ক্রীড়া ডেস্ক : ভয়ডরহীন ব্যাটিংয়ে গুঁড়িয়ে দিতেন প্রতিপক্ষের বোলারদের। মাঠে সাহসিকতার জন্য ছিলেন পরিচিত। নাম পেয়েছিলেন ‘লর্ড টেড।’ ক্রিকেট ক্যারিয়ারে দাপট দেখানো টেড ডেক্সটার জীবন যুদ্ধে মেনে নিলেন হার। ৮৬ বছর বয়সে পরলোক গমন করলেন ইংল্যান্ডের সাবেক এই অধিনায়ক।
মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি) বৃহস্পতিবার নিশ্চিত করে ডেক্সটারের মৃত্যুর সংবাদ। বিবৃতিতে ক্রিকেটের আইনকানুনের এই অভিভাবক সংস্থা তাকে ইংল্যান্ডের সর্বকালের সেরা ক্রিকেটারদের একজন হিসেবে উল্লেখ করে।
উলভারহ্যাম্পটনের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ডেক্সটার। পরিবারের সদস্যরা সে সময়ে তার পাশেই ছিলেন।
ইংল্যান্ডের হয়ে ১৯৫৮ সালে অভিষেক হওয়া ডেক্সটার খেলেছেন ৬২ টেস্ট। যেখানে দলকে নেতৃত্ব দিয়েছেন তিনি ৩০ ম্যাচে।
আগ্রাসী এই মিডল-অর্ডার ব্যাটসম্যান ৪৭.৮৯ গড়ে রান করেছেন ৪ হাজার ৫০২। বল হাতেও বেশ কার্যকর ছিলেন তিনি। মিডিয়াম পেসে ৩৪.৯৩ গড়ে উইকেট নিয়েছেন ৬৬টি। দেশের হয়ে তার সবশেষ টেস্ট ১৯৬৮ সালে, অস্ট্রেলিয়ার বিপক্ষে।
ব্যাট হাতে বোলারদের আক্রমণ করার জন্য বেশ পরিচিত ছিলেন ডেক্সটার। টেস্ট ক্যারিয়ারে তার ৯ সেঞ্চুরির ৬টিই ছিল ১৪০ ছাড়ানো।
ক্রিকেট ক্যারিয়ারকে বিদায় বলার পর ইংল্যান্ড দলের নির্বাচকদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন ডেক্সটার। টেস্ট ক্রিকেটারদের র্যাঙ্কিংয়ের একটি সিস্টেম তৈরি করতে সাহায্য করেছিলেন। পরবর্তীতে সাংবাদিক ও ব্রডকাস্টার হিসেবেও কাজ করেন তিনি।
মেরিলিবোন ক্রিকেট ক্লাবের সভাপতি হয়েছিলেন। ২০০১ সালে কমান্ডার অব দা ব্রিটিশ এম্পায়ার (সিবিই) পুরস্কার পান তিনি। এই গ্রীষ্মেই জায়গা পান আইসিসি হল অব ফেমে।
সাসেক্সের সাবেক এই অধিনায়ক ৩২৭টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন। ৪০ এর ওপরে ব্যাটিং গড়ে ৫১ সেঞ্চুরি ও ১০৮ ফিফটিতে রান করেছেন ২১ হাজার ১৫০। আর ২৯.৯২ গড়ে উইকেট নিয়েছেন ৪১৯টি।
লিস্ট ‘এ’ ক্রিকেটে ম্যাচ খেলেছেন ডেক্সটার ৪৩টি। এক সেঞ্চুরি ও ৮ ফিফটিতে রান সেখানে এক হাজার ২০৯। উইকেট নিয়েছেন ২১টি।
বাসস : পরিবেশ ও জীববৈচিত্র্য পুনরুদ্ধারের জন্য বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষকে (বেজা) দেওয়া কক্সবাজারের মহেশখালীর…
নিজস্ব প্রতিবেদক: চকরিয়ায় সুরাজপুর ইয়াংছা সড়কে যাত্রীবাহি সিএনজি চালিত অটোরিকশার সাথে ট্রাক গাড়ির মুখোমুখি সংঘর্ষে…
নিজস্ব প্রতিবেদক : টেকনাফের হ্নীলায় যৌতুকে দাবিতে মারধরে লুলুয়ান মরজান হিরা (১৭) নামে এক গৃহবধূর…
নিজস্ব প্রতিবেদক : উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ‘পরকিয়া প্রেমের’ জেরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত হয়েছেন। এ…
ইউএনএইচসিআর-এর উদ্বেগ প্রকাশ নুপা আলম : অর্থ সংকটের কারণে রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন কক্সবাজারের উখিয়া স্পেশালাইজড…
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার কেন্দ্রিয় শহীদ মিনার প্রাঙ্গনে মঙ্গলবার সন্ধ্যায় মোমবাতি হাতে জড়ো হয়েছিলো কয়েক…