‘ভাড়ায় চালিত সাংবাদিক।’ একটু বিদঘুটে, খট্কা ও অদ্ভুদ মনে হলে ও তা বাংলা ব্যাকরণের ভাব সম্প্রসারণ খুউব শ্রুতিমধুর মনে হচ্ছে কথাটি।
আমাদের দেশে ভাড়ায় চালিত অনেক কিছু পাওয়া যায়। যেমন ট্রাক, কার, মাইক্রোবাস, মোটর সাইকেল, স্পীড বোট, জেটস্কি, বিচ বাইক ইত্যাদি। অতি সম্প্রতি এ তালিকায় যুক্ত হয়েছে সাংবাদিক ও। এ কথা বললে প্রকৃত, পেশাদার, সৎ সাংবাদিকেরা মন বেজার করতে পারেন তাই ওই আলোচ্য গোত্রের সাংবাদিকদের কথিত সাংবাদিক বলাটা অবশ্যই যুক্তিপূর্ণ বৈকি।
‘ভাড়ায় চালিত সাংবাদিক’ এ কথাটি আমি ধার করেছি অনুজ-প্রতীম, অতিস্নেহভাজনেষু সংবাদকর্মী নুপা আলমের ফেইসবুকে দেওয়া একটি স্ট্যাটাস থেকে। তাকে হৃদয় ভরা আর্শীবাদ করার জন্য। এ সুন্দর, অতি শ্রুতিমধুর একটি বাক্য আবিষ্কার করার জন্য। এ সুযোগে বলে নিই, নুপা আলম প্রগতিবাদী ঘরণার একজন কবি ও।
কিন্তু নুপা আলম ‘ভাড়ায় চালিত সাংবাদিক’ এ কথার কোনোরকম ব্যাখা দেয়নি। তবে তার মনস্তাত্তি¡ক কিছু বিষয় আমি উপলব্দি করতে পারি।
‘ভাড়ায় চালিত সাংবাদিক’ এ কথার ব্যাখা দেওয়ার আগেই আমি পাঠক তথা আমার সংবাদকর্মী সহকর্মী-বন্ধুদের কাছে দুঃখ প্রকাশ করে নিচ্ছি। কারণ আমার ব্যাখার সাথে অনেকেই সহমত পোষণ নাও করতে পারেন। যারা সহমত পোষণ করবেন না তাদের প্রতি আমার শ্রদ্ধা।
কক্সবাজারে অতি সাম্প্রতিককালে কিছু লোককে সাংবাদিক পরিচয় দিয়ে নগদ অর্থের বিনিময়ে চুক্তির ভিত্তিতে ভাড়া খাটতে দেখা যায়। বিষয়টি পাঠকদের কাছে খোলাসা করে বলাটা উচিত। ধরুন;- আপনার ব্যক্তিগত স্বার্থ সংশ্লিষ্ট একটি সংবাদ সংবাদমাধ্যমে প্রচার করতে হবে। তখন সংবাদটি নিয়ে আপনাকে পত্রিকার অফিস বা সংবাদ সংস্থাগুলোর দরজা দরজায় দৌঁড়াতে হবে না। আপনি ভাড়ায় চালিত একজন নামধারী সাংবাদিককে জোগাড় করবেন। তারপর তার সাথে টাকা-পয়সার হিসাবসহ চুক্তি করবেন। ব্যস আপনার দায়িত্ব শেষ। ওই ভাড়ায় চালিত সাংবাদিক আপনার চাহিদামতো একটি সংবাদ তৈরি করে তা পানের দোকানের মতো গজিয়ে ওঠা অবৈধ অনলাইন পোর্টাল ও কক্সবাজারের স্থানীয় সংবাদপত্রগুলোতে মেইল করে পাঠিয়ে দিবে। পরের দিন ওই ভাড়ায় চালিত কথিত সাংবাদিকের পাঠানো সংবাদটি কোনো পোর্টাল বা পত্রিকায় প্রকাশিত হলে তা সংগ্রহ করে আপনার কাছে পৌঁছে দিবে। যদি কোন সংবাদমাধ্যম ভাড়ায় চালিত ব্যক্তির পাঠানো সংবাদটি প্রকাশ না করে তাহলে বেশ কয়েকদিন আর আপনার ঠিকাদার কথিত সাংবাদিককে আপনি খোঁজে পাবেন না। নিজের সম্ভাব্য বিপদের কথা আঁচ করতে পারে ভাড়ায় চালিত ব্যক্তিটি আপনার কাছ থেকে নেওয়া টাকাগুলো জায়েজ করার জন্য কয়েকটি পত্রিকায় অল্প-স্বল্প টাকা দিয়ে হাতে-পায়ে ধরে আপনার নিউজটি ছাপানোর জন্য গলদঘর্ম হয়ে দৌঁড়ঝাঁপ দিবে। এসব কাহিনী আমার নিজের পেশাগত অভিজ্ঞতা থেকেই জানি। কাউকে আহত করার জন্য নয়, সত্য প্রকাশের উদ্দেশ্যেই এ লিখা।
বাসস : পরিবেশ ও জীববৈচিত্র্য পুনরুদ্ধারের জন্য বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষকে (বেজা) দেওয়া কক্সবাজারের মহেশখালীর…
নিজস্ব প্রতিবেদক: চকরিয়ায় সুরাজপুর ইয়াংছা সড়কে যাত্রীবাহি সিএনজি চালিত অটোরিকশার সাথে ট্রাক গাড়ির মুখোমুখি সংঘর্ষে…
নিজস্ব প্রতিবেদক : টেকনাফের হ্নীলায় যৌতুকে দাবিতে মারধরে লুলুয়ান মরজান হিরা (১৭) নামে এক গৃহবধূর…
নিজস্ব প্রতিবেদক : উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ‘পরকিয়া প্রেমের’ জেরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত হয়েছেন। এ…
ইউএনএইচসিআর-এর উদ্বেগ প্রকাশ নুপা আলম : অর্থ সংকটের কারণে রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন কক্সবাজারের উখিয়া স্পেশালাইজড…
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার কেন্দ্রিয় শহীদ মিনার প্রাঙ্গনে মঙ্গলবার সন্ধ্যায় মোমবাতি হাতে জড়ো হয়েছিলো কয়েক…