নিজস্ব প্রতিবেদক : কুতুবদিয়ায় সাগরে মাছ ধরার ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১২ জেলে অগ্নিদ্বগ্ধ হয়েছে।
এদের মধ্যে ৯ জনকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ এবং ৫ জনের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছে পুলিশ।
কুতুবদিয়া থানার ওসি মোহাম্মদ ওমর হায়দার খান জানান, শনিবার রাত ১১ টায় বঙ্গোপসাগরের কুতুবদিয়া উপজেলার দক্ষিণ ধূরুং ইউনিয়নের উলিচর পয়েন্টে এ ঘটনা ঘটেছে।
তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম ও পরিচয় জানাতে পারেননি ওসি।
দুর্ঘটনা কবলিত ট্রলারটির মালিক মো. আনসার হোসেন কুতুবদিয়ার দক্ষিণ ধূরুং ইউনিয়নের উলিচর এলাকার বাসিন্দা।
স্থানীয়দের বরাতে ওমর হায়দার বলেন, শনিবার রাতে সমুদ্রে মাছ ধরা শেষে কুতুবদিয়ার দক্ষিণ ধূরুংয়ের উলিচর এলাকার আনসার হোসেন মালিকাধীন একটি ট্রলার কূলে ফিরছিল। ট্রলারটি উলিচর পয়েন্টে পৌঁছামাত্র আকস্মিক গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এতে ট্রলারে আগুন লেগে যায়।
” গ্যাস সিলিন্ডারের আগুন ট্রলারে থাকা তেলের ড্রামের সংস্পর্শে আসলে মুহুর্তেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। এতে ট্রলারে থাকা ১২ জন জেলে অগ্নিদ্বগ্ধ হয়। পরে তারা আগুন থেকে বাঁচতে সাগরের পানিতে ঝাপ দেয়। “
ওসি বলেন, ” এসময় ঘটনাস্থলের পাশে অবস্থানকারি অন্য ট্রলারের জেলেরা তাদের উদ্ধার করে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ৯ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। চিকিৎসকরা জানিয়েছেন, চমেকে পাঠানো ৯ জনের মধ্য ৫ জনের অবস্থা আশংকাজনক। “
ওমর হায়দার জানান, ঘটনাস্থলের আশপাশে অবস্থানকারি অন্য ট্রলারের জেলে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। অগ্নিকান্ডের ঘটনায় ট্রলারটির বেশীর ভাগ অংশই পুড়ে গেছে।
বাসস : পরিবেশ ও জীববৈচিত্র্য পুনরুদ্ধারের জন্য বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষকে (বেজা) দেওয়া কক্সবাজারের মহেশখালীর…
নিজস্ব প্রতিবেদক: চকরিয়ায় সুরাজপুর ইয়াংছা সড়কে যাত্রীবাহি সিএনজি চালিত অটোরিকশার সাথে ট্রাক গাড়ির মুখোমুখি সংঘর্ষে…
নিজস্ব প্রতিবেদক : টেকনাফের হ্নীলায় যৌতুকে দাবিতে মারধরে লুলুয়ান মরজান হিরা (১৭) নামে এক গৃহবধূর…
নিজস্ব প্রতিবেদক : উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ‘পরকিয়া প্রেমের’ জেরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত হয়েছেন। এ…
ইউএনএইচসিআর-এর উদ্বেগ প্রকাশ নুপা আলম : অর্থ সংকটের কারণে রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন কক্সবাজারের উখিয়া স্পেশালাইজড…
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার কেন্দ্রিয় শহীদ মিনার প্রাঙ্গনে মঙ্গলবার সন্ধ্যায় মোমবাতি হাতে জড়ো হয়েছিলো কয়েক…