নিজস্ব প্রতিবেদক : পেকুয়ায় ‘গাড়ীর গ্যারেজে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে’ সাতজন দগ্ধ হয়েছে।
পেকুয়া থানার ওসি মো. সাইফুর রহমান মজুমদার জানিয়েছেন, শুক্রবার দুপুরে পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের কবির আহমদ চৌধুরী বাজারে এ ঘটনা ঘটেছে।
অগ্নিদ্বগ্ধরা হল, পেকুয়ার রাজাখালী ইউনিয়নের বামুলা পাড়ার আলী হোসেনের রুহুল আমিন (৪০), পশ্চিম গোয়াখালী এলাকার মো. মহিউদ্দিনের ছেলে মোহাম্মদ শামীম (১৪), শাহাব উদ্দিনের ছেলে মোহাম্মদ তারেক (১৩), জামাল হোসেনের ছেলে মোহাম্মদ তানিম (১২), মো. জুনাইদের ছেলে মো. তৌহিদ (১৪), আবুল হাশেমের ছেলে নুরুল আলম (১৫) এবং পেকুয়া সদর ইউনিয়নের ভোলাইয়াঘোনা এলাকার আবুল কালামের ছেলে জয়নাল আবেদীন (৩২)।
এদের মধ্যে জয়নাল আবেদীন ছাড়া অপর ৬ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়দের বরাতে ওসি সাইফুর বলেন, শুক্রবার দুপুরে পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের কবির আহমদ চৌধুরী বাজারের রুহুল আমিন নামের এক ব্যক্তির মালিকানাধীন অটোরিক্সার গ্যারেজে গাড়ী মেরামত করা হচ্ছিল। এতে গাড়ীর যন্ত্রাংশ ওয়েলডিং করতে গিয়ে আগুনের ফুল্কি অটোরিক্সার গ্যাস সিলিন্ডারের সংস্পর্শে আসে। এসময় অটোরিক্সার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে।
“ এতে ঘটনাস্থলে উপস্থিত গ্যারেজটির মালিক ও মিস্ত্রী রুহুল আমিনসহ ৭ জন অগ্নিদ্বগ্ধ হয়। আহতদের স্থানীয়রা উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পরে এদের মধ্যে ৬ জনের অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন। ”
ওসি বলেন, “ ঘটনার খবর পেয়ে পেকুয়া ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। কিন্তু তার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। ”
তারপরও ঘটনার তদন্তে পুলিশের পাশাপাশি ফায়ার সার্ভিসের সংশ্লিষ্টরা খোঁজ-খবর নিচ্ছে বলে জানান সাইফুর রহমান মজুমদার।
বাসস : পরিবেশ ও জীববৈচিত্র্য পুনরুদ্ধারের জন্য বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষকে (বেজা) দেওয়া কক্সবাজারের মহেশখালীর…
নিজস্ব প্রতিবেদক: চকরিয়ায় সুরাজপুর ইয়াংছা সড়কে যাত্রীবাহি সিএনজি চালিত অটোরিকশার সাথে ট্রাক গাড়ির মুখোমুখি সংঘর্ষে…
নিজস্ব প্রতিবেদক : টেকনাফের হ্নীলায় যৌতুকে দাবিতে মারধরে লুলুয়ান মরজান হিরা (১৭) নামে এক গৃহবধূর…
নিজস্ব প্রতিবেদক : উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ‘পরকিয়া প্রেমের’ জেরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত হয়েছেন। এ…
ইউএনএইচসিআর-এর উদ্বেগ প্রকাশ নুপা আলম : অর্থ সংকটের কারণে রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন কক্সবাজারের উখিয়া স্পেশালাইজড…
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার কেন্দ্রিয় শহীদ মিনার প্রাঙ্গনে মঙ্গলবার সন্ধ্যায় মোমবাতি হাতে জড়ো হয়েছিলো কয়েক…