নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার শহরের দক্ষিণ রুমালিয়ারছড়ায় ‘আধিপত্য বিস্তারের জেরে’ সন্ত্রাসী দুইপক্ষের মধ্যে সংঘর্ষে দুইজন নিহত এবং একজন আহত হয়েছে।

কক্সবাজার সদর থানার ওসি শেখ মুনীর-উল-গীয়াস জানিয়েছেন, সোমবার সন্ধ্যায় কক্সবাজার শহরের দক্ষিণ রুমালিয়ারছড়া সিকদার পাড়া বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটেছে।

নিহতরা হল, কক্সবাজার শহরের বাঁচা মিয়া ঘোনা এলাকার নুরুল আমিনের ছেলে রায়হানুল ইসলাম (২৭) এবং টেকপাড়া চৌমুহনী এলাকার মুজিবুল হকের ছেলে শাহেদুল হক (২৩)।

এদের মধ্যে রায়হানুল ইসলাম নিজের নামে একটি সন্ত্রাসী বাহিনী গড়ে তুলে নানা অপরাধ চালিয়ে আসছিল।

ঘটনায় গুলিবিদ্ধ হয়েছে, কক্সবাজার শহরের বাস টার্মিনাল এলাকার নুর বশরের ছেলে মোহাম্মদ হাসান (১৮)।

স্থানীয়রা জানিয়েছে, কক্সবাজার শহরের দক্ষিণ রুমালিয়ারছড়া সিকদার পাড়া সংলগ্ন পাহাড়ী বেষ্টিত এলাকাটি সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজি, পাহাড়ী খাস জমি দখল-বেদখলকে কেন্দ্র করে বেশ কয়েকটি সন্ত্রাসী গ্রুপ সক্রিয় রয়েছে। এই সন্ত্রাসী গ্রুপগুলোর মধ্যে আধিপত্য বিস্তারের জের ধরে প্রতিনিয়ত সংঘর্ষের ঘটনা ঘটে থাকে।

স্থানীয়দের বরাতে ওসি মুনীর-উল-গীয়াস বলেন, সোমবার সন্ধ্যায় কক্সবাজার শহরের দক্ষিণ রুমালিয়ারছড়া সিকদার পাড়া বাজার সংলগ্ন এলাকায় স্থানীয় সন্ত্রাসী রায়হানুল ইসলাম ওরফে রায়হান বাহিনী ও আশরাফ আলী ওরফে আশু বাহিনীর মধ্যে এলাকায় আধিপত্য বিস্তারের জেরে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষ আগ্নেয়াস্ত্রের পাশাপাশি দেশিয় ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।

“ এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে রায়হান বাহিনীর প্রধান রায়হানুল ইসলাম নিহত হয়। সংঘর্ষে আহত হয় দুইজন। পরে আহতদের উদ্ধার করে স্থানীয়রা কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসে। এসময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শাহেদুল হক নামের একজনকে মৃত ঘোষণা করেন। ”

এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে বলে জানান ওসি।

স্থানীয় বাসিন্দা আবুল মনসুর বলেন, দক্ষিণ রুমালিয়ারছড়া সিকদার পাড়াসহ আশপাশের এলাকাটি দীর্ঘদিন ধরে সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। স্থানীয়ভাবে বেশ কয়েকটি সন্ত্রাসী বাহিনী সক্রিয় রয়েছে। এসব সন্ত্রাসীরা প্রতিনিয়ত ছিনতাই, চাঁদাবাজি, অপহরণ ও পাহাড়ী খাস জমি দখল-বেদখল সহ নানা অপরাধ সংঘটন করে আসছে। এলাকাবাসী এসব সন্ত্রাসীদের ভয়ে আতংকিত হওয়ায় মুখ খোলার সাহস পায় না।

মুনীর-উল-গীয়াস জানান, নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

nupa alam

Recent Posts

সোনাদিয়া দ্বীপের ৯ হাজার ৪৬৭ একর ভূমি বন্দোবস্ত বাতিল

বাসস : পরিবেশ ও জীববৈচিত্র্য পুনরুদ্ধারের জন্য বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষকে (বেজা) দেওয়া কক্সবাজারের মহেশখালীর…

21 hours ago

চকরিয়ায় অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নিজস্ব প্রতিবেদক: চকরিয়ায় সুরাজপুর ইয়াংছা সড়কে যাত্রীবাহি সিএনজি চালিত অটোরিকশার সাথে ট্রাক গাড়ির মুখোমুখি সংঘর্ষে…

21 hours ago

টেকনাফে যৌতুকের দাবিতে গৃহবধুকে হত্যার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : টেকনাফের হ্নীলায় যৌতুকে দাবিতে মারধরে লুলুয়ান মরজান হিরা (১৭) নামে এক গৃহবধূর…

4 days ago

রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রী খুনের দায়ে স্বামী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ‘পরকিয়া প্রেমের’ জেরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত হয়েছেন। এ…

4 days ago

উখিয়া স্পেশালাইজড হাসপাতাল কার্যক্রম বন্ধ

ইউএনএইচসিআর-এর উদ্বেগ প্রকাশ নুপা আলম : অর্থ সংকটের কারণে রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন কক্সবাজারের উখিয়া স্পেশালাইজড…

5 days ago

কক্সবাজারে সমবেত কন্ঠে জাতীয় সংগীত

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার কেন্দ্রিয় শহীদ মিনার প্রাঙ্গনে মঙ্গলবার সন্ধ্যায় মোমবাতি হাতে জড়ো হয়েছিলো কয়েক…

5 days ago