জাপানে লাফিয়ে বাড়ছে করোনাভাইরাস সংক্রমণ

বিডিনিউজ: জাপানে করোনাভাইরাস ঠেকাতে জারি করা জরুরি অবস্থা প্রত্যাহারের দু’মাস পর ফের লাফিয়ে বাড়তে শুরু করেছে সংক্রমণ। মহামারীর দ্বিতীয় পর্যায়ের আশঙ্কা করছে সরকার।

তিন মাসের মধ্যে বৃহস্পতিবার একদিনে সর্বোচ্চ ৬২২ জনের কোভিড-১৯ শনাক্ত হওয়ার মধ্য দিয়ে জাপানে আক্রান্তের সংখ্যা ২৩ হাজার ৬০০ জনে দাঁড়িয়েছে। মারা গেছে ৯৮৫ জন।

কেবল রাজধানী টোকিওতেই এদিন আক্রান্তের সংখ্যা ২৮৬, যা আগের দিনের চেয়ে প্রায় দ্বিগুণ। এছাড়াও কানজাওয়া, চিবা এবং ওসাকায় উল্লেখযোগ্যহারে আক্রান্তের সংখ্যা বাড়ছে।

সরকার বলছে, তারা গভীরভাবে বিষয়টি পর্যবেক্ষণ করছে, জনসাধারণকে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।

চীনের উহানে করোনাভাইরাসে আক্রান্তের খবরের সপ্তাহ তিনেক পর জানুয়ারিতে জাপানে প্রথম করেনাভাইরাস শনাক্ত হয়েছিল।

৮ এপ্রিল থেকে একমাসের জন্য ৪৭ টি প্রদেশের মধ্যে কোভিড-১৯ আক্রান্ত সাতটি প্রদেশে জরুরি অবস্থা জারি করেন প্রধানমন্ত্রী শিনজো আবে। ওই সময় পর্যন্ত আক্রান্ত হয়েছিল ৪ হাজার ১০০ জন, আর মারা গিয়েছিল ৯৩ জন।

এরপর ৬ মে দ্বিতীয় মেয়াদে জরুরি অবস্থার মেয়াদ বাড়ানোর সময় আক্রান্তের সংখ্যা ছিল ১৫ হাজার ১৯৮। সে সময় প্রতিদিন আক্রান্তের সংখ্যা ছিল মাত্র ৫০ জন।

দ্বিতীয় মেয়াদে জরুরি অবস্থা বাড়ানোর ঠিক ১০ দিন পর দৈনিক আক্রান্তের সংখ্যা নেমে আসে ২৮ জনে। ২৫ মে জরুরি অবস্থা প্রত্যাহার করার সময় দেশ জুড়ে মোট আক্রান্ত হয়েছিল ১৬ হাজার।

জরুরি অবস্থা প্রত্যাহার করলেও জাপানে অফিস-আদালত কার্যত বন্ধ ছিল। ২৫ মে থেকে সরকার নিয়ম বেঁধে দিলে কাজে ফেরে জাপানিরা। ওই সময় মৃতের সংখ্যা ছিল সাড়ে ৭শ ৭৭ জন।

জাপানে হঠাৎ করে কোভিড-১৯ আক্রান্ত বেড়ে যাওয়ায় টোকিও গর্ভনর ইউরোকো কোইকে সাংবাদিকদের বলেন, প্রতিদিন টোকিওয় প্রায় ৪ হাজারের বেশি মানুষ পরীক্ষা করতে আসছে। এটি অতি শঙ্কার বিষয়। আমরা সম্ভবত মহামারীর দ্বিতীয় ঢেউয়ের কাছাকাছি চলে এসেছি।

জাপানের অর্থনৈতিক পুনর্বাসনমন্ত্রী ইয়াসুতোশি নিশিমুরা বলেন, “আমরা খুবই উদ্বিগ্ন। মধ্য বয়সীরা এখন বেশি আক্রান্ত হচ্ছে। ফের জরুরি অবস্থা জারি করা হবে কিনা তা ভেবে দেখছে সরকার।”

tawhid

Recent Posts

সোনাদিয়া দ্বীপের ৯ হাজার ৪৬৭ একর ভূমি বন্দোবস্ত বাতিল

বাসস : পরিবেশ ও জীববৈচিত্র্য পুনরুদ্ধারের জন্য বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষকে (বেজা) দেওয়া কক্সবাজারের মহেশখালীর…

10 hours ago

চকরিয়ায় অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নিজস্ব প্রতিবেদক: চকরিয়ায় সুরাজপুর ইয়াংছা সড়কে যাত্রীবাহি সিএনজি চালিত অটোরিকশার সাথে ট্রাক গাড়ির মুখোমুখি সংঘর্ষে…

10 hours ago

টেকনাফে যৌতুকের দাবিতে গৃহবধুকে হত্যার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক : টেকনাফের হ্নীলায় যৌতুকে দাবিতে মারধরে লুলুয়ান মরজান হিরা (১৭) নামে এক গৃহবধূর…

3 days ago

রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রী খুনের দায়ে স্বামী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ‘পরকিয়া প্রেমের’ জেরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত হয়েছেন। এ…

3 days ago

উখিয়া স্পেশালাইজড হাসপাতাল কার্যক্রম বন্ধ

ইউএনএইচসিআর-এর উদ্বেগ প্রকাশ নুপা আলম : অর্থ সংকটের কারণে রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন কক্সবাজারের উখিয়া স্পেশালাইজড…

4 days ago

কক্সবাজারে সমবেত কন্ঠে জাতীয় সংগীত

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার কেন্দ্রিয় শহীদ মিনার প্রাঙ্গনে মঙ্গলবার সন্ধ্যায় মোমবাতি হাতে জড়ো হয়েছিলো কয়েক…

4 days ago