নিজস্ব প্রতিবেদক : রাতের আঁধারে দখল করে করা স্থাপনা বিকালে উচ্ছেদ করে দিয়েছে জেলা প্রশাসন। কক্সবাজার কলাতলী সুগন্ধা পয়েটস্থ রাস্তার উত্তর পাশে আদালতের সাইনবোর্ড লাগিয়ে গভীর রাতে সরকারি জমি দখল করে দোকান নির্মাণ করা হয়।
সোমবার (২৫ অক্টোবর ) গভীররাত সাড়ে ৩ টার দিকে ট্রাকে করে বাঁশ ও পলিথিন এনেই অর্ধ শতাধিক দোকান নির্মাণ করা হয় সরকারি জমিতে। প্রায় ৪টি ট্রাকে করে সরঞ্জাম এনেই তাড়াহুড়া করেই কয়েক ঘন্টার ব্যবধানে স্থাপনা নির্মাণ করা হয়েছে। রাতারাতি শ্রমিক দেওয়া হয়েছে প্রায় শতাধিক। স্থানীয় কয়েকজন চিহ্নিত ভূমিদস্যুদের উপস্থিতিতে এই অবৈধ স্থাপনা নির্মাণ করা হয়েছে রাতের অন্ধকারে।
রাতারাতি সরকারি জমিতে স্থাপনা নির্মাণের বিষয়টি খরব পেয়ে সোমবার (২৫ অক্টোবর) বিকালে সেখানে পরিদর্শনে যান কক্সবাজার জেলা প্রশাসনের একটি টিম। এরপর সেখানে রাতারাতি নির্মাণ করা অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করে জেলা প্রশাসন। উচ্ছেদের নেতৃত্ব দেন কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিন আল পারভেজ।
প্রায় ১ বছর আগে সুগন্ধা পয়েন্টের উত্তর পাশে প্রায় শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ ও জেলা প্রশাসন। উচ্ছেদের সময় সেখানে পুলিশ ও দোকানদার এবং বহিরাগতদের সাথে সংর্ঘষের ঘটনাও ঘটে। এসময় পুলিশ ফাঁকা গুলিও ছুঁড়ে। এতে পুলিশ সদস্যসহ অনেকেই আহত হন। এরপর অবৈধ দখলকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ। এরপর সব অবৈধ স্থাপনা সরকারি জমি থেকে উচ্ছেদ করা হয়েছিল। উচ্ছেদের প্রায় ১ বছর পর সোমবার (২৫ অক্টোবর) দিবাগত রাতে সেই চিহ্নিত ভূমিদস্যুরা ফের দোকান নির্মাণ শুরু করে।
বাসস : পরিবেশ ও জীববৈচিত্র্য পুনরুদ্ধারের জন্য বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষকে (বেজা) দেওয়া কক্সবাজারের মহেশখালীর…
নিজস্ব প্রতিবেদক: চকরিয়ায় সুরাজপুর ইয়াংছা সড়কে যাত্রীবাহি সিএনজি চালিত অটোরিকশার সাথে ট্রাক গাড়ির মুখোমুখি সংঘর্ষে…
নিজস্ব প্রতিবেদক : টেকনাফের হ্নীলায় যৌতুকে দাবিতে মারধরে লুলুয়ান মরজান হিরা (১৭) নামে এক গৃহবধূর…
নিজস্ব প্রতিবেদক : উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ‘পরকিয়া প্রেমের’ জেরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত হয়েছেন। এ…
ইউএনএইচসিআর-এর উদ্বেগ প্রকাশ নুপা আলম : অর্থ সংকটের কারণে রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন কক্সবাজারের উখিয়া স্পেশালাইজড…
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার কেন্দ্রিয় শহীদ মিনার প্রাঙ্গনে মঙ্গলবার সন্ধ্যায় মোমবাতি হাতে জড়ো হয়েছিলো কয়েক…