নিজস্ব প্রতিবেদক : করোনা আক্রান্ত হয়ে কক্সবাজার জেলা পুলিশের প্রথম কোন সদস্যের মৃত্যু হয়েছে। কক্সবাজার জেলা পুলিশের বিশেষ শাখায় ( ডিএসবি) কর্মরত পুলিশ কনস্টেবল ছোটন দেব (২৯) বৃহস্পতিবার ভোরে ঢাকার রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
ছোটনের গ্রামের বাড়ি চট্টগ্রামের চন্দনাইশ থানার ধামদর হাট এলাকার বাতাজুড়ি গ্রামে। তাঁর পিতার নাম সাধন দেব।
ছোটনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারের পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন।
তিনি বলেন, ‘ছোটন সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে করোনা পজিটিভ হয়ে গত ১০ জুন থেকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি ছিল। গত এক সপ্তাহ যাবৎ সে আইসিইউতে লাইফ সাপোর্টে ছিল। সে অত্যন্ত সাহসী, বিনয়ী ও সদালাপী হিসেবে সবার কাছে পরিচিত ছিল। তার এই চলে যাওয়া আমাদের এবং তার পরিবারের জন্য বিশাল অপূরণীয় ক্ষতি।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইকবাল হোসাইন বলেন, জেলা পুলিশের বিশেষ শাখার দিকে কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত ছিল ছোটন। প্রিয় সহকর্মী কে হারিয়ে জেলা পুলিশ শোকাহত।বাংলাদেশ পুলিশ ও জেলা পুলিশের পক্ষ থেকে তার বিদেহী আত্মার শান্তি কামনা করে তার শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়।আনুষ্ঠানিকতা শেখ ছোটনের গ্রামের বাড়িতেই তাকে দাহ করা হবে।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে গত ৪ মাসে কক্সবাজার জেলায় ১৩৪ জন পুলিশ সদস্য আক্রান্ত হয়েছেন। তার মধ্যে সুস্থ হয়ে কাজে যোগদান করেছেন ৫০ জন পুলিশ সদস্য।
বাসস : পরিবেশ ও জীববৈচিত্র্য পুনরুদ্ধারের জন্য বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষকে (বেজা) দেওয়া কক্সবাজারের মহেশখালীর…
নিজস্ব প্রতিবেদক: চকরিয়ায় সুরাজপুর ইয়াংছা সড়কে যাত্রীবাহি সিএনজি চালিত অটোরিকশার সাথে ট্রাক গাড়ির মুখোমুখি সংঘর্ষে…
নিজস্ব প্রতিবেদক : টেকনাফের হ্নীলায় যৌতুকে দাবিতে মারধরে লুলুয়ান মরজান হিরা (১৭) নামে এক গৃহবধূর…
নিজস্ব প্রতিবেদক : উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ‘পরকিয়া প্রেমের’ জেরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত হয়েছেন। এ…
ইউএনএইচসিআর-এর উদ্বেগ প্রকাশ নুপা আলম : অর্থ সংকটের কারণে রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন কক্সবাজারের উখিয়া স্পেশালাইজড…
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার কেন্দ্রিয় শহীদ মিনার প্রাঙ্গনে মঙ্গলবার সন্ধ্যায় মোমবাতি হাতে জড়ো হয়েছিলো কয়েক…