নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার জুড়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসংখ্য স্মৃতি রয়েছে। তাই খুব দ্রুত সময়ের মধ্যে বঙ্গবন্ধুর একটি ভার্স্কয স্থাপন করা হবে। এই ভাস্কর্য নিমার্ণের কাজ অনেক এগিয়েও গেছে।
মঙ্গলবার দুপুরে কক্সবাজার প্রেসক্লাব ও কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের যৌথ আয়োজনে অনুষ্ঠিত শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে দৈনিক আজকের কক্সবাজার পত্রিকার সম্পাদক পৌর মেয়র ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান এ কথা বলেন।
কক্সবাজার প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাব ও কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবু তাহের এর সভাপতিত্বে সভায় বক্তারা বলেন, বাঙ্গালী জাতির ইতিহাস মুছতে স্বাধীনতা বিরোধী চক্রের হাত ধরে বিপদগামি সেনা সদস্যরা ৭৫ এর কালো অধ্যায় রচনা করেন। এরপর ২১ বছর জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা চালানো হয়। যদিও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে ওই ষড়যন্ত্র শেষ করা সম্ভব হয়েছে। জাতি কলংকিত হত্যাকাণ্ডের বিচার দেখছে। এখনো যারা পলাতক রয়েছে তাদের দ্রুত ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা জরুরী।
কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক তোফায়েল আহমদ, বিএফইউজের সদস্য আয়াছুর রহমান, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক আবদুল কুদ্দুস রানা, বিএফইউজের সদস্য ও কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মুজিবুল ইসলাম, সরওয়ার আজম মানিক, প্রেসক্লাবে ক্রীড়া সম্পাদক দীপক শর্মা দীপু, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাংগঠণিক সম্পাদক ফরহাদ ইকবাল, বিপ্লব কান্তি দে, আহসান সুমন, মাহবুবুর রহমান, আইরিন আকতার প্রমুখ।
বাসস : পরিবেশ ও জীববৈচিত্র্য পুনরুদ্ধারের জন্য বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষকে (বেজা) দেওয়া কক্সবাজারের মহেশখালীর…
নিজস্ব প্রতিবেদক: চকরিয়ায় সুরাজপুর ইয়াংছা সড়কে যাত্রীবাহি সিএনজি চালিত অটোরিকশার সাথে ট্রাক গাড়ির মুখোমুখি সংঘর্ষে…
নিজস্ব প্রতিবেদক : টেকনাফের হ্নীলায় যৌতুকে দাবিতে মারধরে লুলুয়ান মরজান হিরা (১৭) নামে এক গৃহবধূর…
নিজস্ব প্রতিবেদক : উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ‘পরকিয়া প্রেমের’ জেরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত হয়েছেন। এ…
ইউএনএইচসিআর-এর উদ্বেগ প্রকাশ নুপা আলম : অর্থ সংকটের কারণে রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন কক্সবাজারের উখিয়া স্পেশালাইজড…
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার কেন্দ্রিয় শহীদ মিনার প্রাঙ্গনে মঙ্গলবার সন্ধ্যায় মোমবাতি হাতে জড়ো হয়েছিলো কয়েক…