককে কুপিয়ে ও গুলি করে হত্যা, তিন বাড়িতে অগ্নিসংযোগ

মহেশখালী প্রতিনিধি : মহেশখালীতে আলাউদ্দিন (২৮) নামের যুবককে কুপিয়ে ও গুলি হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৫ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার কালারমারছড়া ইউনিয়নের ছামিরা ঘোনা রাস্তার মাথায় এ ঘটনা ঘটে।

নিহত যুবক মোহাম্মদ শাহ ঘোনার মৃত লেদু মিয়ার পুত্র।

এ ঘটনার পর বিক্ষুব্দ জনতা তিন বাড়িতে অগ্নিসংযোগ করেছে। পরে উপজেলা সদর থেকে ফায়ার সার্ভিসের একটি টিম পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হাই জানান, ‘আধিপত্য বিস্তারকে কেন্দ্র ঘটনা ঘটেছে। তাকে স্থানীয়রা উদ্ধার করে চকরিয়া নিয়ে যাওয়ার পথে দরবেশকাটা এলাকায় তার মৃত্যু হয়েছে বলে আমরা জানতে ফেরেছি।’

স্থানীয় সুত্র বলছে, পাশ্ববর্তী নোনাছড়ি বাজার থেকে কালারমারছড়া বাজারের দিকে যাচ্ছিল আলাউদ্দিন। পথিমধ্যে কালুর ব্রীজ এলাকায় পৌঁছলে তাকে গাড়ি থেকে নামিয়ে গতিরোধ করে দুর্বৃত্তরা। একপর্যায়ে ছামিরা ঘোনা রাস্তার মাথায় কুপিয়ে ও গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

পুলিশ বলছে, আলাউদ্দিন আত্মস্বীকৃত একজন দস্যু ছিল। স্বাভাবিক জীবনে ফিরতে ২০১৮ সালে স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আত্মসমর্পণ করেছিল। বছরখানেক পর জেলজীবন থেকে মুক্তি পান।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হাই জানান, নিহত যুবক একটি হত্যা মামলার আসামি। তবে কি কারণে হত্যাকান্ডের ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখছি।

প্রসঙ্গত, এর আগে গত ১৮ অক্টোবর একই ইউনিয়নের ফকিরজুমপাড়ায় রুহুল কাদের (৩৮) নামের এক ব্যক্তিকে হত্যা করে দুর্বৃত্তরা। ১৭ দিনের ব্যবধানে আবারো হত্যাকান্ডের ঘটনা ঘটলো।

nupa alam

Recent Posts

সোনাদিয়া দ্বীপের ৯ হাজার ৪৬৭ একর ভূমি বন্দোবস্ত বাতিল

বাসস : পরিবেশ ও জীববৈচিত্র্য পুনরুদ্ধারের জন্য বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষকে (বেজা) দেওয়া কক্সবাজারের মহেশখালীর…

12 hours ago

চকরিয়ায় অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নিজস্ব প্রতিবেদক: চকরিয়ায় সুরাজপুর ইয়াংছা সড়কে যাত্রীবাহি সিএনজি চালিত অটোরিকশার সাথে ট্রাক গাড়ির মুখোমুখি সংঘর্ষে…

13 hours ago

টেকনাফে যৌতুকের দাবিতে গৃহবধুকে হত্যার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : টেকনাফের হ্নীলায় যৌতুকে দাবিতে মারধরে লুলুয়ান মরজান হিরা (১৭) নামে এক গৃহবধূর…

3 days ago

রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রী খুনের দায়ে স্বামী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ‘পরকিয়া প্রেমের’ জেরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত হয়েছেন। এ…

3 days ago

উখিয়া স্পেশালাইজড হাসপাতাল কার্যক্রম বন্ধ

ইউএনএইচসিআর-এর উদ্বেগ প্রকাশ নুপা আলম : অর্থ সংকটের কারণে রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন কক্সবাজারের উখিয়া স্পেশালাইজড…

4 days ago

কক্সবাজারে সমবেত কন্ঠে জাতীয় সংগীত

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার কেন্দ্রিয় শহীদ মিনার প্রাঙ্গনে মঙ্গলবার সন্ধ্যায় মোমবাতি হাতে জড়ো হয়েছিলো কয়েক…

4 days ago