উখিয়ায় দুর্বৃত্তের আগুনে সরকারি প্রকল্পের অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি

উখিয়া প্রতিনিধি : উখিয়ার পালংখীতে দুর্বৃত্তের দেওয়া আগুনে পুড়ে গেল সরকারের ‘জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের’ ‘নিরাপদ পানি সরবরাহ’ প্রকল্পের ৫০ লাখ টাকার মালামাল। এই ঘটনায় সংশ্লিষ্ট ঠিকাদার উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও উখিয়া থানা বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেছে।

৫ ফেব্রুয়ারী (শুক্রবার) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের ফারিরবিল এলাকায় এঘটনা ঘটে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, রাত আনুমানিক সাড়ে ৩ টার দিকে একদল দুর্বৃত্ত আগুন দিয়ে নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের অর্ধকোটি টাকার বিভিন্ন মালামালে আগুন দিয়ে পুড়িয়ে দেয়।

ঠিকাদারী কাজে নিয়োজিত আনোয়ার হোসেন জানান, প্রকল্প কাজে বাধা দেওয়ার জন্য ইতি পূর্বে যারা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে তারাই রাতের আধারে এ ঘটানা ঘটিয়েছে।

পালংখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এম এ মঞ্জুর জানান, ঘটনাটি অস্পষ্ট কে বা কারা এঘটনাটি ঘটিয়েছে তার অধিকতর তদন্ত করা প্রয়োজন। যেন প্রকৃত অপরাধীরা আইনের আওতায় আসে।

জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আলী আহমদের কাছে জানতে চাইলে তিনি বলেন, সরকারের উন্নয়ন কর্মকান্ডকে বাধাগ্রস্থ করতে কিছু কুচক্রি মহল এ নেক্কার জনক ঘটনা ঘটিয়েছে।

সংশ্লিষ্ট প্রকল্পের প্রকৌশলী মো. শাকিল জানান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও উখিয়া থানায় এ ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। যেন জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।

উখিয়া ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর স্টেশন মাস্টার এমদাদুল হকের নিকট জানতে চাইলে তিনি বলেন, স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুণ নিয়ন্ত্রণে আনা হয়। স্থানীয় লোকজন ও সংশ্লিষ্ট ঠিকাদারের দেওয়া তথ্যমতে সেখানে ৫০লাখ টাকার মালামাল পুড়ে গেছে। কিন্তু আমাদের পক্ষ থেকে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরুপন করা হয়নি।

উখিয়া উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. আল আমিন বিশ্বাস এর কাছে বিষয়টি সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, নিরাপদ পানি সরবরাহ প্রকল্পের মালামালে আগুন দেওয়ার ঘটনায় সংশ্লিষ্ট ঠিকাদারের নিকট থেকে লিখিত অভিযোগ পেয়েছি। আমরা ঘটনাটিকে গুরুত্ব দিয়ে সরজমিন পরিদর্শন করেছি। তবে এখনও প্রকৃত ঘটনায় কারা জড়িত রয়েছে তা জানা যায়নি। অধিকতর তদন্ত করে অপরাধীদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে।

উখিয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) গাজী সালাহ উদ্দিন বলেন, নিরাপদ পানি সরবরাহের মালামাল পুড়ে দেওয়ার ঘটনায় ঠিকাদারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি তদন্ত করে দেখা হচ্ছে।

উখিয়া উপজেলা নির্বাহী অফিসার নিজাম উদ্দিন আহমেদর নিকট ঘটনার ব্যাপারে জানতে চাওয়া হলে তিনি বলেন, ঘটনার ব্যাপারে আমরা অবগত আছি৷ তবে কে বা কারা ঘটনাটি ঘটিয়েছে তা স্পষ্ট নয়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে তিনি জানিয়েছেন।

nupa alam

Recent Posts

সোনাদিয়া দ্বীপের ৯ হাজার ৪৬৭ একর ভূমি বন্দোবস্ত বাতিল

বাসস : পরিবেশ ও জীববৈচিত্র্য পুনরুদ্ধারের জন্য বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষকে (বেজা) দেওয়া কক্সবাজারের মহেশখালীর…

10 hours ago

চকরিয়ায় অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নিজস্ব প্রতিবেদক: চকরিয়ায় সুরাজপুর ইয়াংছা সড়কে যাত্রীবাহি সিএনজি চালিত অটোরিকশার সাথে ট্রাক গাড়ির মুখোমুখি সংঘর্ষে…

10 hours ago

টেকনাফে যৌতুকের দাবিতে গৃহবধুকে হত্যার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : টেকনাফের হ্নীলায় যৌতুকে দাবিতে মারধরে লুলুয়ান মরজান হিরা (১৭) নামে এক গৃহবধূর…

3 days ago

রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রী খুনের দায়ে স্বামী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ‘পরকিয়া প্রেমের’ জেরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত হয়েছেন। এ…

3 days ago

উখিয়া স্পেশালাইজড হাসপাতাল কার্যক্রম বন্ধ

ইউএনএইচসিআর-এর উদ্বেগ প্রকাশ নুপা আলম : অর্থ সংকটের কারণে রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন কক্সবাজারের উখিয়া স্পেশালাইজড…

4 days ago

কক্সবাজারে সমবেত কন্ঠে জাতীয় সংগীত

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার কেন্দ্রিয় শহীদ মিনার প্রাঙ্গনে মঙ্গলবার সন্ধ্যায় মোমবাতি হাতে জড়ো হয়েছিলো কয়েক…

4 days ago