কক্সবাজার শহর থেকে অপহৃত শিশু রোহিঙ্গা ক্যাম্পে উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার শহরে অপহৃত এক শিশুকে দুইদিন পর টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প থেকে উদ্ধার করেছে আমর্ড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন)।

কক্সবাজার ১৬ এপিবিএন এর অধিনায়ক এসপি মোহাম্মদ তারিকুল ইসলাম জানিয়েছেন, বুধবার দুপুরে টেকনাফের হ্নীলা ইউনিয়নের ২৭ নম্বর জাদিমুরা রোহিঙ্গা ক্যাম্পে এ অভিযান চালানো হয়েছে।

অপহৃত শাহিনা আক্তার আখি (৭) কক্সবাজার শহরের এসএম পাড়ার মোহাম্মদ হোসেনের মেয়ে।

তার পরিবার কক্সবাজার শহরের কলাতলি এলাকার মডেল হ্যাচারীর সামনে জনৈক নাছিরের বাসায় ভাড়া থাকত।

এপিবিএন জানিয়েছে, উদ্ধার হওয়া শিশু শাহিনা আক্তার আখি’র পরিবারের লোকজনও রোহিঙ্গা নাগরিক। তারা দীর্ঘদিন আগে মিয়ানমার থেকে পালিয়ে এসে কক্সবাজার শহরে বসবাস করে আসছিল।

স্বজনদের বরাতে এসপি তারিকুল বলেন, গত ৭ মার্চ টেকনাফের ২৭ নম্বর জাদিমুরা রোহিঙ্গা ক্যাম্পের সি-২ ব্লকের বাসিন্দা মো. মোহছেনের মেয়ে নুর নাহার আত্মীয়তার সুবাদে বেড়াতে আসে কক্সবাজার শহরের কলাতলি এলাকার মোহাম্মদ হোসেনের বাসায়। পরদিন ৮ মার্চ নুর নাহার চলে যায়।

” কিন্তু নুর নাহার চলে যাওয়ার পর থেকে শিশু শাহিনা আক্তার আখি’র খোঁজ পাওয়া যাচ্ছিল না। স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজ নেয়ার পরও সন্ধান না পেয়ে ৮ মার্চ রাতে কক্সবাজার সদর থানায় একটি সাধারণ ডায়েরী করে। “

এপিবিএন এর এ কর্মকর্তা বলেন, ” নিখোঁজ হওয়ার পরদিন ৯ মার্চ অজ্ঞাত পরিচয়ে এক ব্যক্তি মুঠোফোনে নিখোঁজ শিশুর পরিবারের কাছ থেকে মুক্তিপণ দাবি করে। এ বিষয়টি পুলিশকে অবহিত করা হলে কৌশলে ফাঁদ পাতা হয়। পরে বুধবার দুপুরে টেকনাফের জাদিমুরা ২৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএন এর একটি দল জনৈক নুর নাহার’র বসত ঘর থেকে শাহিনা আক্তার আখিকে উদ্ধার করা হয়। “

উদ্ধার হওয়া শিশুকে তার অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান এসপি তারিকুল।

এপিবিএন এর এ কর্মকর্তা জানান, উদ্ধার শিশুর পরিবারকে কক্সবাজার সদর থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পরামর্শ দেয়া হয়েছে।

nupa alam

Recent Posts

সোনাদিয়া দ্বীপের ৯ হাজার ৪৬৭ একর ভূমি বন্দোবস্ত বাতিল

বাসস : পরিবেশ ও জীববৈচিত্র্য পুনরুদ্ধারের জন্য বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষকে (বেজা) দেওয়া কক্সবাজারের মহেশখালীর…

18 hours ago

চকরিয়ায় অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নিজস্ব প্রতিবেদক: চকরিয়ায় সুরাজপুর ইয়াংছা সড়কে যাত্রীবাহি সিএনজি চালিত অটোরিকশার সাথে ট্রাক গাড়ির মুখোমুখি সংঘর্ষে…

19 hours ago

টেকনাফে যৌতুকের দাবিতে গৃহবধুকে হত্যার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : টেকনাফের হ্নীলায় যৌতুকে দাবিতে মারধরে লুলুয়ান মরজান হিরা (১৭) নামে এক গৃহবধূর…

4 days ago

রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রী খুনের দায়ে স্বামী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ‘পরকিয়া প্রেমের’ জেরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত হয়েছেন। এ…

4 days ago

উখিয়া স্পেশালাইজড হাসপাতাল কার্যক্রম বন্ধ

ইউএনএইচসিআর-এর উদ্বেগ প্রকাশ নুপা আলম : অর্থ সংকটের কারণে রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন কক্সবাজারের উখিয়া স্পেশালাইজড…

5 days ago

কক্সবাজারে সমবেত কন্ঠে জাতীয় সংগীত

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার কেন্দ্রিয় শহীদ মিনার প্রাঙ্গনে মঙ্গলবার সন্ধ্যায় মোমবাতি হাতে জড়ো হয়েছিলো কয়েক…

5 days ago