নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার সৈকতের সী-গাল পয়েন্টে গোসলে নেমে এক পর্যটক নিখোঁজ হয়েছে।
ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ জানান, রোববার দুপুরে কক্সবাজার সৈকতের সী-গাল পয়েন্ট সাগরে এ ঘটনা ঘটে।
নিখোঁজ মো. সাইফুল ইসলাম (১৮) কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের মুসলিম পাড়ার মো. নাছির উদ্দিনের ছেলে।
মহিউদ্দিন বলেন, রোববার দুপুরে কক্সবাজার সৈকতের সী-গাল পয়েন্ট সাগরে ৬ জন বন্ধু মিলে গোসলে নামে। এসময় সাগরে ভাটার সময় স্রোতের টানে একজন ভেসে যায়। পরে খবর পেয়ে স্থানীয় লাইফ গার্ড কর্মিরা তাকে উদ্ধারে চেষ্টা চালানোর পরও সন্ধানে ব্যর্থ হন।
নিখোঁজের বন্ধু মো. তারেকুল ইসলাম বলেন, রোববার সকালে চকরিয়া উপজেলার হারবাং এলাকা থেকে ২০ জন বন্ধু মিলে মাইক্রোবাস যোগে কক্সবাজার বেড়াতে আসে। সেখানে পৌঁছে তারা প্রথমে ইনানী ও হিমছড়ি ঘুরতে যান। পরে দুপুরে কক্সবাজার সৈকতে ঘুরতে আসে।
” সৈকতে ঘুরাঘুরির এক পর্যায়ে ৬ বন্ধু মিলে সাগরে গোসল করতে যাই। এসময় সৈকতে সতর্কতামূলক লাল পতাকা উড়তে দেখে পাঁচ বন্ধু সাগরে নামতে অসম্মতি জানায়। কিন্তু সাইফুল ইসলাম বন্ধুদের কথা অমান্য করে গোসলে নামে। এক পর্যায়ে স্রোতের টানে পানিতে ডুবো ডুবো অবস্থায় হাত উঁচিয়ে ভেসে যেতে থাকে। “
তারিকুল আরো বলেন, ” এ বিষয়টি ঘটনাস্থলের অদূরে অবস্থান করা স্থানীয় লাইফ গার্ড কর্মিদের অবহিত করা হয়। তারা একটি স্প্রীডবোট যোগে সাইফুলকে উদ্ধার করতে গেলেও ব্যর্থ হয়। “
অতিরিক্ত পুলিশ সুপার মহিউদ্দিন জানান, নিখোঁজ যুবকের সন্ধানে লাইফ গার্ড কর্মিদের পাশাপাশি ট্যুরিস্ট পুলিশ সৈকতের বিভিন্ন পয়েন্টে উদ্ধার তৎপরতা অব্যাহত রেখেছে।
বাসস : পরিবেশ ও জীববৈচিত্র্য পুনরুদ্ধারের জন্য বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষকে (বেজা) দেওয়া কক্সবাজারের মহেশখালীর…
নিজস্ব প্রতিবেদক: চকরিয়ায় সুরাজপুর ইয়াংছা সড়কে যাত্রীবাহি সিএনজি চালিত অটোরিকশার সাথে ট্রাক গাড়ির মুখোমুখি সংঘর্ষে…
নিজস্ব প্রতিবেদক : টেকনাফের হ্নীলায় যৌতুকে দাবিতে মারধরে লুলুয়ান মরজান হিরা (১৭) নামে এক গৃহবধূর…
নিজস্ব প্রতিবেদক : উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ‘পরকিয়া প্রেমের’ জেরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত হয়েছেন। এ…
ইউএনএইচসিআর-এর উদ্বেগ প্রকাশ নুপা আলম : অর্থ সংকটের কারণে রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন কক্সবাজারের উখিয়া স্পেশালাইজড…
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার কেন্দ্রিয় শহীদ মিনার প্রাঙ্গনে মঙ্গলবার সন্ধ্যায় মোমবাতি হাতে জড়ো হয়েছিলো কয়েক…