নিজস্ব প্রতিবেদক : উখিয়ায় শরণার্থী ক্যাম্পের একটি মাদ্রাসায় দুষ্কৃতিকারিদের হামলায় ‘ছয় খুনের ঘটনায়’ চার রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে পুলিশ; এ নিয়ে ঘটনায় এজাহারভূক্ত পাঁচজন সহ ১৪ আসামি গ্রেপ্তার হয়েছে।
উখিয়া থানার পরিদর্শক (তদন্ত) গাজী সালাহ উদ্দিন জানান, সোমবার রাতে ও মঙ্গলবার ভোররাতে উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে পৃথক এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তাররা হল, উখিয়ার ১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের হেড মাঝি (কমিউনিটি নেতা) মো. শফি উল্লাহ, ক্যাম্পটির ব্লক মাঝি ফরিদ হোসেন, জাহেদ হোসেন ও মো. হাশিম।
এর আগে বিভিন্ন সময় অভিযান চালিয়ে ঘটনায় জড়িত সন্দেহে এজাহারভূক্ত পাঁচজন সহ ১০ আসামিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসামিরা হল, মুজিবুর রহমান (১৯), দিলদার মাবুদ ওরফে পারভেজ (৩২), মোহাম্মদ আইয়ুব (৩৭), ফেরদৌস আমিন (৪০), আব্দুল মজিদ (২৪), মোহাম্মদ আমিন (৩৫), মোহাম্মদ ইউনুস ওরফে ফয়েজ (২৫), জাফর আলম (৪৫), মোহাম্মদ জাহিদ (৪০), মোহাম্মাদ আমিন (৪৮)।
গত ২২ অক্টোবর ভোররাতে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ১৮ নম্বর ময়নারঘোনা রোহিঙ্গা ক্যাম্পের এইচ-৫২ ব্লকের ‘দারুল উলুম নাদওয়াতুল ওলামা আল-ইসলামিয়া মাদ্রাসায়’ একদল দুষ্কৃতিকারি হামলা চালায়। এতে মাদ্রাসাটির ছাত্র-শিক্ষক সহ ৬ জন রোহিঙ্গা নিহত হয়। এসময় অস্ত্র ও গুলিসহ ঘটনাস্থল থেকে মুজিবুর রহমান (১৯) নামের এক রোহিঙ্গাকে গ্রেপ্তার করে আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন)।
পরিদর্শক (তদন্ত) সালাহ উদ্দিন বলেন, দুষ্কৃতিকারিদের হামলায় ৬ জন রোহিঙ্গা খুনের ঘটনার পর থেকে পুলিশ ও এপিবিএন সহ আইন-শৃংখলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। এতে সোমবার রাতে উখিয়ার ১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পুলিশ ও এপিবিএন যৌথ অভিযান চালিয়ে মো. শফি উল্লাহ নামের এক আসামিকে গ্রেপ্তার করে। পরে মঙ্গলবার ভোররাতে উখিয়ার বিভিন্ন ক্যাম্পে পরিচালিত অভিযানে গ্রেপ্তার করা হয় ফরিদ হোসেন, জাহেদ হোসেন ও মো. হাশিম নামের আরো ৩ আসামিকে।
গ্রেপ্তার আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানান পরিদর্শক (তদন্ত)।
বাসস : পরিবেশ ও জীববৈচিত্র্য পুনরুদ্ধারের জন্য বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষকে (বেজা) দেওয়া কক্সবাজারের মহেশখালীর…
নিজস্ব প্রতিবেদক: চকরিয়ায় সুরাজপুর ইয়াংছা সড়কে যাত্রীবাহি সিএনজি চালিত অটোরিকশার সাথে ট্রাক গাড়ির মুখোমুখি সংঘর্ষে…
নিজস্ব প্রতিবেদক : টেকনাফের হ্নীলায় যৌতুকে দাবিতে মারধরে লুলুয়ান মরজান হিরা (১৭) নামে এক গৃহবধূর…
নিজস্ব প্রতিবেদক : উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ‘পরকিয়া প্রেমের’ জেরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত হয়েছেন। এ…
ইউএনএইচসিআর-এর উদ্বেগ প্রকাশ নুপা আলম : অর্থ সংকটের কারণে রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন কক্সবাজারের উখিয়া স্পেশালাইজড…
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার কেন্দ্রিয় শহীদ মিনার প্রাঙ্গনে মঙ্গলবার সন্ধ্যায় মোমবাতি হাতে জড়ো হয়েছিলো কয়েক…