নিজস্ব প্রতিবেদক : টেকনাফে ‘মুজিব জন্মশতবর্ষ উপলক্ষ্যে ঘর ও ল্যাট্রিন’ দেয়ার কথা বলে লোকজনের কাছ থেকে টাকা আদায় পূর্বক একটি এনজিও সংস্থার কর্মকর্তা পরিচয়ে প্রতারণার দায়ে একজন আটক করা হয়েছে।
টেকনাফ উপজেলার হ্নীলা ইউপি চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ আলী জানান, মঙ্গলবার সন্ধ্যায় টেকনাফের হ্নীলা ইউনিয়নের আলীখালী এলাকা থেকে এ প্রতারককে স্থানীয়রা আটক করেছে।
আটক আনোয়ার হোসেন (২৫) টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ঝিমংখালী এলাকার উলা মিয়ার ছেলে।
আটক ব্যক্তির কাছ থেকে টেকনাফে কর্মরত হেইস ওয়াশ নামের বেসরকারি সংস্থার পরিচয়পত্র পাওয়া গেলেও সে ওই সংস্থার কেউ নয় বলে জানিয়েছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান।
রাশেদ মোহাম্মদ আলী বলেন, সন্ধ্যায় টেকনাফের আলীখালী এলাকায় ‘মুজিব জন্মশতবর্ষ উপলক্ষ্যে ঘর ও ল্যাট্রিন’ উপহার দেয়ার কথা বলে বেসরকারি সংস্থা হেইস ওয়াশের কর্মকর্তা পরিচয়ে এক ব্যক্তি স্থানীয় লোকজনের কাছ থেকে টাকা আদায়ের খবর পাওয়া যায়। এ খবরটি স্থানীয়দের কাছ থেকে পাওয়ার ওই ব্যক্তি ইউপি কার্যালয়ে নিয়ে আসার জন্য নির্দেশ দেয়া হয়। পরে স্থানীয়রা ওই ব্যক্তিকে আটক করে নিয়ে আসে।
“ টেকনাফের আলীখালী এলাকার জনৈক রাকিব আলীর কাছ থেকে ‘ঘর ও ল্যাট্রিন’ দেয়ার কথা বলে টাকা আদায়ের সময় স্থানীয়রা আরোয়ার হোসেনকে আটক করে। স্থানীয়রা আটক ব্যক্তিকে ইউপি কার্যালয়ে আনার পর নিজেকে হেইস ওয়াশ নামের বেসরকারি সংস্থার কর্মকর্তার পরিচয় দেয়। পরে সংস্থাটির স্থানীয় সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলার পর নিশ্চিত হওয়া যায় আনোয়ার হোসেন নামের কেউ কর্মরত নেই। ”
স্থানীয় ইউপি চেয়ারম্যান বলেন, “ প্রাথমিকভাবে জানা গেছে, আটক প্রতারক আনোয়ার হোসেন ‘ঘর ও ল্যাট্রিন’ দেয়ার কথা বলে স্থানীয় ১০ জন ব্যক্তির কাছ থেকে টাকা আদায় করেছে। পরে প্রতারণার বিষয়টি নিশ্চিত হওয়ার পর আটক ব্যক্তিকে টেকনাফের ইউএনও কাছে হস্তান্তর করা হয়। ”
টেকনাফের ইউএনও মো. পারভেজ চৌধুরী বলেন, রাতে স্থানীয় ইউপি চেয়ারম্যান আটক প্রতারককে উপজেলা প্রশাসনের কাছে নিয়ে আসে। এ ব্যাপারে খোঁজ-খবর নিয়ে নিশ্চিত হওয়া যায় আটক ব্যক্তি এনজিও সংস্থা হেইস ওয়াশের কেউ নয়। পরে তাকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় এনজিও সংস্থাটির সংশ্লিষ্টরা বাদী হয়েছে আটক প্রতারকের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানান ইউএনও।
নিজস্ব প্রতিবেদক : টেকনাফের মিনারা বেগম (৩৫) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার রাত…
বাসস : পরিবেশ ও জীববৈচিত্র্য পুনরুদ্ধারের জন্য বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষকে (বেজা) দেওয়া কক্সবাজারের মহেশখালীর…
নিজস্ব প্রতিবেদক: চকরিয়ায় সুরাজপুর ইয়াংছা সড়কে যাত্রীবাহি সিএনজি চালিত অটোরিকশার সাথে ট্রাক গাড়ির মুখোমুখি সংঘর্ষে…
নিজস্ব প্রতিবেদক : টেকনাফের হ্নীলায় যৌতুকে দাবিতে মারধরে লুলুয়ান মরজান হিরা (১৭) নামে এক গৃহবধূর…
নিজস্ব প্রতিবেদক : উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ‘পরকিয়া প্রেমের’ জেরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত হয়েছেন। এ…
ইউএনএইচসিআর-এর উদ্বেগ প্রকাশ নুপা আলম : অর্থ সংকটের কারণে রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন কক্সবাজারের উখিয়া স্পেশালাইজড…