কাইছার সিকদার, কুতুবদিয়া : প্রায় ছয় কোটি টাকা ব্যয়ে কুতুবদিয়ায় ৩.৫৩ একর জমির উপর নির্মিত হচ্ছে শেখ রাসেল মিনি স্টেডিয়াম৷ মঙ্গলবার ২নভেম্বর সকাল ১১টায় কুতুবদিয়া উপজেলা সহকারি কমিশনার(ভূমি) জিল্লুর রহমানকে সাথে নিয়ে স্টেডিয়ামের প্রস্তাবিত জায়গা পরিদর্শনে আসেন জাতীয় ক্রিড়া পরিষদ নেতৃবৃন্দ৷ বড়ঘোপ ইউনিয়নের মগডেইলে অবস্থিত পূর্বের পুরাতন স্টেডিয়ামেই হচ্ছে নতুন ও উন্নতমানের এই শেখ রাসেল মিনি স্টেডিয়াম৷
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, জাতীয় ক্রিড়া পরিষদের ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর আওলাদ হোসেন, প্রকল্প প্রকৌশলী মোখলেছুর রহমান, কুতুবদিয়া উপজেলা আওয়ামীলীগ সভাপতি সাবেক ছাত্রনেতা আওরঙ্গজেব মাতবর, কক্সবাজার জেলা ক্রিড়া সংস্থার সহ-সভাপতি অনুপ বড়ুয়া অপু, বড়ঘোপ ইউনিয়ন আ’লীগ সভাপতি আবুল কালাম, কক্সবাজার রেফারি এসোসিয়েশন সম্পাদক আবুল কাশেম, সদস্য আলী রেজা তসলিম উদ্দিন, কুতুবদিয়া উপজেলা ক্রিড়া সংস্থার সাঃ সম্পাদক বিমল কান্তি শীল, উপজেলা ছাত্রলীগ সভাপতি খোরশেদ আলম, সাধারণ সম্পাদক মিজবাহুর রহমান তুহিন প্রমুখ৷
এসময় জাতীয় ক্রিড়া পরিষদ নেতৃবৃন্দ জানান, কুতুবদিয়ায় প্রস্তাবিত শেখ রাসেল মিনি স্টেডিয়াম প্রায় ছয় কোটি টাকা ব্যয়ে ৩.৫৩ একর জমির উপর নির্মিত হবে৷ আগামী বছরের জানুয়ারীতে স্টেডিয়ামের নির্মান কাজ আরম্ভ হবে৷ এতে থাকবে ৩০০ফিট দৈর্ঘের দর্শক গ্যালারি এবং অফিস কক্ষ ও খেলোয়াড়দের পরিবর্তনের জন্য থাকবে একটি দ্বিতল বিশিষ্ট ভবন৷ মাঠে উন্নত ঘাস লাগানো সহ চারপাশে মনোরম পরিবেশে তৈরি হবে এই নতুন স্টেডিয়াম৷ ইতিমধ্যে ভূমি জরিপ সহ প্রয়োজনীয় আনুসাঙ্গিক কাজ শেষ করার জন্য উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে নির্দেশ দেন জাতীয় ক্রিড়া পরিষদ নেতৃবৃন্দ৷
উপজেলা আ’লীগ সভাপতি আওরঙ্গজেব মাতবর বলেন, কক্সবাজার জেলা আ’লীগ সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী ও কক্সবাজার-২ আসনের সাংসদ আলহাজ্ব আশেক উল্লাহ রফিকের ঐকান্তিক প্রচেষ্টায় কুতুবদিয়াবাসি একটি পরিপূর্ণ ও উন্নতমানের স্টেডিয়াম পেতে যাচ্ছে এতে করে দ্বীপের ক্রিড়ামতি মানুষের বহুদিনের স্বপ্ন পুরণ হবে৷
বাসস : পরিবেশ ও জীববৈচিত্র্য পুনরুদ্ধারের জন্য বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষকে (বেজা) দেওয়া কক্সবাজারের মহেশখালীর…
নিজস্ব প্রতিবেদক: চকরিয়ায় সুরাজপুর ইয়াংছা সড়কে যাত্রীবাহি সিএনজি চালিত অটোরিকশার সাথে ট্রাক গাড়ির মুখোমুখি সংঘর্ষে…
নিজস্ব প্রতিবেদক : টেকনাফের হ্নীলায় যৌতুকে দাবিতে মারধরে লুলুয়ান মরজান হিরা (১৭) নামে এক গৃহবধূর…
নিজস্ব প্রতিবেদক : উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ‘পরকিয়া প্রেমের’ জেরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত হয়েছেন। এ…
ইউএনএইচসিআর-এর উদ্বেগ প্রকাশ নুপা আলম : অর্থ সংকটের কারণে রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন কক্সবাজারের উখিয়া স্পেশালাইজড…
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার কেন্দ্রিয় শহীদ মিনার প্রাঙ্গনে মঙ্গলবার সন্ধ্যায় মোমবাতি হাতে জড়ো হয়েছিলো কয়েক…