পাহাড়ে ঝর্ণা দেখতে গিয়ে দূর্বৃত্তের কবলে ৬ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক : টেকনাফে রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পাহাড়ী এলাকায় ঝর্ণা দেখতে গিয়ে দূর্বৃত্ত দলের কবলে পড়েছে স্থানীয় ছয়জন শিক্ষার্থী; এসময় তাদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে মোবাইল ফোন ও নগদ টাকা।

তবে এসব শিক্ষার্থীদের সঙ্গে আরো ৩ জন ঝর্ণা দেখতে গেলেও তারা কৌশলে পালিয়ে আসতে সক্ষম হয়েছে।

শুক্রবার সকালে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পানখালী ঢালা নামক এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান কক্সবাজারের পুলিশ সুপার মোহাম্মদ হাসানুজ্জামান।

দূর্বৃত্ত দলের কবলে পড়া শিক্ষার্থীরা হল, টেকনাফের হ্নীলা ইউনিয়নের বিভিন্ন এলাকার বাসিন্দা আনোয়ার হোসেন (২৪), রাকিবুল ইসলাম (২৫), শাহেদ হোসেন (২৪), রিয়াজ উদ্দিন (২১), হামিদ হোসেন (২২) ও মোহাম্মদ আইয়ুব (২১)।

স্থানীয়দের বরাতে হাসানুজ্জামান বলেন, শুক্রবার সকালে টেকনাফের হ্নীলা ইউনিয়নের পানখালী ঢালা নামক পাহাড়ী এলাকায় ‘স্বপ্নপূরী ঝর্ণা’ দেখতে যায় স্থানীয় ৯ জন শিক্ষার্থী বন্ধু। বন্ধুরা মিলে ঝর্ণার পানিতে গোসলের এক পর্যায়ে একদল মুখোশধারী দূর্বৃত্ত তাদের ঘিরে ফেলে।

“ এসময় দূর্বৃত্ত দলের কবল থেকে ৩ জন কৌশলে পালিয়ে আসতে সক্ষম হলেও অন্যরা পারেনি। পরে তাদের সঙ্গে থাকা মোবাইল ফোন সেট ও নগদ টাকা ছিনিয়ে নেয় দূর্বৃত্তরা। প্রায় এক ঘন্টা পর দূর্বৃত্তরা এসব শিক্ষার্থীদের ছেড়ে দেয়। ”

পুলিশ সুপার বলেন, “ পরে স্থানীয় ইউপি চেয়ারম্যানের কাছ খবরটি পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পাশাপাশি দূর্বৃত্তদের কবলে পড়া শিক্ষার্থীদের সঙ্গেও কথা বলে পুলিশ ঘটনার ব্যাপারে তথ্য সংগ্রহ করেছে। ”

দূর্বৃত্তদের কবল থেকে উদ্ধার হয়ে আসা এসব শিক্ষার্থী নিজেদের বাড়ীতে অবস্থান করছে বলে জানান হাসানুজ্জামান।

হ্নীলা ইউপি চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ আলী বলেন, সকালে হ্নীলা ইউনিয়নের বিভিন্ন এলাকার ৯ জন শিক্ষার্থী বন্ধু মিলে স্থানীয় পানখালী পাহাড়ী এলাকায় স্বপ্নপূরী নামের ঝর্ণাটি দেখতে গিয়েছিল। এতে ঝর্ণার পানিতে গোসলের এক পর্যায়ে তারা ডাকাত দলের কবলে পড়ে। তাদের মধ্যে ৩ জন কৌশলে পালিয়ে এসে বিষয়টি স্থানীয়দের অবহিত করে।

“ স্থানীয়দের কাছ থেকে আমি খবরটি পাওয়ার পরপরই টেকনাফ থানা পুলিশকে আবহিত করি। পরে পুলিশের একটি দলকে নিয়ে ঘটনাস্থলে যাওয়ার পথে খবর পাই ডাকাত দল আটকে রাখা শিক্ষার্থীদের মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে ছেড়ে দিয়েছে। ”

স্থানীয় এ ইউপি চেয়ারম্যান বলেন, “ হ্নীলা ইউনিয়নের পানখালী ঢালা এলাকায় অবস্থিত স্বপ্নপূরী নামের ঝর্ণাটি রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন। রোহিঙ্গা ক্যাম্প কেন্দ্রিক সক্রিয় রয়েছে বেশ কয়েকটি অপরাধ সংঘটনকারি দল। এ নিয়ে ধারণা করা হচ্ছে, রোহিঙ্গা দূর্বৃত্ত দল এই ঘটনাটি ঘটিয়ে থাকতে পারে। ”

পুলিশ সুপার হাসানুজ্জামান জানান, ঘটনার ব্যাপারে পুলিশ খোঁজ-খবর নিচ্চে। ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

nupa alam

Recent Posts

সোনাদিয়া দ্বীপের ৯ হাজার ৪৬৭ একর ভূমি বন্দোবস্ত বাতিল

বাসস : পরিবেশ ও জীববৈচিত্র্য পুনরুদ্ধারের জন্য বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষকে (বেজা) দেওয়া কক্সবাজারের মহেশখালীর…

16 hours ago

চকরিয়ায় অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নিজস্ব প্রতিবেদক: চকরিয়ায় সুরাজপুর ইয়াংছা সড়কে যাত্রীবাহি সিএনজি চালিত অটোরিকশার সাথে ট্রাক গাড়ির মুখোমুখি সংঘর্ষে…

16 hours ago

টেকনাফে যৌতুকের দাবিতে গৃহবধুকে হত্যার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : টেকনাফের হ্নীলায় যৌতুকে দাবিতে মারধরে লুলুয়ান মরজান হিরা (১৭) নামে এক গৃহবধূর…

4 days ago

রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রী খুনের দায়ে স্বামী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ‘পরকিয়া প্রেমের’ জেরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত হয়েছেন। এ…

4 days ago

উখিয়া স্পেশালাইজড হাসপাতাল কার্যক্রম বন্ধ

ইউএনএইচসিআর-এর উদ্বেগ প্রকাশ নুপা আলম : অর্থ সংকটের কারণে রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন কক্সবাজারের উখিয়া স্পেশালাইজড…

4 days ago

কক্সবাজারে সমবেত কন্ঠে জাতীয় সংগীত

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার কেন্দ্রিয় শহীদ মিনার প্রাঙ্গনে মঙ্গলবার সন্ধ্যায় মোমবাতি হাতে জড়ো হয়েছিলো কয়েক…

4 days ago