এম.আবদুল হক, হ্নীলা : টেকনাফের হ্নীলা বাস ষ্টেশনে পানি নিষ্কাশন ব্যবস্থা এখন অকেজো হয়ে পড়েছে প্রায়। বাজারের ব্যবহৃত পানি ও বর্জ্য পণ্যে ভরে গেছে ড্রেনের প্রায় অংশ। এতে পানি নিষ্কাশন পথ আটকে গিয়ে এক প্রকার ময়লাযুক্ত জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
তদুপরি একটু বৃষ্টি হলেই কাঁদা পানিতে ড্রেনের উপরিভাগ উপচে পড়ে সড়ক চলাচল স্যাঁতসেঁতে হয়ে যায়। এ ছাড়া বর্ষাকাল এলে” মরার উপর খাঁড়ার গা ” প্রবাদকে হার মানায়। স্টেশনের প্রধান সড়কদ্বয় পানখালী ও পুরাতন বাজার সড়কের বর্তমানে এমনই ত্রাহি অবস্থথা। আর এ ত্রাহি অবস্থা পুরো স্টেশনের পানি নিষ্কাশন প্রক্রিয়াকে অকেজো করে তুলেছে। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কিংবা জনপ্রতিনিধিদের নির্লিপ্ততা কিনা প্রশ্ন দেখা দিয়েছে স্থানীদের মাঝে।
সরেজমিনে দেখা যায়, প্রধান সড়কের সাথে সংযুক্ত দুই গুরুত্বপূর্ণ পানখালী ও পুরাতন বাজার সড়ককে কেন্দ্র করে গড়ে ওঠেছে ময়লাবদ্ধ দুটি ড্রেন। দোকানদারদের দৈনন্দিন বর্জ্য ফেলা আর বৃষ্টির পানি আটকে যাওয়া সহ সঠিক ব্যবহার নিশ্চিত না হওয়ায় ড্রেনের এমন অকেঁজো অবস্থা বলে মনে করছেন ভুক্তভোগী জনসাধারণ। আবার অনেকে ড্রেনের এ অবস্থার জন্য কর্তৃপক্ষের নিয়মিত তদারকি ও দায় এড়ানোর কথা বলছেন । এ ছাড়া এমন দূরঅবস্থায় ড্রেনের কিছু অংশে দেখা দিয়েছে ভাঙ্গন। ফলে হ্নীলা স্টেশনের দুই ব্যস্ততম সড়কের এমন নাজুক অবস্থা প্রত্যেক পথচারী ও সচেতন মহলকে ভাবিয়ে তুলেছে যথারীতি।
এ দিকে হ্নীলা স্টেশনের বর্তমানে বিরাজমান দূর্ভোগ প্রশমন এবং ড্রেনেজ ব্যবস্থার প্রয়োজনীয় উন্নয়নের জন্য মাননীয় সংসদ সদস্য সহ দায়িত্ব সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও জনপ্রতিনিধিদের প্রয়োজনীয় হস্তক্ষেপ প্রত্যাশা করছেন স্থানীয়রা।
বাসস : পরিবেশ ও জীববৈচিত্র্য পুনরুদ্ধারের জন্য বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষকে (বেজা) দেওয়া কক্সবাজারের মহেশখালীর…
নিজস্ব প্রতিবেদক: চকরিয়ায় সুরাজপুর ইয়াংছা সড়কে যাত্রীবাহি সিএনজি চালিত অটোরিকশার সাথে ট্রাক গাড়ির মুখোমুখি সংঘর্ষে…
নিজস্ব প্রতিবেদক : টেকনাফের হ্নীলায় যৌতুকে দাবিতে মারধরে লুলুয়ান মরজান হিরা (১৭) নামে এক গৃহবধূর…
নিজস্ব প্রতিবেদক : উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ‘পরকিয়া প্রেমের’ জেরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত হয়েছেন। এ…
ইউএনএইচসিআর-এর উদ্বেগ প্রকাশ নুপা আলম : অর্থ সংকটের কারণে রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন কক্সবাজারের উখিয়া স্পেশালাইজড…
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার কেন্দ্রিয় শহীদ মিনার প্রাঙ্গনে মঙ্গলবার সন্ধ্যায় মোমবাতি হাতে জড়ো হয়েছিলো কয়েক…