বসে বসে থেকে অলসতা মেখে
ভুলতে বসেছি সব
পাশে নেই সুজন পাখিদের কূজন
হইচই কলরব।
চিনিনা এখন আত্মীয় স্বজন
আসা যাওয়া নেই বলে
ঘরটা ছাড়িনি যেতেও পারিনি
কতো উৎসব গেলো চলে।
কান পেতে শোনা নেই আনাগোনা
স্তব্ধ নিঝুম রাতি
অজানা কোন্ রোগে স্বজন বিয়োগে
মুঠোফোনে শুধু মাতি।
আছি সচেতন পাচ্ছি বেতন
ক্লাস করে যাই নেটে
ছাত্র ছাত্রী দিবস রাত্রি
পড়ছে খেটে খেটে।
দিবস রজনী আসে না স্বজনই
একঘরে হলো সবে
এই সমস্যা কেটে অমাবস্যা
কখন সকাল হবে?
নেই মনে সুখ বুক ভরা দুখ
হাসিও মলিন হলো
এমনি করে কতোকাল ধরে
চলবে অগোছালো?
কতোদিন ধরে অনেকের ঘরে
উনুন জ্বলে না রাতে
এই দুর্যোগে সবে একযোগে
থাকতে পারিনা সাথে।
এই মহামারী ভুলতে কি পারি
জনমে দেখেনি কেউ
নেই কোন সুধা চারিদিকে ক্ষুধা
উতালপাতাল ঢেউ।
ভালো পরিবেশ প্রিয়এ স্বদেশ
একদিন পাবে ফিরে
সুখের পরশে ভীষণ হরষে
পাখিরা ফিরবে নীড়ে।
করোনার বন্ধে
তাল, লয়, ছন্দে
ছড়াকার উৎসবে মেতেছে
দুই চোখে দীপ্তি
মনে খুব তৃপ্তি
বহু ছড়া নিজ হাতে গেঁথেছে।
চারপাশে আলো ছায়া
দেখে চোখে নিজ কায়া
লিখবার সাধ তার জাগলো
দুপাশের প্রতিবেশি
দেখলেন গতিবেশি
হিংসার ছোবল টা লাগলো।
তবুও সে থামেনি
একটুও ঘামেনি
কলমটা চলছে তো চলছে
কত লোক কত কথা
দেখে তার নিরবতা
ভিতরে ভিতরে শুধু জ্বলছে।
দেয় গালমন্দ
খুঁজে শুধু গন্ধ
কুৎসা রটায় তার পাড়াতে
মুখে নেই শব্দ
নিরব নিস্তব্ধ
চায় না সে শত্রুকে মাড়াতে।
করে সংকল্প
লিখে যায় গল্প
হতে চায় নামকরা লিখিয়ে
হতে অগ্রগন্য
কবিতার জন্য
জীবন টা দেবেই সে বিকিয়ে।
বাসস : পরিবেশ ও জীববৈচিত্র্য পুনরুদ্ধারের জন্য বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষকে (বেজা) দেওয়া কক্সবাজারের মহেশখালীর…
নিজস্ব প্রতিবেদক: চকরিয়ায় সুরাজপুর ইয়াংছা সড়কে যাত্রীবাহি সিএনজি চালিত অটোরিকশার সাথে ট্রাক গাড়ির মুখোমুখি সংঘর্ষে…
নিজস্ব প্রতিবেদক : টেকনাফের হ্নীলায় যৌতুকে দাবিতে মারধরে লুলুয়ান মরজান হিরা (১৭) নামে এক গৃহবধূর…
নিজস্ব প্রতিবেদক : উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ‘পরকিয়া প্রেমের’ জেরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত হয়েছেন। এ…
ইউএনএইচসিআর-এর উদ্বেগ প্রকাশ নুপা আলম : অর্থ সংকটের কারণে রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন কক্সবাজারের উখিয়া স্পেশালাইজড…
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার কেন্দ্রিয় শহীদ মিনার প্রাঙ্গনে মঙ্গলবার সন্ধ্যায় মোমবাতি হাতে জড়ো হয়েছিলো কয়েক…