মেলেনিয়া তখন হোয়াইট হাউসে ফটোশুটে ব্যস্ত ছিলেন

আন্তর্জাতিক ডেস্ক : প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকেরা যখন ক্যাপিটল হল তছনছ করছিলেন, ফার্স্ট লেডি মেলেনিয়া ট্রাম্প তখন ফটোশুটে ব্যস্ত ছিলেন। গত বুধবার ট্রাম্প তাঁর অন্ধ সমর্থকদের উন্মত্ত করে তুলেছিলেন। এ সময় ক্যাপিটল হিলে ঢুকে ট্রাম্পের উগ্র সমর্থকেরা স্পিকার ন্যান্সি পেলোসির চেয়ার দখল করে বসেছেন। একজন পুলিশ অফিসারসহ পাঁচজনের লাশের ওপর দাঁড়িয়ে ট্রাম্প নির্বাচনে তিনি জয়লাভ করেছেন বলে ভুয়া দাবি করতে থাকেন।

যখন ক্যাপিটল হিলজুড়ে এমন তাণ্ডব চলছিল, তখন মেলেনিয়া ট্রাম্প তাঁর প্রকাশিতব্য একটি বইয়ের জন্য হোয়াইট হাউসের ভেতরের ফটোশুট নিয়ে ব্যস্ত ছিলেন। সিএনএনসহ অন্য কিছু সংবাদ মিডিয়া সূত্রে জানা যায়, একপর্যায়ে পরিস্থিতি শান্ত করার জন্য একটা বিবৃতি দিতে বলা হয় ফার্স্ট লেডিকে। তাঁর ব্যক্তিগত স্টাফরা এমন বিবৃতি দেওয়া থেকে বিরত ছিলেন।

অথচ কিছুদিন আগেও জর্জ ফ্লয়েডের মৃত্যু–পরবর্তী নাগরিক সহিংসতার সময় ফার্স্ট লেডি মেলেনিয়া ট্রাম্প ঠিকই বিবৃতি দিয়েছিলেন।

মেলেনিয়া ট্রাম্প বেশ কিছুদিন থেকে অনেকটাই নীরব। মার্কিন ইতিহাসে ন্যক্কারজনক কাজের জন্ম দেওয়া প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে জড়িয়ে পড়েছে ফার্স্ট লেডি মেলানিয়ার নাম। বুধবার ক্যাপিটাল হিলে ট্রাম্প–সমর্থকেরা তাণ্ডব করছিলেন। একই সময় হোয়াইট হাউসে ফার্স্ট লেডি মেলেনিয়া ট্রাম্প কী করছিলেন, এ নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। এ নিয়ে ফার্স্ট লেডির অনুরাগীদের মধ্যেও প্রশ্ন দেখা দিয়েছে। তাঁর স্বামীর এমন বেপরোয়া আচরণের সময় মেলেনিয়া অন্তত একটা বিবৃতি দিতে পারতেন বলে তাঁরা মনে করছেন।

হোয়াইট হাইসে ফার্স্ট লেডির পদবিটা নিছক আনুষ্ঠানিক নয়। লোকজন এ পদবিকে সম্মান জানিয়ে আসছে সব সময়। নিজেদের বিতর্কের বাইরে রেখে অতীতের ফার্স্ট লেডিরা বিভিন্ন সময় গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন। বিবৃতি দিয়েছেন। ক্ষুব্ধ, হতাশ মানুষের পক্ষে শান্তি ও সহমর্মিতার বাণী নিয়ে উপস্থিত থেকেছেন। ট্রাম্পের মতো মেলেনিয়া ট্রাম্পও শেষ পর্যন্ত এ ক্ষেত্রে হতাশ করেছেন মার্কিন জনগণকে।

প্রেসিডেন্ট ট্রাম্পের ক্ষমতার মেয়াদ কমে আসার সঙ্গে সঙ্গে মেলেনিয়া দৃশ্যত আড়ালেই চলে গেছেন। নিউইয়ার্স ইভের পর ফার্স্ট লেডি জনসমক্ষে আসেননি। ২ জানুয়ারির পর সামাজিক যোগাযোগের কোনো মাধ্যম তাঁকে ব্যবহার করতে দেখা যায়নি। ক্রিসমাসের পর ইনস্টাগ্রামেও তাঁকে কোনো পোস্ট দিতে দেখা যায়নি।

যে ডোনাল্ড ট্রাম্প টুইটার নিয়ে ব্যস্ত থাকতেন দিনের অধিকাংশ সময়, তাঁর টুইটার অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। ফার্স্ট লেডি মেলেনিয়া ট্রাম্প এখন তাঁর অ্যাকাউন্ট নিয়ে কতটা সক্রিয় থাকবেন, তা দেখার অপেক্ষায় লোকজন।

nupa alam

Recent Posts

সোনাদিয়া দ্বীপের ৯ হাজার ৪৬৭ একর ভূমি বন্দোবস্ত বাতিল

বাসস : পরিবেশ ও জীববৈচিত্র্য পুনরুদ্ধারের জন্য বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষকে (বেজা) দেওয়া কক্সবাজারের মহেশখালীর…

16 hours ago

চকরিয়ায় অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নিজস্ব প্রতিবেদক: চকরিয়ায় সুরাজপুর ইয়াংছা সড়কে যাত্রীবাহি সিএনজি চালিত অটোরিকশার সাথে ট্রাক গাড়ির মুখোমুখি সংঘর্ষে…

16 hours ago

টেকনাফে যৌতুকের দাবিতে গৃহবধুকে হত্যার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : টেকনাফের হ্নীলায় যৌতুকে দাবিতে মারধরে লুলুয়ান মরজান হিরা (১৭) নামে এক গৃহবধূর…

4 days ago

রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রী খুনের দায়ে স্বামী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ‘পরকিয়া প্রেমের’ জেরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত হয়েছেন। এ…

4 days ago

উখিয়া স্পেশালাইজড হাসপাতাল কার্যক্রম বন্ধ

ইউএনএইচসিআর-এর উদ্বেগ প্রকাশ নুপা আলম : অর্থ সংকটের কারণে রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন কক্সবাজারের উখিয়া স্পেশালাইজড…

4 days ago

কক্সবাজারে সমবেত কন্ঠে জাতীয় সংগীত

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার কেন্দ্রিয় শহীদ মিনার প্রাঙ্গনে মঙ্গলবার সন্ধ্যায় মোমবাতি হাতে জড়ো হয়েছিলো কয়েক…

4 days ago