নিজস্ব প্রতিবেদক : মহেশখালীতে জমি বিরোধের জেরে পিতার নেতৃত্বে চালানো হামলায় এক ছেলে নিহত এবং চারজন আহত হয়েছে; এ ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মহেশখালী থানার ওসি আব্দুল হাই জানিয়েছেন, সোমবার মধ্যরাতে মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়নের জামিরছড়ি এলাকায় এ ঘটনা ঘটেছে।
নিহত মোহাম্মদ জুবায়ের (৩৫) মহেশখালীর শাপলাপুর ইউনিয়নের জামিরছড়ি এলাকার আলতাফ হোসেনের ছেলে।
আহতরা হল, নিহতের জান্নাত বেগম (৫৫), ভাই মোহাম্মদ ফয়সাল (২৮), বোন জুনু বেগম (৩৭) ও ভাগিনী শামীমা আক্তার (১৬)।
গ্রেপ্তাররা হল, নিহতের বাবা আলতাফ হোসেন ও সৎ ভাই মোহাম্মদ টিপু।
নিহতের স্বজন ও স্থানীয়দের বরাতে আব্দুল হাই বলেন, আলতাফ হোসেনের দুই স্ত্রী। তার জমির ভাগ-বাটোয়ারা নিয়ে উভয় স্ত্রীর সন্তানদের মধ্যে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। এ নিয়ে সোমবার মধ্যরাতে উভয়পক্ষের মধ্যে তর্কাতর্কির ঘটনা ঘটে।
” এক পর্যায়ে আলতাফ হোসেনের নেতৃত্বে দ্বিতীয় স্ত্রীর সন্তানরা প্রথম স্ত্রী ও তার সন্তানদের উপর হামলা চালানো হয়। এতে ধারালো অস্ত্রের আঘাতে প্রথম স্ত্রীসহ ৫ জন আহত হয়। পরে আহতদের শোর চিৎকার শুনে স্থানীয়রা উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। “
ওসি বলেন, ” এসময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদ জুবায়েরকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে নিহতের মা জান্নাত বেগম ও ভাই ফয়সালের অবস্থা আশংকাজনক হওয়ায় চট্টগ্রামে মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। “
এদিকে মঙ্গলবার ভোরে মহেশখালীর মৌলভীকাটা এলাকার একটি বাড়ীতে আত্মগোপনকারি দুইজনকে ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে বলে জানান আব্দুল হাই।
তিনি জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
বাসস : পরিবেশ ও জীববৈচিত্র্য পুনরুদ্ধারের জন্য বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষকে (বেজা) দেওয়া কক্সবাজারের মহেশখালীর…
নিজস্ব প্রতিবেদক: চকরিয়ায় সুরাজপুর ইয়াংছা সড়কে যাত্রীবাহি সিএনজি চালিত অটোরিকশার সাথে ট্রাক গাড়ির মুখোমুখি সংঘর্ষে…
নিজস্ব প্রতিবেদক : টেকনাফের হ্নীলায় যৌতুকে দাবিতে মারধরে লুলুয়ান মরজান হিরা (১৭) নামে এক গৃহবধূর…
নিজস্ব প্রতিবেদক : উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ‘পরকিয়া প্রেমের’ জেরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত হয়েছেন। এ…
ইউএনএইচসিআর-এর উদ্বেগ প্রকাশ নুপা আলম : অর্থ সংকটের কারণে রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন কক্সবাজারের উখিয়া স্পেশালাইজড…
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার কেন্দ্রিয় শহীদ মিনার প্রাঙ্গনে মঙ্গলবার সন্ধ্যায় মোমবাতি হাতে জড়ো হয়েছিলো কয়েক…