প্রেস বিজ্ঞপ্তি : প্রত্যন্ত গ্রামাঞ্চলে সব শ্রেণির মানুষের দোরগোড়ায় দেশীয় প্রতিষ্ঠান ওয়ালটনের পণ্য পৌঁছে দিতে কক্সবাজারের পেকুয়ায় উপজেলায় যাত্রা শুরু করেছে ওয়ালটনের নিজস্ব শো-রুম ‘ওয়ালটন প্লাজা’।
বুধবার (১৫ জুলাই) বিকেলে পেকুয়া চৌমুহনীর আহমেদ শফি মার্কেটের ২য় তলায় এ প্লাজার উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওয়ালটন কক্সবাজার জোনের এরিয়া ম্যানেজার মো. আরাফাত চৌধুরী। তিনি ফিতা কেটে নতুন এই প্লাজার শুভ উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ালটন কক্সবাজারের জোনের ক্রেডিট মনিটর অনীল বিশ্বাস, চকরিয়ার প্লাজার ম্যানেজার মাজেদুর রহমান, কক্সবাজার ঝাউতলা প্লাজার ম্যানেজার শফিকুল মওলা, ঈদগাঁও প্লাজার ম্যানেজার রাশেদুল ইসলাম জুয়েল, লোহাগাড়া প্লাজার ম্যানেজার সুজন কুমার সাহা, দোহাজারী প্লাজার ম্যানেজার বিপুল, পটিয়া প্লাজার ম্যানেজার রুহুল আমিন, বোয়ালখালী প্লাজার ম্যানেজার খালেদুল ইসলাম রাজু, আনোয়ারা প্লাজার ম্যানেজার আমিনুল ইসলাম, কক্সবাজার রামু প্লাজার ম্যানেজার সাদেক উল্লাহ ও আহমেদ শফি মার্কেটের স্বত্বাধিকারী জসিম উদ্দিন।
এসময় প্রধান অতিথির বক্তব্যে ওয়ালটন কক্সবাজার জোনের এরিয়া ম্যানেজার মো. আরাফাত চৌধুরী বলেন, “ওয়ালটন বর্তমানে বাংলাদেশের এক নম্বর ইলেক্ট্রনিক্স ব্র্যান্ড। তাই সব শ্রেণির মানুষের হাতে ওয়ালটনের পণ্য পৌঁছে দিতে কক্সবাজারের পেকুয়ায় উপজেলায় নতুন প্লাজা যাত্রা শুরু করেছে।”
“এ প্লাজা থেকে সহজ শর্তে কিস্তিতে এবং নগদে ওয়ালটনের পণ্য কিনতে পারবেন স্থানীয়রা। এই প্লাজায় ওয়ালটনের এলইডি টেলিভিশন, স্মার্ট টেলিভিশন, ফ্রিজ, ওয়াশিং মেশিন, মোবাইল ফোন, এসি, ল্যাপটপ, হোম অ্যাপ্লায়েন্সসহ বিভিন্ন ধরনের পণ্য পাওয়া যাবে। ওয়ালটনের মূল লক্ষ্য হচ্ছে; স্বল্পমূল্যে মানসম্মত পণ্য সহজেই মানুষের কাছে পৌছে দেয়া।”
পেকুয়ায় ওয়ালটনের নতুন প্লাজা উদ্বোধন অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন। করোনা পস্থিতিতিতে সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে এই অনুষ্ঠান আয়োজন হয়।
বাসস : পরিবেশ ও জীববৈচিত্র্য পুনরুদ্ধারের জন্য বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষকে (বেজা) দেওয়া কক্সবাজারের মহেশখালীর…
নিজস্ব প্রতিবেদক: চকরিয়ায় সুরাজপুর ইয়াংছা সড়কে যাত্রীবাহি সিএনজি চালিত অটোরিকশার সাথে ট্রাক গাড়ির মুখোমুখি সংঘর্ষে…
নিজস্ব প্রতিবেদক : টেকনাফের হ্নীলায় যৌতুকে দাবিতে মারধরে লুলুয়ান মরজান হিরা (১৭) নামে এক গৃহবধূর…
নিজস্ব প্রতিবেদক : উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ‘পরকিয়া প্রেমের’ জেরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত হয়েছেন। এ…
ইউএনএইচসিআর-এর উদ্বেগ প্রকাশ নুপা আলম : অর্থ সংকটের কারণে রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন কক্সবাজারের উখিয়া স্পেশালাইজড…
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার কেন্দ্রিয় শহীদ মিনার প্রাঙ্গনে মঙ্গলবার সন্ধ্যায় মোমবাতি হাতে জড়ো হয়েছিলো কয়েক…