নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার শহরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে চিহ্নিত এক মাদক কারবারি নিহত এবং পুলিশের দুই সদস্য আহত হয়েছে; এসময় ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে ইয়াবা ও অস্ত্র।
পুলিশের দাবি, নিহত মাদক কারবারি ইতিপূর্বে কক্সবাজার শহরের মাঝের ঘাট এলাকায় সংঘবদ্ধ একটি চক্রের বিপুল পরিমান ইয়াবার চালান লুটের ঘটনার মূলহোতা।
সোমবার ভোরে কক্সবাজার শহরের খুরুশকূল ব্রিজ সংলগ্ন এলাকায় গোলাগুলির এ ঘটনা ঘটে বলে জানান কক্সবাজার সদর থানার পরিদর্শক (ওসি) এসএম শাহজাহান কবীর।
নিহত মিজানুর রহমান (৩২) কক্সবাজার শহরের পশ্চিম টেকপাড়ার মৃত গোলাম মওলা বাবুল ওরফে জজ বাবুলের ছেলে।
তার বিরুদ্ধে মাদক ও অস্ত্রসহ নানা অভিযোগে কক্সবাজার সদর থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ওসি শাহজাহান বলেন, কক্সবাজার শহরের চিহ্নিত মাদক কারবারি মিজানুর রহমান আইন-শৃংখলা বাহিনীর নজরদারী এড়িয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় গত ১৭ জুলাই যশোরের বেনাপোল সীমান্ত থেকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। পরে কক্সবাজার জেলা পুলিশের একটি দলের কাছে তাকে হস্তান্তর করে।
ওসি বলেন, মিজানুর রহমানকে জিজ্ঞাসাবাদের সময় ইয়াবা মজুদ থাকার তথ্য পুলিশের কাছে স্বীকার করে। পরে সোমবার ভোরে তাকে নিয়ে পুলিশের একটি দল খুরুশকূল ব্রিজ এলাকায় ইয়াবা উদ্ধারে অভিযান চালায়। ঘটনাস্থলে পৌঁছলে মিজানুর রহমানকে ছিনিয়ে নিতে পুলিশকে লক্ষ্য করে সহযোগীরা গুলি ছুড়তে থাকে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়ে।
” এতে সহযোগীদের ছুড়া গুলিতে মিজানুর ও পুলিশের ২ সদস্য আহত হয়েছে। এক পর্যায়ে গোলাগুলি থেমে গেলে ঘটনাস্থলে তাকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। ঘটনাস্থলে তল্লাশী করে পাওয়া যায় ১০ হাজার ইয়াবা, দেশিয় তৈরী ১ টি বন্দুক ও ৩ টি গুলি। “
শাহজাহান বলেন, ” গুলিবিদ্ধদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের চিকিৎসক মিজানুর রহমানকে মৃত ঘোষণা করেন। “
পুলিশ জানিয়েছে, গত ৮ ফেব্রুয়ারী কক্সবাজার শহরের বাঁকখালী নদী তীরবর্তী মাঝেরঘাট এলাকা সংলগ্ন আবু ছৈয়দ কোম্পানীর জেটি থেকে সংঘবদ্ধ একটি মাদক চক্রের বিপুল পরিমান ইয়াবার একটি চালান লুটের ঘটনা ঘটে। এ ঘটনায় মিজানুরের নেতৃত্বে আরেকটি দল জড়িত থাকার অভিযোগ রয়েছে। ঘটনার পর তার ২ জন সহযোগীকে পুলিশ গ্রেপ্তার করলেও সে পলাতক ছিল।
নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান ওসি শাহজাহান।
বাসস : পরিবেশ ও জীববৈচিত্র্য পুনরুদ্ধারের জন্য বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষকে (বেজা) দেওয়া কক্সবাজারের মহেশখালীর…
নিজস্ব প্রতিবেদক: চকরিয়ায় সুরাজপুর ইয়াংছা সড়কে যাত্রীবাহি সিএনজি চালিত অটোরিকশার সাথে ট্রাক গাড়ির মুখোমুখি সংঘর্ষে…
নিজস্ব প্রতিবেদক : টেকনাফের হ্নীলায় যৌতুকে দাবিতে মারধরে লুলুয়ান মরজান হিরা (১৭) নামে এক গৃহবধূর…
নিজস্ব প্রতিবেদক : উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ‘পরকিয়া প্রেমের’ জেরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত হয়েছেন। এ…
ইউএনএইচসিআর-এর উদ্বেগ প্রকাশ নুপা আলম : অর্থ সংকটের কারণে রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন কক্সবাজারের উখিয়া স্পেশালাইজড…
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার কেন্দ্রিয় শহীদ মিনার প্রাঙ্গনে মঙ্গলবার সন্ধ্যায় মোমবাতি হাতে জড়ো হয়েছিলো কয়েক…