টেকনাফ প্রতিনিধি : টেকনাফে শরণার্থী ক্যাম্প থেকে ২ রোহিঙ্গা অপহরণকারিকে গ্রেপ্তার করেছে এপিবিএন।
সোমবার দুপুরে টেকনাফ উপজেলার হ্নীলা নয়াপাড়া নিবন্ধিত শরণার্থী ক্যাম্পে এ অভিযান চালানো হয় বলে জানান কক্সবাজারস্থ ১৬ আমর্ড পুলিশ ব্যাটালিয়ানের অধিনায়ক এসপি মোহাম্মদ তারিকুল ইসলাম।
গ্রেপ্তাররা হল, টেকনাফের নয়াপাড়া নিবন্ধিত শরণার্থী ক্যাম্পের এইচ-ব্লকের ৬৪৮ নম্বর শেডের ৬/৭ নম্বর কক্ষের আলী জোহারের ছেলে নুরুল ইসলাম (২২) এবং একই ক্যাম্প ও ব্লকের ১২৩০ নম্বর শেডের ৪ নম্বর কক্ষের মৃত জালাল আহম্মদের ছেলে মোহাম্মদ জোবায়ের (২৫)।
অপহরণের শিকার সাইফুল ইসলাম (৩২) টেকনাফের হ্নীলা ইউনিয়নের মোচনী পাড়ার মমতাজ মিয়ার ছেলে।
এপিবিএন জানিয়েছে, গ্রেপ্তার দুই অপহরণকারি চিহ্নিত সন্ত্রাসী। তারা রোহিঙ্গা ক্যাম্প কেন্দ্রিক সক্রিয় সন্ত্রাসী বাহিনী ‘পুতিয়া গ্রুপের’ সদস্য।
এসপি তারিকুল বলেন, গত ২৩ ফেব্রুয়ারী দুপুরে টেকনাফের নয়াপাড়া নিবন্ধিত শরণার্থী ক্যাম্পের এইচ-ব্লকের ১২৩১ নম্বর শেডের সামনে থেকে স্থানীয় বাংলাদেশি নাগরিক সাইফুল ইসলামকে একদল দূর্বৃত্ত অপহরণ করে নিয়ে যায়। খবর পেয়ে তাৎক্ষণিক এপিবিএন সদস্যরা উদ্ধার অভিযান শুরু করে।
” এপিবিএন সদস্য অভিযানের মুখে দূর্বৃত্তরা অপহৃতকে নয়াপাড়া নিবন্ধিত ক্যাম্প সংলগ্ন পাহাড়ী এলাকায় ফেলে রেখে পালিয়ে যায়। পরে অপহৃত ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসা শেষে ওইদিনই পরিবারের কাছে হস্তান্তর করা হয়। তবে ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে এপিবিএন এর অভিযান অব্যাহত ছিল। “
এপিবিএন এর এ কর্মকর্তা বলেন, ” সোমবার দুপুরে উদ্ধার ব্যক্তিকে সঙ্গে নিয়ে টেকনাফের নয়াপাড়া নিবন্ধিত শরনার্থী ক্যাম্পে এপিবিএন এর একটি দল অভিযান চালায়। এতে উদ্ধার ব্যক্তির শনাক্ত মতে দুই অপহরণকারিকে নিজেদের বসত ঘর থেকে গ্রেপ্তার করা হয়। “
এসপি তারিকুল জানান, গ্রেপ্তার দুই অপহরণকারি চিহ্নিত সন্ত্রাসী। তারা রোহিঙ্গা সন্ত্রাসী দল পুতিয়া গ্রুপের সক্রিয় সদস্য। অপহরণসহ নানা অভিযোগে তাদের বিরুদ্ধে টেকনাফ থানায় একাধিক মামলা রয়েছে।
গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান এপিবিএন এর এ কর্মকর্তা।
বাসস : পরিবেশ ও জীববৈচিত্র্য পুনরুদ্ধারের জন্য বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষকে (বেজা) দেওয়া কক্সবাজারের মহেশখালীর…
নিজস্ব প্রতিবেদক: চকরিয়ায় সুরাজপুর ইয়াংছা সড়কে যাত্রীবাহি সিএনজি চালিত অটোরিকশার সাথে ট্রাক গাড়ির মুখোমুখি সংঘর্ষে…
নিজস্ব প্রতিবেদক : টেকনাফের হ্নীলায় যৌতুকে দাবিতে মারধরে লুলুয়ান মরজান হিরা (১৭) নামে এক গৃহবধূর…
নিজস্ব প্রতিবেদক : উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ‘পরকিয়া প্রেমের’ জেরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত হয়েছেন। এ…
ইউএনএইচসিআর-এর উদ্বেগ প্রকাশ নুপা আলম : অর্থ সংকটের কারণে রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন কক্সবাজারের উখিয়া স্পেশালাইজড…
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার কেন্দ্রিয় শহীদ মিনার প্রাঙ্গনে মঙ্গলবার সন্ধ্যায় মোমবাতি হাতে জড়ো হয়েছিলো কয়েক…