নিজস্ব প্রতিবেদক : উখিয়ায় শরণার্থী ক্যাম্পের মাদ্রাসায় হামলা চালিয়ে ৬ রোহিঙ্গা হত্যার ঘটনায় ২৫০ জনকে আসামি করে মামলা দায়ের হয়েছে; এছাড়া ঘটনায় জড়িত সন্দেহে আইন-শৃংখলা বাহিনী ১০ জনকে গ্রেপ্তার করেছে।
শনিবার রাত পৌণে ১২ টায় নিহত মাদ্রাসা ছাত্র আজিজুল হকের বাবা ও উখিয়ার ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এইচ-ব্লকের বাসিন্দা নূরুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন বলে জানান কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম।
মামলায় ২৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ২৫০ জনকে আসামি করা হয়েছে বলে জানান তিনি।
শুক্রবার ভোররাতে উখিয়ার ১৮ নম্বর ময়নারঘোনা রোহিঙ্গা ক্যাম্পের এইচ-ব্লকের ‘দারুল উলুম নাদওয়াতুল ওলামা আল-ইসলামিয়াহ’ মাদ্রাসা একদল ‘রোহিঙ্গা দুষ্কৃতিকারি’ সশস্ত্র হামলা চালায়।
এতে মামলা বাদী নূরুল ইসলামের ছেলে ও মাদ্রাসাটির ছাত্র আজিজুল হক (২২) সহ ছয়জন নিহত হয়। আহত হয় অন্তত ১৭ জন।
নিহত অন্যরা হল,মাদ্রাসাটির শিক্ষক মো. ইদ্রীস (৩২), নুর আলম ওরফে হালিম (৪৫) ও মো. হামিদুল্লাহ (৫৫) এবং মসজিদের মুসল্লী ইব্রাহীম হোসেন (২৪), ক্যাম্পটির ভলান্টিয়ার (স্বেচ্ছাসেবক) মো. আমীন (৩২)।
তবে গ্রেপ্তার নাম ও পরিচয় জানা সম্ভব হয়নি।
অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল বলেন, রাতে রোহিঙ্গা ক্যাম্পে দুষ্কৃতিকারিদের হামলার ঘটনায় নিহত একজনের স্বজন বাদী হয়ে ২৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ২৫০ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। ঘটনার পর পুলিশ ও আর্মড পুলিশসহ আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা বিভিন্ন ক্যাম্পে অভিযান চালিয়ে ঘটনায় জড়িত সন্দেহে ১০ জনকে গ্রেপ্তার করেছে।
ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার করতে আইন-শৃংখলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।
নিজস্ব প্রতিবেদক : টেকনাফের মিনারা বেগম (৩৫) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার রাত…
বাসস : পরিবেশ ও জীববৈচিত্র্য পুনরুদ্ধারের জন্য বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষকে (বেজা) দেওয়া কক্সবাজারের মহেশখালীর…
নিজস্ব প্রতিবেদক: চকরিয়ায় সুরাজপুর ইয়াংছা সড়কে যাত্রীবাহি সিএনজি চালিত অটোরিকশার সাথে ট্রাক গাড়ির মুখোমুখি সংঘর্ষে…
নিজস্ব প্রতিবেদক : টেকনাফের হ্নীলায় যৌতুকে দাবিতে মারধরে লুলুয়ান মরজান হিরা (১৭) নামে এক গৃহবধূর…
নিজস্ব প্রতিবেদক : উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ‘পরকিয়া প্রেমের’ জেরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত হয়েছেন। এ…
ইউএনএইচসিআর-এর উদ্বেগ প্রকাশ নুপা আলম : অর্থ সংকটের কারণে রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন কক্সবাজারের উখিয়া স্পেশালাইজড…