নারী এনজিও কর্মীর বিরুদ্ধে বিজিবি’র মামলার চার্জ গঠণের জন্য ১৫ মার্চ সময় নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের আদালতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) করা বেসরকারি উন্নয়ন সংস্থা ব্লাস্টের কর্মীর ১০০ কোটি টাকার মানহানি মামলার চার্জ গঠণের জন্য আগামী ১৫ মার্চ সময় নির্ধারণ করেছে আদালত।

বৃহস্পতিবার মামলার নির্ধারিত দিন কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম তামান্না ফারাহ এ আদেশ দেন। একই সঙ্গে এই মামলায় অভিযুক্ত বেসরকারি উন্নয়ন সংস্থা ব্লাস্টের কর্মী ফারজানা আক্তারকে স্থায়ী জামিন মঞ্জুর করেন।

২০২০ সালের ৮ অক্টোবর টেকনাফ বিজিবি-২-এর আওতাধীন দমদমিয়া চেকপোস্টে অন্যদের সঙ্গে অটোরিকশার যাত্রী ব্লাস্টের নারী কর্মীকেও তল্লাশি করেন বিজিবির সদস্যরা। ওই নারী পরে বিজিবি সদস্যদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেন। তাঁর বক্তব্যের ওপর ভিত্তি করে কয়েকটি গণমাধ্যম প্রতিবেদন করে। ঘটনাটি মিথ্যা দাবি করে গত ১০ নভেম্বর কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ওই নারীর বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা করে বিজিবি। টেকনাফের দমদমিয়া চেকপোস্টের বিজিবি সুবেদার মোহাম্মদ আলী মোল্লা ওই মামলার বাদী।

মামলাটি আমলে নেওয়ার পর আদালত সাত কার্যদিবসের মধ্যে সাক্ষীদের জবানবন্দি নিয়ে বিস্তারিত প্রতিবেদন দাখিল করার জন্য টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন। সেই নির্দেশনায় মামলাটি তদন্ত করেন টেকনাফ থানার ওসি (অপারেশন) শরিফুল ইসলাম। তিনি ২০২০ সালের ২২ নভেম্বর আদালতে প্রতিবেদন জমা দেন। এরপর ফারজানা আক্তারের বিরুদ্ধে সমন জারি করেন আদালত। ১৪ জানুয়ারি কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম তামান্না ফারাহর আদালতে হাজির হয়ে ওই নারী জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক তাঁর জামিন মঞ্জুর করেন। এবং বৃহস্পতিবার (১১ মার্চ) মামলার নির্ধারিত দিন ছিল।

ফারজানার আইনজীবী আবদুর শুক্কুর জানান, তার মোয়াক্কেল স্থায়ী জামিন হয়েছে। ১৫ মার্চ চার্জ গঠণের তারিখ নির্ধারণ হলে তা না করার আবেদন করবে।

বিজিবির আইনজীবী সাজ্জাদুল করিম জানান, চার্জ গঠণের তারিখ মানে বিচারিক কাজে প্রাথমিক কার্যক্রম শুরু হল।

nupa alam

Recent Posts

সোনাদিয়া দ্বীপের ৯ হাজার ৪৬৭ একর ভূমি বন্দোবস্ত বাতিল

বাসস : পরিবেশ ও জীববৈচিত্র্য পুনরুদ্ধারের জন্য বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষকে (বেজা) দেওয়া কক্সবাজারের মহেশখালীর…

7 hours ago

চকরিয়ায় অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নিজস্ব প্রতিবেদক: চকরিয়ায় সুরাজপুর ইয়াংছা সড়কে যাত্রীবাহি সিএনজি চালিত অটোরিকশার সাথে ট্রাক গাড়ির মুখোমুখি সংঘর্ষে…

7 hours ago

টেকনাফে যৌতুকের দাবিতে গৃহবধুকে হত্যার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : টেকনাফের হ্নীলায় যৌতুকে দাবিতে মারধরে লুলুয়ান মরজান হিরা (১৭) নামে এক গৃহবধূর…

3 days ago

রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রী খুনের দায়ে স্বামী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ‘পরকিয়া প্রেমের’ জেরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত হয়েছেন। এ…

3 days ago

উখিয়া স্পেশালাইজড হাসপাতাল কার্যক্রম বন্ধ

ইউএনএইচসিআর-এর উদ্বেগ প্রকাশ নুপা আলম : অর্থ সংকটের কারণে রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন কক্সবাজারের উখিয়া স্পেশালাইজড…

4 days ago

কক্সবাজারে সমবেত কন্ঠে জাতীয় সংগীত

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার কেন্দ্রিয় শহীদ মিনার প্রাঙ্গনে মঙ্গলবার সন্ধ্যায় মোমবাতি হাতে জড়ো হয়েছিলো কয়েক…

4 days ago