নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারে ছাত্রলীগের সাবেক নেতা মোনাফ সিকদারকে গুলি করে হত্যা চেষ্টার ঘটনায় পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমানকে প্রধান আসামি করে মামলা দায়ের হয়েছে। প্রতিবাদে কক্সবাজার শহরের প্রধান সড়ক অবরোধসহ জেলার বিভিন্ন উপজেলায় বিক্ষোভ মিছিল করছে আওয়ামী লীগের নেতাকর্মিরা।
কক্সবাজার সদর থানার পরিদর্শক (তদন্ত) বিমল চন্দ্র দে জানান, রোববার দুপুরে আহত মোনাফ সিকদারের ভাই শাহজাহান সিকদার বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন।
মামলায় মুজিবুর রহমান ছাড়াও ২ নম্বর আসামি করা হয়েছে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাজনীন সরওয়ার কাবেরীকে। এতে ৮ জনের নাম উল্লেখ করে ১৪ জনকে আসামি করা হয়েছে।
গুলিবিদ্ধ মোনাফ সিকদার ছাত্রলীগের কক্সবাজার জেলা কমিটির সাবেক সহ-সভাপতি। তিনি কক্সবাজার শহরের পেশকার পাড়ার মৃত শাহাব উদ্দিন সিকদারের ছেলে।
পুলিশ জানিয়েছে, কক্সবাজার শহরে ছাত্রলীগের সাবেক নেতা মোনাফ সিকদারকে গুলি করে হত্যা চেষ্টার ঘটনায় তার ভাই বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামাসহ ১৪ জনকে আসামি করে মামলা দায়ের হয়েছে। এতে প্রধান আসামি করা হয়েছে পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমানকে। পুলিশ মামলাটি তদন্ত করে ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করতে অভিযান চালাচ্ছে।
এদিকে জেলা আওয়ামী লীগ নেতা ও পৌর মেয়র মুজিবুর রহমানের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দায়ের করার প্রতিবাদে শহরের প্রধান সড়ক অবরোধ করে বিভিন্ন এলাকায় দলীয় নেতাকর্মিরা বিক্ষোভ মিছিল করছে। বিক্ষুব্ধ নেতাকর্মিরা সড়কে ট্রায়ার জ্বালানোর পাশাপাশি মিছিল-মিটিং অব্যাহত রেখেছে। এছাড়া জেলার বিভিন্ন উপজেলায়ও চলছে বিক্ষোভ মিছিল-সমাবেশ।
গত ২৭ অক্টোবর রাতে কক্সবাজার শহরের হোটেল-মোটেল জোনের সুগন্ধা পয়েন্টে অজ্ঞাত দূর্বৃত্তরা ছাত্রলীগের সাবেক নেতা মোনাফ সিকদারকে লক্ষ্য করে গুলি করে। এতে গুলিবিদ্ধ মোনাফকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হয়। পরে অবস্থা আশংকাজনক হওয়ায় চিকিৎসকরা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। তিনি এখনো চিকিৎসাধীন রয়েছেন।
বাসস : পরিবেশ ও জীববৈচিত্র্য পুনরুদ্ধারের জন্য বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষকে (বেজা) দেওয়া কক্সবাজারের মহেশখালীর…
নিজস্ব প্রতিবেদক: চকরিয়ায় সুরাজপুর ইয়াংছা সড়কে যাত্রীবাহি সিএনজি চালিত অটোরিকশার সাথে ট্রাক গাড়ির মুখোমুখি সংঘর্ষে…
নিজস্ব প্রতিবেদক : টেকনাফের হ্নীলায় যৌতুকে দাবিতে মারধরে লুলুয়ান মরজান হিরা (১৭) নামে এক গৃহবধূর…
নিজস্ব প্রতিবেদক : উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ‘পরকিয়া প্রেমের’ জেরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত হয়েছেন। এ…
ইউএনএইচসিআর-এর উদ্বেগ প্রকাশ নুপা আলম : অর্থ সংকটের কারণে রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন কক্সবাজারের উখিয়া স্পেশালাইজড…
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার কেন্দ্রিয় শহীদ মিনার প্রাঙ্গনে মঙ্গলবার সন্ধ্যায় মোমবাতি হাতে জড়ো হয়েছিলো কয়েক…