বিডিনিউজ : আসন্ন কোরবানির ঈদে সারা দেশে গণপরিবহন চলবে এবং প্রতিবছরের মত এবারও ঈদের আগে তিন দিন ভারী যানবাহন চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
ঈদে যানবাহন চলাচল নিয়ে একজন প্রতিমন্ত্রীর বক্তব্যে অস্পষ্টতা তৈরি হওয়ার প্রেক্ষাপটে বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক ভিডিও বার্তায় ওবায়দুল কাদের বিষয়টি স্পষ্ট করেন।
তিনি বলেন, “ঈদে গণপরিবহন চলাচল নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে, আমি আপানাদের কাছে বিষয়টি তা পরিষ্কার করতে চাই।
“আসন্ন ঈদে দেশব্যাপী গণপরিবহন চলবে। তবে প্রতি বছরের ঈদ যাত্রার মত এবারও ঈদের আগের ৩ দিন ভারী যানবাহন চলাচল বন্ধ থাকবে। জরুরি সেবা, অত্যাবশ্যকীয় পণ্য- যেমন পচনশীল দ্রব্য, ওষুধ, এছাড়া গার্মেন্ট সামগ্রী ও পশুবাহী গাড়ি নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে। এ বিষয়ে বিআরটিএ বিজ্ঞপ্তির মাধ্যমে বিস্তারিত জানাবে।”
ঈদ সামনে রেখে লঞ্চ, ফেরি, স্টিমার চলাচল ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করাসহ সামগ্রিক কর্মপন্থা নির্ধারণে বুধবার সচিবালয়ে এক বৈঠকের শুরুতে নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন ঈদের আগে-পরে নয় দিন গণপরিবহন বন্ধ থাকবে।
তবে সভা শেষে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঈদের আগে-পরে নয় দিন নৌপথে পণ্য পরিবহন বন্ধ থাকবে। ঈদের আগের পাঁচ দিন ও পরের তিন দিন নিত্যপ্রয়োজনীয় পণ্য ও কোরবানির পশুর ট্রাক ছাড়া সাধারণ ট্রাক ও কাভার্ডভ্যান ফেরিতে চলাচল বন্ধ থাকবে। নদীতে যাত্রীবাহী লঞ্চ চলবে কিন্তু পণ্যবাহী জাহাজ চলবে না।”
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৩১ জুলাই বা ১ অগাস্ট কোরবানির ঈদ হবে। ৩১ জুলাই এবং ১ ও ২ অগাস্ট ঈদের ছুটি নির্ধারণ করা আছে।
সবাইকে স্বাস্থ্যবিধি মেনে ঈদ যাত্রায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়ে কাদের বলেন, “সর্বোচ্চ সতর্কতা অবলম্বন না করলে ঈদের আনন্দ বিষাদের রূপ নিতে পারে। কঠোরভাবে স্বাস্থ্য বিধি না মানলে করোনাভাইরাস সংক্রমণের মাত্রা উঁচু ঝুঁকিতে পৌঁছে যাবে বলে ইতোমধ্যে বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করেছেন। নিজেদের সুরক্ষায় স্বাস্থ্যবিধি মেনে ঘরে ও কর্মস্থলে অবস্থান করি- এটাই সকলের কাছে প্রত্যাশা।”
বাসস : পরিবেশ ও জীববৈচিত্র্য পুনরুদ্ধারের জন্য বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষকে (বেজা) দেওয়া কক্সবাজারের মহেশখালীর…
নিজস্ব প্রতিবেদক: চকরিয়ায় সুরাজপুর ইয়াংছা সড়কে যাত্রীবাহি সিএনজি চালিত অটোরিকশার সাথে ট্রাক গাড়ির মুখোমুখি সংঘর্ষে…
নিজস্ব প্রতিবেদক : টেকনাফের হ্নীলায় যৌতুকে দাবিতে মারধরে লুলুয়ান মরজান হিরা (১৭) নামে এক গৃহবধূর…
নিজস্ব প্রতিবেদক : উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ‘পরকিয়া প্রেমের’ জেরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত হয়েছেন। এ…
ইউএনএইচসিআর-এর উদ্বেগ প্রকাশ নুপা আলম : অর্থ সংকটের কারণে রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন কক্সবাজারের উখিয়া স্পেশালাইজড…
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার কেন্দ্রিয় শহীদ মিনার প্রাঙ্গনে মঙ্গলবার সন্ধ্যায় মোমবাতি হাতে জড়ো হয়েছিলো কয়েক…