নিজস্ব প্রতিবেদক : ষষ্ঠ দফায় দ্বিতীয়দিনে ভাসানচরে স্থানান্তরের জন্য কক্সবাজারের আশ্রয়কেন্দ্র থেকে এক হাজার ৭১৬ জন রোহিঙ্গাকে নিয়ে ৩০ টি বাস চট্টগ্রামের পথে রওনা হয়েছে।
বুধবার দুপুর থেকে বিকালের মধ্যে উখিয়া ডিগ্রী কলেজ ক্যাম্পাস থেকে এই রোহিঙ্গারা দুইটি দলে বাসে করে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয় বলে জানিয়েছেন, অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. সামছু-দৌজা নয়ন।
এর মধ্যে দুপুর ১ টায় ১৫ টি বাসে ৮৮৩ জন এবং বিকাল ৩ টায় ১৫ টি বাসে ৮৩৩ জন চট্টগ্রাম নিয়ে যাওয়া হয়েছে।
এর আগে মঙ্গলবার ষষ্ঠ দফার প্রথমদিনে কক্সবাজার থেকে ৪৪ টি বাসে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছিল দুই হাজার ৫৫৫ জন রোহিঙ্গা।
সামছু-দৌজা বলেন, ষষ্ঠ দফার দ্বিতীয়দিনে নোয়াখালীর ভাসানচর যেতে আগ্রহ প্রকাশ করা এক হাজার ৭১৬ জন রোহিঙ্গাকে দুইটি দলে ৩০ টি বাসে কক্সবাজারের উখিয়া থেকে চট্টগ্রাম নিয়ে যাওয়া হয়েছে। এই দফায় প্রথমদিনে ৪৪ টি বাসে করে নেয়া হয়েছিল দুই হাজার ৫৫৫ জনকে।
” পরে এসব রোহিঙ্গাকে ভাসানচরের পাঠানোর ব্যবস্থা নেয়া হবে। “
বুধবার সাগর উত্তাল থাকায় ষষ্ঠ দফায় প্রথমদিনে চট্টগ্রাম পৌঁছানো রোহিঙ্গাদের ভাসানচরে পাঠানোর প্রস্তুতি থাকলে নেয়া সম্ভব হয়নি বলে জানান অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার।
সামছু-দৌজা জানান, এ নিয়ে পঞ্চম দফা পর্যন্ত ১৪ হাজার ২০০ জনসহ কক্সবাজারের আশ্রয়কেন্দ্র থেকে মোট ১৮ হাজার ৪৭১ জন রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর করা হচ্ছে।
বাসস : পরিবেশ ও জীববৈচিত্র্য পুনরুদ্ধারের জন্য বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষকে (বেজা) দেওয়া কক্সবাজারের মহেশখালীর…
নিজস্ব প্রতিবেদক: চকরিয়ায় সুরাজপুর ইয়াংছা সড়কে যাত্রীবাহি সিএনজি চালিত অটোরিকশার সাথে ট্রাক গাড়ির মুখোমুখি সংঘর্ষে…
নিজস্ব প্রতিবেদক : টেকনাফের হ্নীলায় যৌতুকে দাবিতে মারধরে লুলুয়ান মরজান হিরা (১৭) নামে এক গৃহবধূর…
নিজস্ব প্রতিবেদক : উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ‘পরকিয়া প্রেমের’ জেরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত হয়েছেন। এ…
ইউএনএইচসিআর-এর উদ্বেগ প্রকাশ নুপা আলম : অর্থ সংকটের কারণে রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন কক্সবাজারের উখিয়া স্পেশালাইজড…
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার কেন্দ্রিয় শহীদ মিনার প্রাঙ্গনে মঙ্গলবার সন্ধ্যায় মোমবাতি হাতে জড়ো হয়েছিলো কয়েক…