তিন সহোদরকে গুলির ঘটনায় দুই রোহিঙ্গা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : টেকনাফ উপজেলায় তিন ভাইকে একদল রোহিঙ্গা কর্তৃক গুলি করার ঘটনায় দায়ের মামলায় নারীসহ দুই আসামীকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন)।

এপিবিএন ১৬ ব্যাটালিয়ানের অধিনায়ক পুলিশ সুপার মো.তারিকুল ইসলাম জানিয়েছেন, শনিবার দুপুরে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ২৭ নম্বর জাদিমুরা রোহিঙ্গা ক্যাম্পে এলাকায় এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তাররা হল, টেকনাফের হ্নীলা ইউনিয়নের ২৭ নম্বর জাদিমুরা রোহিঙ্গা ক্যাম্পের সি-৮ ব্লকের মৃত মোহাম্মদ বশরের ছেলে মো. ফজল হক (৫০) এবং একই ক্যাম্পের মোহাম্মদ জামালের স্ত্রী হামিদা খাতুন (২৫)।

গত ৩০ জুন ভোর রাতে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের শরণার্থী ক্যাম্প সংলগ্ন দমদমিয়া নেচার পার্ক এলাকায় ৬/৭ জনের এক রোহিঙ্গা দূর্বৃত্ত স্থানীয় বাসিন্দা মো. হাবিবুর রহমানের বাড়ীতে হামলা চালায়। এসময় বাড়ীর সদস্যদের মারধর করার পাশাপাশি দূর্বৃত্তরা এলোপাতাড়ী গুলি ছুড়ে।

এতে মো. হাবিবুর রহমানের ছেলে মোহাম্মদ সালামত উল্লাহ (২৫), মোহাম্মদ রহমত উল্লাহ(২১) ও মোহাম্মদ হাসান উল্লাহ (১৫) গুলিবিদ্ধ হন।

এ ঘটনায় ওইদিন সন্ধ্যায় মো. হাবিবুর রহমান বাদী হয়ে ১০ জনকে আসামী করে টেকনাফ থানায় মামলা দায়ের করেন।

গ্রেপ্তাররা ওই মামলার এজাহারভূক্ত আসামী বলে জানান এপিবিএন অধিনায়ক তারিকুল।

তারিকুল বলেন, টেকনাফে স্থানীয় বাসিন্দার বাড়ীতে হামলা চালিয়ে তিন ভাইকে গুলিবিদ্ধ করার ঘটনায় দায়ের মামলার এজাহারভূক্ত কয়েকজন আসামী শনিবার দুপুরে ২৭ নম্বর জাদিমুরা রোহিঙ্গা ক্যাম্পে অবস্থান করছে খবরে এপিবিএন এর একটি দল অভিযান চালায়। এতে অভিযানের বিষয়টি টের পেয়ে ২/৩ জন আসামী পালিয়ে গেলেও নারীসহ দুইজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

” গ্রেপ্তারদের মধ্যে মো. ফজল হক জাদিমুরাসহ বিভিন্ন ক্যাম্প এলাকায় অপহরণ, ডাকাতি, মাদকপাচার, মানবপাচার ও নানা অপকর্মে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এসব অভিযোগে তার বিরুদ্ধে টেকনাফ থানায় একাধিক মামলা রয়েছে। এছাড়া গ্রেপ্তার নারী হামিদা খাতুনের বিরুদ্ধে রোহিঙ্গা দূর্বত্তদের নানাভাবে সহায়তা করার অভিযোগ পাওয়া গেছে। “

এপিবিএন অধিনায়ক জানান, মামলার অন্য আসামীদের গ্রেপ্তারে এপিবিএন সদস্যরা অভিযান অব্যাহত রেখেছে।

গ্রেপ্তার আসামীদের আইনগত ব্যবস্থা নিয়ে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান পুলিশ সুপার তারিকুল ইসলাম।

nupa alam

Recent Posts

টেকনাফে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : টেকনাফের মিনারা বেগম (৩৫) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার রাত…

4 hours ago

সোনাদিয়া দ্বীপের ৯ হাজার ৪৬৭ একর ভূমি বন্দোবস্ত বাতিল

বাসস : পরিবেশ ও জীববৈচিত্র্য পুনরুদ্ধারের জন্য বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষকে (বেজা) দেওয়া কক্সবাজারের মহেশখালীর…

1 day ago

চকরিয়ায় অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নিজস্ব প্রতিবেদক: চকরিয়ায় সুরাজপুর ইয়াংছা সড়কে যাত্রীবাহি সিএনজি চালিত অটোরিকশার সাথে ট্রাক গাড়ির মুখোমুখি সংঘর্ষে…

1 day ago

টেকনাফে যৌতুকের দাবিতে গৃহবধুকে হত্যার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : টেকনাফের হ্নীলায় যৌতুকে দাবিতে মারধরে লুলুয়ান মরজান হিরা (১৭) নামে এক গৃহবধূর…

4 days ago

রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রী খুনের দায়ে স্বামী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ‘পরকিয়া প্রেমের’ জেরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত হয়েছেন। এ…

4 days ago

উখিয়া স্পেশালাইজড হাসপাতাল কার্যক্রম বন্ধ

ইউএনএইচসিআর-এর উদ্বেগ প্রকাশ নুপা আলম : অর্থ সংকটের কারণে রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন কক্সবাজারের উখিয়া স্পেশালাইজড…

5 days ago