ইমরান আল মাহমুদ, উখিয়া : উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নের ৮নং ওয়ার্ডের রুমখাঁ নাপিত পাড়া এলাকায় অগ্নিকান্ডে বসতবাড়ি পুড়ে ছাই হয়ে যায়।
সোমবার (১২ জুলাই) দুপুর ১ টার দিকে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম আগুন নিয়ন্ত্রণে আনে। তবে মুহুর্তে ৩টি বাড়ির সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
ক্ষতিগ্রস্তরা হলেন রুবি শর্মা, বিজলী শর্মা, অজিত শর্মা ও বিরবালা শর্মা।
ক্ষতিগ্রস্থদের বরাত দিয়ে স্থানীয় ইউপি সদস্য জানান,দুপুর ১টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে এলাকাবাসীর সহযোগিতায় ফায়ার সার্ভিসের টিম এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে বসতবাড়ি পুড়ে ছাই হয়ে যায়। প্রায় পাঁচ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গ্যাস সিলিন্ডার থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে তাদের টিম গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কেউ হতাহত হয়নি।
একইদিন বিকেলে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার নিজাম উদ্দিন আহমেদ। পরিদর্শনে গিয়ে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে তাৎক্ষণিক নগদ টাকা ও খাদ্য সহায়তা প্রদান করেন তিনি।
উপজেলা নির্বাহী অফিসার নিজাম উদ্দিন আহমেদ বলেন,হলদিয়া পালং ৮নং ওয়ার্ডে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ ৬হাজার টাকা ও খাদ্য সহায়তা প্রদান করা হয়। পরবর্তীতে ঢেউটিন ও অন্যান্য সহায়তা প্রদান করা হবে।
এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আল মামুন,হলদিয়াপালং ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ মো. শাহ আলম, স্থানীয় ইউপি সদস্য স্বপন শর্মা রনি উপস্থিত ছিলেন।
বাসস : পরিবেশ ও জীববৈচিত্র্য পুনরুদ্ধারের জন্য বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষকে (বেজা) দেওয়া কক্সবাজারের মহেশখালীর…
নিজস্ব প্রতিবেদক: চকরিয়ায় সুরাজপুর ইয়াংছা সড়কে যাত্রীবাহি সিএনজি চালিত অটোরিকশার সাথে ট্রাক গাড়ির মুখোমুখি সংঘর্ষে…
নিজস্ব প্রতিবেদক : টেকনাফের হ্নীলায় যৌতুকে দাবিতে মারধরে লুলুয়ান মরজান হিরা (১৭) নামে এক গৃহবধূর…
নিজস্ব প্রতিবেদক : উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ‘পরকিয়া প্রেমের’ জেরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত হয়েছেন। এ…
ইউএনএইচসিআর-এর উদ্বেগ প্রকাশ নুপা আলম : অর্থ সংকটের কারণে রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন কক্সবাজারের উখিয়া স্পেশালাইজড…
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার কেন্দ্রিয় শহীদ মিনার প্রাঙ্গনে মঙ্গলবার সন্ধ্যায় মোমবাতি হাতে জড়ো হয়েছিলো কয়েক…