মাতামুহুরী নদীর ৮ পয়েন্টে শক্তিশালী ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া : চকরিয়া উপজেলার মাতামুহুরী নদী থেকে শক্তিশালী ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন কোনভাবে থামানো যাচ্ছেনা। ইতোর্পুবে প্রশাসনের পক্ষথেকে একাধিকবার অভিযান চালিয়ে জড়িতদের বিরুদ্ধে আইনী প্রদক্ষেপ হিসেবে বিপুল পরিমাণ জরিমানা করা হলেও বালু দুস্যতা এখনো অব্যাহত রয়েছে। এই অবস্থায় সর্বশেষ বুধবার (৩ মার্চ) উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে নদীতে ভাসমান বড় বেইজের ৩টি ড্রেজার মেশিন এবং ৫টি সেলোমেশিন ও বিপুল পরিমাণ পাইপ জব্দের পর গুড়িয়ে ধ্বংস করে দিয়েছেন। এছাড়া একটি ড্রেজারকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে আদালত।

চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.তানভীর হোসেন বুধবার দুপুর একটার থেকে বিকাল পর্যন্ত মাতামুহুরী নদীর বিভিন্ন পয়েন্টে এ অভিযান পরিচালনা করেন।

আদালতের কর্মকর্তারা বলেছেন, বেশকিছু দিন ধরে মাতামুহুরী নদীর বাটাখালী ব্রীজের খোন্দকার পাড়া থেকে রামপুর পরিষদ সংলগ্ন রেল ব্রীজ পর্যন্ত এক কিলোমিটার এলাকার বিভিন্ন পয়েন্টে ভাসমান বড় বেইজের ড্রেজার মেশিন ও সেলো মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছেন কতিপয় লোকজন।

বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসলে বুধবার দুপুরে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে বালু উত্তোলন কাজে ব্যবহৃত তিনটি ড্রেজার ও পাঁচটি সেলো মেশিন এবং বিপুল পরিমাণ পাইপ জব্দ করে। পরে এগুলো গুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন চিরিংগা ইউনিয়ন ভুমি কর্মকর্তা সলিম উল্লাহ, চকরিয়া থানার এসআই মাঈন উদ্দিন, আদালতের পেশকার দীপক বডুয়া, ভুমি অফিসের কর্মকর্তা এবং থানার পুলিশ ফোর্স।

আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো. তানভীর হোসেন বলেন, দীর্ঘদিন ধরে মাতামুহুরীর নদীর বিভিন্ন পয়েন্ট থেকে অসাধু ব্যক্তি ড্রেজার ও সেলোমেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। এতে একদিকে নদীতে ব্যাপক ভাঙ্গনের তাণ্ডব চলছে, অন্যদিকে সরকার হারাচ্ছে বিপুল অংকের রাজস্ব। তাই বিষয়টি জনস্বার্থে আইন পরিপন্থি কর্মকাণ্ড হওয়ায় জানতে পেরে সেখানে অভিযান চালাই।

তিনি বলেন, অভিযানে তিনটি ড্রেজার মেশিন, পাঁচটি সেলো মেশিন এবং বিপুল পরিমাণ পাইপ জব্দ পরে এগুলো গুড়িয়ে ধ্বংস করা হয়। এছাড়া একটি ড্রেজার মালিককে আইন লঙ্ঘনের অপরাধে ২৫ হাজার টাকা জরিমানা করেছে আদালত।

nupa alam

Recent Posts

সোনাদিয়া দ্বীপের ৯ হাজার ৪৬৭ একর ভূমি বন্দোবস্ত বাতিল

বাসস : পরিবেশ ও জীববৈচিত্র্য পুনরুদ্ধারের জন্য বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষকে (বেজা) দেওয়া কক্সবাজারের মহেশখালীর…

7 hours ago

চকরিয়ায় অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নিজস্ব প্রতিবেদক: চকরিয়ায় সুরাজপুর ইয়াংছা সড়কে যাত্রীবাহি সিএনজি চালিত অটোরিকশার সাথে ট্রাক গাড়ির মুখোমুখি সংঘর্ষে…

8 hours ago

টেকনাফে যৌতুকের দাবিতে গৃহবধুকে হত্যার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : টেকনাফের হ্নীলায় যৌতুকে দাবিতে মারধরে লুলুয়ান মরজান হিরা (১৭) নামে এক গৃহবধূর…

3 days ago

রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রী খুনের দায়ে স্বামী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ‘পরকিয়া প্রেমের’ জেরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত হয়েছেন। এ…

3 days ago

উখিয়া স্পেশালাইজড হাসপাতাল কার্যক্রম বন্ধ

ইউএনএইচসিআর-এর উদ্বেগ প্রকাশ নুপা আলম : অর্থ সংকটের কারণে রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন কক্সবাজারের উখিয়া স্পেশালাইজড…

4 days ago

কক্সবাজারে সমবেত কন্ঠে জাতীয় সংগীত

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার কেন্দ্রিয় শহীদ মিনার প্রাঙ্গনে মঙ্গলবার সন্ধ্যায় মোমবাতি হাতে জড়ো হয়েছিলো কয়েক…

4 days ago