আন্তর্জাতিক

কোভিড-১৯: হাসপাতালে ভর্তি করা হল ঐশ্বরিয়া, আরাধিয়াকে

বিডিনিউজ: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত বলিউড চিত্রনায়িকা ঐশ্বরিয়া রাই বচ্চন ও তার ৮ বছর বয়সী মেয়ে আরাধিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে তাদের চিকিৎসা চলছে বলে বার্তা সংস্থা এএনআইয়ের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি।

গত সপ্তাহে মায়ের পাশাপাশি আরাধিয়া, তার বাবা অভিষেক বচ্চন ও দাদা অমিতাভ বচ্চনের শরীরেও কোভিড-১৯ ধরা পড়েছিল।

রোববার এক টুইটে ৭৭ বছর বয়সী বলিউড সুপারস্টার অমিতাভ তার দেহে করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ার খবর নিশ্চিত করেন।

পরে একাধিক টুইটে অভিষেক তার নিজের, ৪৬ বছর বয়সী স্ত্রী ও মেয়ে আরাধিয়ার ভাইরাসে আক্রান্ত হওয়ার কথা জানান।

তবে অভিষেকের মা জয়া বচ্চনের দেহেই কোভিড-১৯ পাওয়া যায়নি।

ভাইরাস শনাক্ত হওয়ার পরপরই অভিষেক ও অমিতাভকে হাসপাতালে ভর্তি করা হলেও ঐশ্বরিয়া ও আরাধিয়া বাড়িতেই আইসোলেশনে ছিলেন বলে বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে।

শুক্রবার রাতে ভারতীয় বিভিন্ন গণমাধ্যম মেয়েসহ ঐশ্বরিয়ার হাসপাতালে ভর্তির কথা জানায়।

দেশটিতে শনিবার স্থানীয় সময় সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন আরও ৩৪ হাজার ৮৮৪ জনের দেহে প্রাণঘাতী ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে বলে আনন্দবাজারের এক প্রতিবেদনে জানানো হয়েছে।

এ নিয়ে আক্রান্তের সংখ্যায় বিশ্বের দেশগুলোর মধ্যে তৃতীয় স্থানে থাকা ভারতে শনাক্ত কোভিড-১৯ রোগীর সংখ্যা দাঁড়াল ১০ লাখ ৩৮ হাজার ৭১৬।

একদিনে ৬৭১ জনের মৃত্যু নিয়ে ভারতে করোনাভাইরাসে মৃতের সংখ্যাও ২৬ হাজার ছাড়িয়ে গেল।

দেশটির পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রেই শনাক্ত রোগীর সংখ্যা তিন লাখের কাছাকাছি পৌঁছে গেছে। মহারাষ্ট্রের মধ্যে মুম্বাইকে ভাইরাস সংক্রমণের অন্যতম ‘হটস্পট’ বলা হচ্ছে; বচ্চন পরিবারের বাসও এ মুম্বাইয়ে।

tawhid

Recent Posts

শান্তিপূর্ণভাবে ইভিএম মেশিনের মাধ্যমে কুতুবদিয়া উপজেলা পরিষদ নির্বাচন সম্পন্ন

ফয়সাল উদ্দিন রিপন : বাংলাদেশ নির্বাচন কমিশনের ঘোষিত ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে কুতুবদিয়া উপজেলা পরিষদ নির্বাচন ৮মে…

1 week ago

ঈদের মোনাজাতে রোহিঙ্গাদের কান্না; স্বদেশ ফেরতের আকুতি

বিশেষ প্রতিবেদক : ২০১৭ সালে মিয়ানমারের সেনাবাহিনীর দমন-পীড়নের শিকার হয়ে প্রাণ বাঁচাতে প্রায় ৮ লাখ…

1 month ago

‘সংক্ষুদ্ধ হয়ে পূর্ব পরিকল্পনা মতে’ বন কর্মকর্তাকে হত্যা : পুলিশ

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের উখিয়ায় পাহাড় কেটে সংঘবদ্ধ মাটির পাচারকারি চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার…

1 month ago

মিয়ানমারের গৃহযুদ্ধ : সীমান্তের ওপারে বিস্ফোরণের শব্দ, এপারে কম্পন

টেকনাফ প্রতিবেদক : সীমান্তের ওপারে মিয়ানমারের রাখাইন রাজ্যে জান্তা বাহিনীর সঙ্গে বিদ্রোহী আরাকান আর্মির চলমান…

1 month ago

কক্সবাজার পৌরসভায় প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় সমন্বয় কমিটি

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার পৌরসভাকে প্লাস্টিক বর্জ্য মুক্ত করতে উন্নয়ন সংস্থা ব্র্যাকের সাথে যৌথভাবে কাজ…

1 month ago

কক্সবাজারে বিদ্যুৎ নিয়ে সু-খবর

বিশেষ প্রতিবেদক : কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ির কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প ও খুরুশকুল বায়ু বিদ্যুৎ কেন্দ্র থেকে…

1 month ago