মহেশখালীতে গৃহবধূর মৃত্যু নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ

বিশেষ প্রতিবেদক : মহেশখালীতে তামান্না জান্নাত (২০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ নিয়ে দু’পরিবারের ভিন্ন ভিন্ন বক্তব্যে রহস্য সৃষ্টি হয়েছে। ঘটনার সত্যতা উদঘাটনে দু’পক্ষই দাবি জানিয়েছেন।

শ্বশুর আমির হোসেনের দাবি, সে বিষপানে ‘আত্মহত্যা’ করেছে। অন্যদিকে তাঁর মা বলছে, মেয়েকে শারীরিকভাবে নির্যাতন করে ‘হত্যা’র পর আত্মহত্যা বলে চালিয়ে দিচ্ছে শ্বশুরবাড়ির লোকজন।

শুক্রবার (১৬ জুলাই) সকাল ৯টার দিকে ওই গৃহবধূর মৃত্যু হয়। সে কালারমারছড়ার ঝাপুয়া গ্রামের মো. ফরহাদের স্ত্রী। এবং চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের সাইড ডেইল এলাকার ফরিদুল আলমের মেয়ে।

স্থানীয়র বলছে, পারিবারিক কলহের জেরে তামান্নার শ্বশুরবাড়ির লোকজনের সাথে মনমালিন্য চলছিল। সে আলাদা হয়ে তিন মাস ধরে বাপের বাড়িতে ছিল। পাঁচ দিন আগে সাবেক মেম্বার রশিদ ও বদরখালীর মেম্বার তারেকুল ইসলাম দ্ব›েদ্বর বিষয়টি সমঝোতা করে তামান্নাকে শ্বশুরবাড়িতে নিয়ে আসে। বৃহস্পতিবার রাতে পুনরায় শ্বশুরবাড়ির সদস্যদের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে শুক্রবার সকালে সে বিষপান করে। বিষয়টি আঁচ করতে পেরে শ্বশুরবাড়ির লোকজন ও প্রতিবেশীরা তাকে প্রথমে বদরখালী জেনারেল হাসপাতাল ও পরে চকরিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিসক তাকে মৃত ঘোষণা করে।

এদিকে উভয় পরিবারের পাল্টাপাল্টি বক্তব্য পাওয়া যাচ্ছে। এতে মৃত্যু নিয়ে রহস্য সৃষ্টি হয়েছে। তবে এলাকাবাসীর দাবি, হত্যা না আত্মহত্যা তদন্ত করলে বেরিয়ে আসবে।

গৃহবধূর মা হাসিনা বেগমের দাবি, ‘তার মেয়েকে শ্বশুরবাড়ির লোকজন শারীরিক নির্যাতন করে হত্যা করেছে। পরবর্তীতে মুখে বিষ ঢেলে দিয়ে আত্মহত্যা বলে চালিয়ে দিচ্ছে।’

অন্যদিকে শ্বশুর আমির হোসেনের দাবি, ‘পানের বরজের জন্য আনা বিষ পান করে সে আত্মহত্যা করেছে। বিষপানের বিষয়টি সঙ্গে সঙ্গে তার বাপের বাড়ির লোকজনকে জানাই। এবং তাকে হাসপাতালে নিয়ে যাই, সেখানেই তার মৃত্যু হয়। যদি আমরা দোষী হই তদন্তের মাধ্যমে ঘটনার সত্যতা উদঘাটনের দাবি জানাচ্ছি।’

কালারমারছড়ার ইউপি চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফ বলেন, ‘গৃহবধূর মৃত্যুর বিষয়টি হত্যা না আত্মহত্যা নিশ্চিত নই। সত্যতা উদঘাটনের জন্য পুলিশকে জানিয়েছি। পুলিশ তদন্ত করলে সেটি বেরিয়ে আসবে।’

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হাই বলেন, এক গৃহবধূর মৃত্যু খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মৃত্যুর বিষয়টি তদন্ত করে আত্মহত্যা নাকি হত্যা তা বের করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

nupa alam

Recent Posts

সোনাদিয়া দ্বীপের ৯ হাজার ৪৬৭ একর ভূমি বন্দোবস্ত বাতিল

বাসস : পরিবেশ ও জীববৈচিত্র্য পুনরুদ্ধারের জন্য বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষকে (বেজা) দেওয়া কক্সবাজারের মহেশখালীর…

7 hours ago

চকরিয়ায় অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নিজস্ব প্রতিবেদক: চকরিয়ায় সুরাজপুর ইয়াংছা সড়কে যাত্রীবাহি সিএনজি চালিত অটোরিকশার সাথে ট্রাক গাড়ির মুখোমুখি সংঘর্ষে…

7 hours ago

টেকনাফে যৌতুকের দাবিতে গৃহবধুকে হত্যার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : টেকনাফের হ্নীলায় যৌতুকে দাবিতে মারধরে লুলুয়ান মরজান হিরা (১৭) নামে এক গৃহবধূর…

3 days ago

রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রী খুনের দায়ে স্বামী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ‘পরকিয়া প্রেমের’ জেরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত হয়েছেন। এ…

3 days ago

উখিয়া স্পেশালাইজড হাসপাতাল কার্যক্রম বন্ধ

ইউএনএইচসিআর-এর উদ্বেগ প্রকাশ নুপা আলম : অর্থ সংকটের কারণে রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন কক্সবাজারের উখিয়া স্পেশালাইজড…

4 days ago

কক্সবাজারে সমবেত কন্ঠে জাতীয় সংগীত

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার কেন্দ্রিয় শহীদ মিনার প্রাঙ্গনে মঙ্গলবার সন্ধ্যায় মোমবাতি হাতে জড়ো হয়েছিলো কয়েক…

4 days ago