আইন-আদালত

নারী এনজিও কর্মির বিরুদ্ধে বিজিবি’র মানহানি মামলার চার্জ গঠণ

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারে বেসরকারি সংস্থা ব্লাস্টের নারী কর্মির বিরুদ্ধে বিজিবির দায়ের মানহানি মামলায় চার্জ গঠণ করেছে আদালত। এর মধ্য দিয়ে বিচার কার্যক্রম শুরু হবে।

সোমবার দুপুরে মামলার নির্ধারিত দিনে কক্সবাজারের জেষ্ঠ্য বিচারিক হাকিম তামান্না ফারাহ’র আদালতে এ চার্জ গঠণ আদেশ দিয়েছেন।

গত ২০২০ সালের ৮ অক্টোবর কক্সবাজার-টেকনাফ সড়কের বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়ানের দমদমিয়া চেকপোস্টে অন্যদের সঙ্গে অটোরিক্সার যাত্রী ব্লাস্টের নামের এনজিও’র নারী কর্মি ফারজানা আক্তারকেও তল্লাশী করা হয়। পরে ওই নারী ধর্ষণের অভিযোগ করেন বিজিবির সদস্যদের বিরুদ্ধে। এ নিয়ে তার (ফারজানা আক্তার) বক্তব্যের উপর ভিত্তি করে কয়েকটি গণমাধ্যমে সংবাদও প্রচারিত হয়।

পরে ঘটনাটি মিথ্যা দাবি করে বিজিবির দমদমিয়া চেকপোস্টের সুবেদার মোহাম্মদ আলী মোল্লা বাদী হয়ে ওই নারী এনজিও কর্মির বিরুদ্ধে গত ১০ নভেম্বর কক্সবাজারের জেষ্ঠ্য বিচারিক হাকিম আদালতে ১০০ কোটি টাকার মানহানি মামলা করেন।

আদালত মামলাটি আমলে নিয়ে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেয়ার জন্য টেকনাফ থানার পরিদর্শক (তদন্ত) মো. শরিফুল ইসলামকে নির্দেশ দেন। এ নিয়ে গত ২২ নভেম্বর ওই পুলিশ কর্মকর্তা আদালতে প্রতিবেদন জমা দেন। এতে আদালত ফারজানা আক্তারের বিরুদ্ধে সমন জারি করে আদেশ দেন।

গত ১৪ জানুয়ারী অভিযুক্ত আসামী কক্সবাজার জেষ্ঠ্য বিচারিক হাকিম তামান্না ফারাহ’র আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। ওইদিন শুনানী শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন। এর পর গত ১১ মার্চ মামলার নির্ধারিত দিন ১৫ মার্চ চার্জ গঠনের শুনানী নির্ধারণ করেছেন। শুনানী শেষে চার্জ গঠণ করা হয়।

বিজিবির দায়ের মামলায় বাদীপক্ষের আইনজীবী সাজ্জাদুল করিম বলেন, ধর্ষণের মিথ্যা অভিযোগ তোলায় বিজিবির দায়ের মামলায় আদালত চার্জ গঠণ করেছে। এখন বিচার কার্যক্রম শুরু হবে।

যদিও এ আদেশের বিরুদ্ধে জেলা দায়রা ও জজ আদালতে আপীল করবে বলে জানিয়েছেন অভিযুক্ত নারীর পক্ষের আইনজীবী আবদুর শুক্কুর।

nupa alam

Recent Posts

ঈদের মোনাজাতে রোহিঙ্গাদের কান্না; স্বদেশ ফেরতের আকুতি

বিশেষ প্রতিবেদক : ২০১৭ সালে মিয়ানমারের সেনাবাহিনীর দমন-পীড়নের শিকার হয়ে প্রাণ বাঁচাতে প্রায় ৮ লাখ…

3 weeks ago

‘সংক্ষুদ্ধ হয়ে পূর্ব পরিকল্পনা মতে’ বন কর্মকর্তাকে হত্যা : পুলিশ

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের উখিয়ায় পাহাড় কেটে সংঘবদ্ধ মাটির পাচারকারি চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার…

3 weeks ago

মিয়ানমারের গৃহযুদ্ধ : সীমান্তের ওপারে বিস্ফোরণের শব্দ, এপারে কম্পন

টেকনাফ প্রতিবেদক : সীমান্তের ওপারে মিয়ানমারের রাখাইন রাজ্যে জান্তা বাহিনীর সঙ্গে বিদ্রোহী আরাকান আর্মির চলমান…

3 weeks ago

কক্সবাজার পৌরসভায় প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় সমন্বয় কমিটি

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার পৌরসভাকে প্লাস্টিক বর্জ্য মুক্ত করতে উন্নয়ন সংস্থা ব্র্যাকের সাথে যৌথভাবে কাজ…

3 weeks ago

কক্সবাজারে বিদ্যুৎ নিয়ে সু-খবর

বিশেষ প্রতিবেদক : কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ির কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প ও খুরুশকুল বায়ু বিদ্যুৎ কেন্দ্র থেকে…

3 weeks ago

রামুতে ড্রাম্প ট্রাক উল্টে চালকের মৃত্যু

রামু প্রতিবেদক : রামুতে ড্রাম্প ট্রাক উল্টে চালকের মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত রাত ২ টার…

1 month ago