নিজস্ব প্রতিবেদক : টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পের ডাকাত দলের গুলিতে এক স্থানীয়সহ দুজন গুলিবিদ্ধ হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৮ দিকে টেকনাফ নীলা ইউনিয়নের নেচার পার্কস্থল জাদিমুরা নামক ক্যাম্পে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধরা হলেন, দমদমিয়া এলাকার মুজিবুল্লাহ ছেলে আয়াজ (১৯) ও জাদিমুরা বাচা মিয়ার পুত্র মোহাম্মদ হোসেন (৩০)। এর মধ্যে মোঃ হোসেনের অবস্থা আশঙ্কাজনক হলে তাকে কক্সবাজার সদর হাসপাতালে আনা হলে চিকিৎসব মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, ‘রোহিঙ্গা ডাকাতের গুলিতে স্থানীয়সহ ২ ব্যক্তি গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়েছি। তবে কি কারনে এ ঘটনা ঘটেছে সেটি জানা যায়নি। এ বিষয়ে পুলিশ ঘটনাস্থলে কাজ করছে।
রোহিঙ্গারা জানান, ‘রোহিঙ্গা ডাকাত দলের একটি দল জাদিমুরা ক্যাম্পের আয়াছকে অপহরনের চেষ্টা করে। এসময় তার সুর-চিৎকারে লোকজন এগিয়ে আসলে, তাদের লক্ষ্যে করে ডাকাত বাহিনী গুলি বর্ষণ করে। এতে ওই দুজন গুলিবিদ্ধ হয়ে মাঠিতে পরে যায়। পরে আশপাশের লোকজন তাদের উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য বিভাগে নিয়ে আসেন। পরে তাদের অবস্থা আশঙ্কাজনক দেখে তাদেরকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করে। কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসক মোহাম্মদ হোসেন কে মৃত ঘোষণা করেন ।
বাসস : পরিবেশ ও জীববৈচিত্র্য পুনরুদ্ধারের জন্য বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষকে (বেজা) দেওয়া কক্সবাজারের মহেশখালীর…
নিজস্ব প্রতিবেদক: চকরিয়ায় সুরাজপুর ইয়াংছা সড়কে যাত্রীবাহি সিএনজি চালিত অটোরিকশার সাথে ট্রাক গাড়ির মুখোমুখি সংঘর্ষে…
নিজস্ব প্রতিবেদক : টেকনাফের হ্নীলায় যৌতুকে দাবিতে মারধরে লুলুয়ান মরজান হিরা (১৭) নামে এক গৃহবধূর…
নিজস্ব প্রতিবেদক : উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ‘পরকিয়া প্রেমের’ জেরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত হয়েছেন। এ…
ইউএনএইচসিআর-এর উদ্বেগ প্রকাশ নুপা আলম : অর্থ সংকটের কারণে রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন কক্সবাজারের উখিয়া স্পেশালাইজড…
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার কেন্দ্রিয় শহীদ মিনার প্রাঙ্গনে মঙ্গলবার সন্ধ্যায় মোমবাতি হাতে জড়ো হয়েছিলো কয়েক…