ছাগলকে জরিমানা করা সেই ইউএনও বদলি

সমকাল : বগুড়ার আদমদিঘী উপজেলা কমপ্লেক্সে সরকারি বাগানের ফুল গাছ খাওয়ার অপরাধে ছাগলকে জরিমানা করা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সীমা শারমিনকে বদলি করা হয়েছে। 

সীমা শারমিনের নতুন কর্মস্থল জাতীয় স্থানীয় সরকার প্রশিক্ষণ ইন্সটিটিউট (এনআইএলজি)। সেখানে তাকে উপ-পরিচালক হিসেবে বদলি করা হয়। 

গত ৮ জুন স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ খবর আসে।

বগুড়ার আদমদীঘি উপজেলা পরিষদ চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু এ বিষয়টি নিশ্চিত করে সমকালকে বলেন, ‘এই বদলির সঙ্গে ছাগল আটক কিংবা তার মালিককে জরিমানা করার কোনো বিষয় নেই।’

আদমদীঘি উপজেলা হাসপাতালের পাশে তালশুন এলাকার অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য জিল্লুর রহমানের স্ত্রী সাহারা বেগম বাড়িতে ছাগল পালন করেন। তার একটি ছাগল গত ১৭ মে পার্শ্ববর্তী আদমদীঘি উপজেলা পরিষদ চত্বরে ফুল বাগানে গিয়ে কয়েকটি গাছের পাতা খেয়ে ফেলে। 

বিষয়টি জানার পর আদমদীঘির ইউএনও সীমা শারমিন ওইদিন বেলা ১১টার দিকে নিরাপত্তা কর্মীদের মাধ্যমে ছাগলটি ধরে আনেন। এরপর সাহারা বেগমকে ডেকে আনেন উপজেলা কার্যালয়ে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২ হাজার টাকা জরিমানা আদায়ের নির্দেশ দেন সীমা শারমিন। 

সাহারা খাতুনের জরিমানার ২ হাজার টাকা না দিলে ছাগল ফেরত দেওয়া হবে না বলে জানিয়ে দেন সীমা। 

সাহরা খাতুনের অভিযোগ, সেদিন অনেক অনুরোধ করার পরেও ইউএনও ছাগল ফেরত দিতে রাজি হননি। এমনকি এর পর কয়েক দফা যোগাযোগ করা হলেও ছাগলটিকে ফেরত দেওয়া হয়নি। 

ঐ ছাগলকে প্রথমে আনসার বাহিনীর হেফাজতে রাখা হয়। এরপর উপজেলা পরিষদের নিরাপত্তা কর্মী আনসার আলীর হেফাজতে রাখা হয়। পরবর্তীতে ২২ মে থেকে ছাগলটি স্থানীয় ওয়েল্ডিং মিস্ত্রী কাজলের তত্ত্বাবধানে রাখা হয়। 

এ খবর চাওর হলে গত ২৭ মে বিকালে ছাগলটি সাহারা খাতুনকে ফিরিয়ে দেওয়া হয়। 

সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, ব্যাপক সমালোচনার মুখে ইউএনও সীমা শারমিনই পরে জরিমানার ২ হাজার টাকা অন্যের মাধ্যমে পরিশোধ করেছিলেন। তবে ওই ঘটনা নিয়ে সেদিন তিনি কোনো কথা বলতে রাজি হননি। 

tawhid

Recent Posts

সোনাদিয়া দ্বীপের ৯ হাজার ৪৬৭ একর ভূমি বন্দোবস্ত বাতিল

বাসস : পরিবেশ ও জীববৈচিত্র্য পুনরুদ্ধারের জন্য বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষকে (বেজা) দেওয়া কক্সবাজারের মহেশখালীর…

1 hour ago

চকরিয়ায় অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নিজস্ব প্রতিবেদক: চকরিয়ায় সুরাজপুর ইয়াংছা সড়কে যাত্রীবাহি সিএনজি চালিত অটোরিকশার সাথে ট্রাক গাড়ির মুখোমুখি সংঘর্ষে…

2 hours ago

টেকনাফে যৌতুকের দাবিতে গৃহবধুকে হত্যার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : টেকনাফের হ্নীলায় যৌতুকে দাবিতে মারধরে লুলুয়ান মরজান হিরা (১৭) নামে এক গৃহবধূর…

3 days ago

রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রী খুনের দায়ে স্বামী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ‘পরকিয়া প্রেমের’ জেরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত হয়েছেন। এ…

3 days ago

উখিয়া স্পেশালাইজড হাসপাতাল কার্যক্রম বন্ধ

ইউএনএইচসিআর-এর উদ্বেগ প্রকাশ নুপা আলম : অর্থ সংকটের কারণে রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন কক্সবাজারের উখিয়া স্পেশালাইজড…

4 days ago

কক্সবাজারে সমবেত কন্ঠে জাতীয় সংগীত

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার কেন্দ্রিয় শহীদ মিনার প্রাঙ্গনে মঙ্গলবার সন্ধ্যায় মোমবাতি হাতে জড়ো হয়েছিলো কয়েক…

4 days ago