র‍্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে রোহিঙ্গা ডাকাত নিহত

নিজস্ব প্রতিবেদক : টেকনাফে র‍্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক রোহিঙ্গা ডাকাত নিহত হয়েছে; এসময় ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে বিদেশি পিস্তলসহ অস্ত্র ও গুলি।

নিহত ব্যক্তি একটি রোহিঙ্গা ডাকাত বাহিনীর প্রধান বলে দাবি র‍্যাবের।

বৃহস্পতিবার ভোর রাতে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন দমদমিয়া পাহাড়ী এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন র‍্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়ানের অধিনায়ক উইং কমান্ডার আজিম আহমেদ।

এতে নিহত হয়েছে নুরুল আলম নুরু (৪০)। সে নিজের নামে গড়ে তোলা রোহিঙ্গা ডাকাতদল নুরু বাহিনীর প্রধান।

উইং কমান্ডার আজিম আহমেদ বলেন, ভোর রাতে টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন দমদমিয়া পাহাড়ী এলাকা অস্ত্রধারী কতিপয় দূর্বৃত্ত ডাকাতি ও অপহরণের উদ্দ্যেশে জড়ো হয়েছে খবরে র‍্যাবের একটি দল অভিযান চালায়। ঘটনাস্থলে পৌঁছলে উপস্থিতি টের পেয়ে দূর্বৃত্তরা র‍্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। এতে র‍্যাব সদস্যরাও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়ে।

” এক পর্যায়ে দূর্বৃত্তরা পিছু হটলে ঘটনাস্থলে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। ঘটনায় র‍্যাবের দুই সদস্য আহত হয়েছে। পরে ঘটনাস্থলে তল্লাশী করে পাওয়া যায় ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগজিন, ৩ টি দেশিয় তৈরী লম্বা বন্দুক ও ৪ টি গুলি। “

র‍্যাবের এ কর্মকর্তা বলেন, ” আহতদের উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এসময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক গুলিবিদ্ধ ব্যক্তিকে মৃত ঘোষণা করেন। “

র‍্যাব জানিয়েছে, নুরুল আলম নুরু একজন চিহ্নিত ডাকাত। সে নিজের নামে একটি ডাকাত বাহিনী গড়ে তোলে রোহিঙ্গা ক্যাম্পসহ আশপাশের বিভিন্ন এলাকায় ডাকাতি, অপহরণ, চাঁদাবাজি, খুন ও মাদক কারবার সহ নানা অপরাধ সংঘটন করত। এসব অভিযোগে জড়িত থাকার অভিযোগে টেকনাফ থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান উইং কমান্ডার আজিম আহমেদ।

nupa alam

Recent Posts

টেকনাফে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : টেকনাফের মিনারা বেগম (৩৫) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার রাত…

3 hours ago

সোনাদিয়া দ্বীপের ৯ হাজার ৪৬৭ একর ভূমি বন্দোবস্ত বাতিল

বাসস : পরিবেশ ও জীববৈচিত্র্য পুনরুদ্ধারের জন্য বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষকে (বেজা) দেওয়া কক্সবাজারের মহেশখালীর…

1 day ago

চকরিয়ায় অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নিজস্ব প্রতিবেদক: চকরিয়ায় সুরাজপুর ইয়াংছা সড়কে যাত্রীবাহি সিএনজি চালিত অটোরিকশার সাথে ট্রাক গাড়ির মুখোমুখি সংঘর্ষে…

1 day ago

টেকনাফে যৌতুকের দাবিতে গৃহবধুকে হত্যার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : টেকনাফের হ্নীলায় যৌতুকে দাবিতে মারধরে লুলুয়ান মরজান হিরা (১৭) নামে এক গৃহবধূর…

4 days ago

রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রী খুনের দায়ে স্বামী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ‘পরকিয়া প্রেমের’ জেরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত হয়েছেন। এ…

4 days ago

উখিয়া স্পেশালাইজড হাসপাতাল কার্যক্রম বন্ধ

ইউএনএইচসিআর-এর উদ্বেগ প্রকাশ নুপা আলম : অর্থ সংকটের কারণে রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন কক্সবাজারের উখিয়া স্পেশালাইজড…

5 days ago