উখিয়ায় সড়কের অবৈধ স্থাপনা ৩দিনের মধ্যে সরানোর নির্দেশ

ইমরান আল মাহমুদ, উখিয়া: উখিয়া উপজেলার সড়ক, মহাসড়ক ও বিভিন্ন স্টেশনে সৃষ্ট যানজট নিরসনে মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নিজাম উদ্দিন আহমেদ।

ইউএনও নিজাম উদ্দিন আহমেদ বলেন, যানজট নিরসনে সড়কের উপর অবৈধভাবে গড়ে তোলা সকল স্থাপনা আগামী ৩দিন অর্থাৎ ২৬ সেপ্টেম্বরের মধ্যে সরিয়ে নিতে হবে। অন্যথায় নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। মূল সড়কের অদূরে ছোট পরিসরের যানবাহনগুলো বিশেষ করে সিএনজি অটোরিকশা ও টমটম আলাদা ভাবে একক লাইন করে এক সারিতে দাঁড়াতে পারবে এবং দ্বৈত লাইন করা যাবেনা।

অতিরিক্ত পুলিশ সুপার(উখিয়া সার্কেল) শাকিল আহমদ বলেন,উখিয়া উপজেলার প্রধান স্টেশনগুলোর ফুটপাত দখলে চলে গেছে। সড়কের উপর অবৈধভাবে পার্কিং বসিয়ে জনদূর্ভোগের মাত্রা বৃদ্ধি করা হচ্ছে। মরিচ্যা স্টেশনের সড়কের দুপাশে ৬ফুট করে দখল,কোটবাজারে পূর্ব পাশে ১০ফুট ও পশ্চিমে ৮ফুট,কুতুপালং বাজারে পূর্ব পাশে ১২ফুট ও পশ্চিমে ১০ফুট এবং বালুখালী বাজারে ৬ফুট করে উভয়পাশে দখলে চলে গেছে। যানজট নিরসন করার জন্য অবৈধ স্থাপনা, ফুটপাত পার্কিং দখলমুক্ত করতে হবে।

সভায় বক্তব্যে ইউপি চেয়ারম্যানবৃন্দ বলেন,সড়কের উপর অবৈধ পার্কিং সরিয়ে নিতে হবে। রোহিঙ্গা চালক নিয়ন্ত্রণে টমটম সিএনজি ইউনিয়ন পরিষদের মাধ্যমে লাইসেন্সের আওতায় আনতে হবে। অন্যথায় রোহিঙ্গা চালকদের কখনো নিয়ন্ত্রণ করা যাবেনা।

সভায় উপস্থিত ছিলেন উখিয়া থানার অফিসার ইনচার্জ আহাম্মদ সনজুর মোর্শেদ,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল মামুন, ট্রাফিক ইনচার্জ মোশাররফ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী,উখিয়া প্রেসক্লাব সভাপতি সাঈদ মুহাম্মদ আনোয়ার,রত্নাপালং ইউপি চেয়ারম্যান খাইরুল আলম চৌধুরী, পালংখালী ইউপি চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী, জালিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরী সহ বাজার কমিটির নেতৃবৃন্দ, সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বাজার কমিটি ও পরিবহন শ্রমিক নেতারা বলেন,সবার সম্মতিক্রমে প্রতি স্টেশনে যানজট নিরসনে সম্মিলিত উদ্যোগে প্রচেষ্টা চালিয়ে যাওয়া হবে। অবৈধ পার্কিং নিয়ন্ত্রণে যানবাহন চালকদের কঠোর নির্দেশ প্রদান করা হবে।

কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়ার প্রতিটা স্টেশনে অবৈধভাবে গড়ে উঠে অবৈধ স্থাপনা। যার ফলে স্বাভাবিক যানবাহন চলাচল প্রতিনিয়ত ব্যাহত হচ্ছে।

nupa alam

Recent Posts

টেকনাফে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : টেকনাফের মিনারা বেগম (৩৫) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার রাত…

6 hours ago

সোনাদিয়া দ্বীপের ৯ হাজার ৪৬৭ একর ভূমি বন্দোবস্ত বাতিল

বাসস : পরিবেশ ও জীববৈচিত্র্য পুনরুদ্ধারের জন্য বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষকে (বেজা) দেওয়া কক্সবাজারের মহেশখালীর…

1 day ago

চকরিয়ায় অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নিজস্ব প্রতিবেদক: চকরিয়ায় সুরাজপুর ইয়াংছা সড়কে যাত্রীবাহি সিএনজি চালিত অটোরিকশার সাথে ট্রাক গাড়ির মুখোমুখি সংঘর্ষে…

1 day ago

টেকনাফে যৌতুকের দাবিতে গৃহবধুকে হত্যার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : টেকনাফের হ্নীলায় যৌতুকে দাবিতে মারধরে লুলুয়ান মরজান হিরা (১৭) নামে এক গৃহবধূর…

4 days ago

রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রী খুনের দায়ে স্বামী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ‘পরকিয়া প্রেমের’ জেরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত হয়েছেন। এ…

4 days ago

উখিয়া স্পেশালাইজড হাসপাতাল কার্যক্রম বন্ধ

ইউএনএইচসিআর-এর উদ্বেগ প্রকাশ নুপা আলম : অর্থ সংকটের কারণে রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন কক্সবাজারের উখিয়া স্পেশালাইজড…

5 days ago