নিজস্ব প্রতিবেদক : টেকনাফে ‘মুক্তিপণের দাবিতে’ রোহিঙ্গা সন্ত্রাসীদের কর্তৃক অপহৃত স্থানীয় এক যুবকের অর্ধ-গলিত মৃতদেহ গহীন পাহাড়ী এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ।
টেকনাফ থানার ওসি মো. হাফিজুর রহমান জানান, বৃহস্পতিবার দুপুর আড়াইটায় টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কুদুং গুহা সংলগ্ন গহীন পাহাড়ী এলাকা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।
নিহত মাহমুদুল করিম (৩৫) টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের উত্তর শিলখালী এলাকার মৃত ছালেহ আহমদের ছেলে।
নিহতের পরিবারের দাবি, গত ৩০ জুন টেকনাফ উপজেলার হোয়াইক্যং স্টেশন থেকে বাহারছড়া ইউনিয়নের শামলাপুর স্টেশনে আসার পথে হোয়াইক্যং ঢালা নামক এলাকা থেকে মাহমুদুল করিমসহ দুই যুবককে গাড়ী থামিয়ে অজ্ঞাত রোহিঙ্গা সন্ত্রাসীরা অপহরণ করে নিয়ে যায়।
পরে ২০ হাজার টাকা মুক্তিপণের বিনিময়ে হোয়াইক্যং ইউনিয়নের কাটাখালী এলাকার মিজানুর রহমান নামের এক যুবক ছাড়া পেলেও মাহমুদুল করিমকে অপহরণকারিরা জিন্মি রাখে। পরবর্তীতে পরিবারের স্বজনরা ৫০ হাজার মুক্তিপণ দেয়ার পরও তাকে ছেড়ে দেয়নি।
ওসি হাফিজুর বলেন, বৃহস্পতিবার দুপুরে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের কুদুং গুহা সংলগ্ন গহীন পাহাড়ী এলাকায় বনবিভাগের কর্মিরা জঙ্গল পরিস্কার করার সময় একটি মৃতদেহ দেখতে পায়। পরে বনকর্মিরা পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করা হয়েছে।
“ নিহত ব্যক্তি মাহমুদুল করিমের আনুমানিক বয়স ৩৫ বছরের বেশী। তাকে অন্তত ৪/৫ দিন আগে হত্যা করে গহীন পাহাড়ের জঙ্গলে ফেলে দেয়া হয়েছে। মৃতদেহটি অর্ধ-গলিত হওয়ায় বিকৃত হয়েছে। ”
ওসি বলেন, “ মাহমুদুল করিমকে অপহরণের ঘটনায় ভাই কবির আহমদ বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামী করে গত ১৭ জুলাই মামলা নথিবদ্ধ করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে ৬ জনকে আটক করা হয়েছে। এদের মধ্যে ৫ জনই রোহিঙ্গা। ”
নিহতের ভাই ওয়াজ করিম বলেন, মাহমুদুল করিমকে অপরহণের পর পরিবারের স্বজনদের কাছ থেকে মুঠোফোনে অপরহরণকারিরা মুক্তিপণ দাবি করে। এক পর্যায়ে বিকাশের মাধ্যমে অপহরণকারিদের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ আদায় করা হয়। এরপরও দীর্ঘ এক মাসের বেশী সময় ধরে তার ভাইকে ছেড়ে দেয়নি অপহরণকারিরা।
অবশেষে বৃহস্পতিবার বিকালে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের গহীন পাহাড়ী এলাকা থেকে পুলিশের কাছ থেকে মাহমুদুল করিমের মৃতদেহ উদ্ধার করার খবর পান বলে জানান নিহতের ভাই।
এদিকে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান টেকনাফ থানার ওসি হাফিজুর রহমান।
বাসস : পরিবেশ ও জীববৈচিত্র্য পুনরুদ্ধারের জন্য বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষকে (বেজা) দেওয়া কক্সবাজারের মহেশখালীর…
নিজস্ব প্রতিবেদক: চকরিয়ায় সুরাজপুর ইয়াংছা সড়কে যাত্রীবাহি সিএনজি চালিত অটোরিকশার সাথে ট্রাক গাড়ির মুখোমুখি সংঘর্ষে…
নিজস্ব প্রতিবেদক : টেকনাফের হ্নীলায় যৌতুকে দাবিতে মারধরে লুলুয়ান মরজান হিরা (১৭) নামে এক গৃহবধূর…
নিজস্ব প্রতিবেদক : উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ‘পরকিয়া প্রেমের’ জেরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত হয়েছেন। এ…
ইউএনএইচসিআর-এর উদ্বেগ প্রকাশ নুপা আলম : অর্থ সংকটের কারণে রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন কক্সবাজারের উখিয়া স্পেশালাইজড…
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার কেন্দ্রিয় শহীদ মিনার প্রাঙ্গনে মঙ্গলবার সন্ধ্যায় মোমবাতি হাতে জড়ো হয়েছিলো কয়েক…