নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারে দিন দিন বেড়েই চলেছে করোনাভাইরাসে আক্রান্ত রোগির সংখ্যা। সেই হিসেবে লাফিয়ে লাফিয়ে বাড়ছে অক্সিজেনের চাহিদা। করোনায় আক্রান্ত রোগিদের অক্সিজেনের চাহিদা মেটাতে বিনামূল্যে অক্সিজেন সরবরাহে স্বেচ্ছায় এগিয়ে এসেছে বিভিন্ন সংগঠন ও ব্যক্তি বিশেষ। তারমধ্যে একটি হচ্ছে ‘কক্সবাজার অক্সিজেন ব্যাংক’। গেল ১ জুলাই হতে ইশতিয়াক আহমেদ জয় এর নেতৃত্বে ১৬ জন স্বেচ্ছাসেবক নিয়ে ‘কক্সবাজার অক্সিজেন ব্যাংক’ এর যাত্রা শুরু হলেও এখন স্বেচ্ছাসেবক দাড়িয়েছে ৪০ জনে। তারা প্রতিদিনই কোন কোন করোনা আক্রান্ত রোগির কাছে বিনামূল্যে অক্সিজেন পৌছে দিচ্ছে।
এবার ‘কক্সবাজার অক্সিজেন ব্যাংক’ এ করোনা রোগিদের জন্য অক্সিজেন উপহার দিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টেস্ট অধিনায়ক মুমিনুল হক সৌরভ।
রোববার (১৮ জুলাই) দুপুরে কক্সবাজারস্থ ইভান প্লাজায় ‘কক্সবাজার অক্সিজেন ব্যাংক’ এর কার্যালয়ে প্রধান সমন্বয় ইশতিয়াক আহমদ জয়ের কাছে দুটি অক্সিজেন সিলিন্ডারসহ নানা সরঞ্জামাদি তুলে কক্সবাজারের সন্তান মুমিনুল হক সৌরভ। তবে নির্দেশনা থাকায় সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হননি মুমিনুল।
কক্সবাজার অক্সিজেন ব্যাংকের প্রধান সমন্বয় ইশতিয়াক আহমেদ জয় বলেন, বাংলাদেশ টেস্ট দলের কাপ্তান মমিনুল হক কক্সবাজার অক্সিজেন ব্যাংকে দুটি অক্সিজেন সিলিন্ডার উপহার দিয়েছেন। এটা জন্য তারপ্রতি কৃতজ্ঞা প্রকাশ করছি। তিনি কক্সবাজার অক্সিজেন ব্যাংকে আরও সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
তিনি আরও বলেন, করোনাভাইরাসে আক্রান্ত গরীব রোগিদের অক্সিজেন ক্রয়ক্ষমতার বাইরে। জরুরি প্রয়োজনেও অক্সিজেন সেবা পেতে কষ্ট হচ্ছে। তাই বিপন্ন মানুষের পাশে বিনামূল্যে অক্সিজেন সরবরাহ করতেই আমাদের এই সেবা। এতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।
উল্লেখ্য, নিজস্ব অর্থায়নে ইশতিয়াক আহমেদ জয় ১৪টি অক্সিজেন সিলিন্ডার দিয়ে ‘কক্সবাজার অক্সিজেন ব্যাংক’ শুরু করলেও বর্তমানে অক্সিজেন সিলিন্ডারের সংখ্যা দাঁড়িয়েছে ৩০ এ।
বাসস : পরিবেশ ও জীববৈচিত্র্য পুনরুদ্ধারের জন্য বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষকে (বেজা) দেওয়া কক্সবাজারের মহেশখালীর…
নিজস্ব প্রতিবেদক: চকরিয়ায় সুরাজপুর ইয়াংছা সড়কে যাত্রীবাহি সিএনজি চালিত অটোরিকশার সাথে ট্রাক গাড়ির মুখোমুখি সংঘর্ষে…
নিজস্ব প্রতিবেদক : টেকনাফের হ্নীলায় যৌতুকে দাবিতে মারধরে লুলুয়ান মরজান হিরা (১৭) নামে এক গৃহবধূর…
নিজস্ব প্রতিবেদক : উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ‘পরকিয়া প্রেমের’ জেরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত হয়েছেন। এ…
ইউএনএইচসিআর-এর উদ্বেগ প্রকাশ নুপা আলম : অর্থ সংকটের কারণে রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন কক্সবাজারের উখিয়া স্পেশালাইজড…
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার কেন্দ্রিয় শহীদ মিনার প্রাঙ্গনে মঙ্গলবার সন্ধ্যায় মোমবাতি হাতে জড়ো হয়েছিলো কয়েক…