প্রেস ক্লাবের সামনে সংঘর্ষের ঘটনায় মামলা

সমকাল : ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি, কারাগারে লেখক মুশতাক আহমেদের মৃত্যু এবং প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে ছাত্রদলের বিক্ষোভ-সমাবেশ ঘিরে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় একটি মামলা হয়েছে।

রোববার গভীর রাতে রাজধানীর শাহবাগ থানায় করা এই মামলায় ৩০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে।
শাহবাগ থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. মোমেন এতথ্য নিশ্চিত করেছেন।

এরআগে পূর্বঘোষণা অনুযায়ী রোববার সকাল ১০টা থেকে জাতীয় প্রেস ক্লাব ও এর আশপাশে ছাত্রদলের নেতাকর্মীরা জমায়েত হতে শুরু করেন। প্রেস ক্লাবের ভেতর অন্তত পাঁচ শতাধিক নেতাকর্মী জড়ো হন।

সকাল ১১টার দিকে নেতাকর্মীরা সমাবেশের জন্য প্রেস ক্লাব থেকে বের হওয়ার জন্য গেটে আসলে পুলিশ তাদের বাধা দেয়। পুলিশ জানিয়ে দেয়, অনুমতি ছাড়া সমাবেশ করা যাবে না।

এক পর্যায়ে কিছু ছাত্রদল নেতাকর্মীকে লাঠিপেটা করলে প্রেস ক্লাবের ভেতর থেকে নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। এর পরই শুরু হয় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ। বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে পুলিশ ফাঁকা গুলি ও কাঁদানে গ্যাস ছোড়ে।

এভাবে দুপুর সোয়া ১২টা পর্যন্ত থেমে থেমে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষে আহতদের মধ্যে পুলিশ, সাংবাদিক এবং ছাত্রদল-বিএনপির নেতাকর্মীরাও রয়েছেন। তাদের বিভিন্ন হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।

পুলিশের রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার সাজ্জাদুর রহমান বলেন, যে কোনো সমাবেশ করতে হলে আগে পুলিশের অনুমতি নিতে হয়। জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করার কোনো অনুমতি নেয়নি ছাত্রদল। তাই তাদের সমাবেশ করতে নিষেধ করা হয়েছিল। এতে ক্ষুব্ধ হয়ে তারা পুলিশের ওপর হামলা চালিয়েছে। হামলায় পুলিশের আট সদস্য আহত হয়েছেন।

nupa alam

Recent Posts

সোনাদিয়া দ্বীপের ৯ হাজার ৪৬৭ একর ভূমি বন্দোবস্ত বাতিল

বাসস : পরিবেশ ও জীববৈচিত্র্য পুনরুদ্ধারের জন্য বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষকে (বেজা) দেওয়া কক্সবাজারের মহেশখালীর…

3 hours ago

চকরিয়ায় অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নিজস্ব প্রতিবেদক: চকরিয়ায় সুরাজপুর ইয়াংছা সড়কে যাত্রীবাহি সিএনজি চালিত অটোরিকশার সাথে ট্রাক গাড়ির মুখোমুখি সংঘর্ষে…

4 hours ago

টেকনাফে যৌতুকের দাবিতে গৃহবধুকে হত্যার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : টেকনাফের হ্নীলায় যৌতুকে দাবিতে মারধরে লুলুয়ান মরজান হিরা (১৭) নামে এক গৃহবধূর…

3 days ago

রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রী খুনের দায়ে স্বামী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ‘পরকিয়া প্রেমের’ জেরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত হয়েছেন। এ…

3 days ago

উখিয়া স্পেশালাইজড হাসপাতাল কার্যক্রম বন্ধ

ইউএনএইচসিআর-এর উদ্বেগ প্রকাশ নুপা আলম : অর্থ সংকটের কারণে রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন কক্সবাজারের উখিয়া স্পেশালাইজড…

4 days ago

কক্সবাজারে সমবেত কন্ঠে জাতীয় সংগীত

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার কেন্দ্রিয় শহীদ মিনার প্রাঙ্গনে মঙ্গলবার সন্ধ্যায় মোমবাতি হাতে জড়ো হয়েছিলো কয়েক…

4 days ago