বিনোদন ডেস্ক : ‘পাঁচ বছর। একপলকে পাঁচটা বছর পেরিয়ে গেল। ছোট ছোট জিনিসে যে কত সৌন্দর্য, তা এই পাঁচ বছরে শিখেছি। হৃদয়ের ভেতরে আর বাইরে যে এত খুশি ধরে, তা আগে কখনো টের পাইনি। দুজনে মিলে জীবনের কত মানে বের করা যায়! তোমার সঙ্গে হাঁটতে হাঁটতে নিজেকে একটু একটু করে আবিষ্কার করি। তুমি যেমন, এই মানুষটা হওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। আমাকে আরও ভালো মানুষ হয়ে ওঠার জন্য তোমার সাহায্য অস্বীকার করা যাবে না কখনো। শুভ বিবাহবার্ষিকী, প্রিয়তম।’
একটা সুন্দর সেলফির সঙ্গে বলিউড তারকা শহীদ কাপুর এভাবেই স্ত্রী মীরা রাজপুতকে জানিয়েছেন বিয়ের শুভেচ্ছা। ২০১৫ সালের ৭ জুলাই নিজের চেয়ে ১৩ বছরের ছোট, ইংরেজি সাহিত্যের ছাত্রী, মীরা রাজপুতকে বিয়ে করেছিলেন শহীদ কাপুর। এর আগে প্রেম করেছিলেন কারিনা কাপুর, বিদ্যা বালান, প্রিয়াঙ্কা চোপড়াদের সঙ্গে। অন্যদিকে বলিউড তারকা শহীদ কাপুরকে মীরা যখন বিয়ে করেন, তখন তাঁর বয়স মাত্র ২১। ২২ বছর বয়সে তিনি প্রথম সন্তান মিশার জন্ম দেন। জৈন নামে দুই বছর বয়সী তাঁদের আরেকটা সন্তান আছে। দুই ছেলে-মেয়েকে নিয়ে চমৎকার কাটছে এই জুটির সংসার।
মীরা রাজপুত দুই দফা পোস্টের মধ্য দিয়ে জীবনসঙ্গী শহীদ কাপুরকে জানান বিবাহদিবসের শুভেচ্ছা। শহীদ কাপুরকে ধন্যবাদ দিয়ে, প্রশংসা করে লিখেছেন, বিবাহিত জীবন সুন্দরের জন্য তিন শব্দের একটি বাক্য খুবই জরুরি, ‘আই অ্যাম সরি’। মীরা আরও লেখেন, ‘৫ বছর, ৪টি হৃদয়, ৩টি বাড়ি, ২টি বাচ্চা আর একটা চমৎকার পরিবার। আমি আমার জীবনসঙ্গী হিসেবে আর কাউকে ভাবতেই পারি না। আমি বিশ্বের সবচেয়ে ভাগ্যবান নারী। যে তাঁর ভালোবাসার মানুষটাকে সবচেয়ে কাছের বন্ধু হিসেবে পেয়েছে। আমাকে তোমার মতো করে কেউ হাসাতে পারে না। আমি তোমাকে নিয়ে যতটা হাসাহাসি করি, তুমি আমাকে তার চেয়েও বেশি হাসাও। বাকি জীবন এভাবেই তোমার সঙ্গে হাতে হাত রেখে পথ চলতে চাই। মনে রাখবে, স্ত্রী সর্বদাই সঠিক। স্ত্রীরা কখনো ভুল বলে না। আর ৩ শব্দের “গোল্ডেন” বাক্য ব্যবহারে ভুলবে না, “আই অ্যাম সরি”।’
শহীদ কাপুরকে এরপর দেখা যাবে ক্রিকেটারের ভূমিকায়, ‘জার্সি’ ছবিতে। আপাতত লকডাউনে শুটিং ভুলে মন দিয়ে সংসার করছেন এই ‘কবির সিং’।
বাসস : পরিবেশ ও জীববৈচিত্র্য পুনরুদ্ধারের জন্য বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষকে (বেজা) দেওয়া কক্সবাজারের মহেশখালীর…
নিজস্ব প্রতিবেদক: চকরিয়ায় সুরাজপুর ইয়াংছা সড়কে যাত্রীবাহি সিএনজি চালিত অটোরিকশার সাথে ট্রাক গাড়ির মুখোমুখি সংঘর্ষে…
নিজস্ব প্রতিবেদক : টেকনাফের হ্নীলায় যৌতুকে দাবিতে মারধরে লুলুয়ান মরজান হিরা (১৭) নামে এক গৃহবধূর…
নিজস্ব প্রতিবেদক : উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ‘পরকিয়া প্রেমের’ জেরে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত হয়েছেন। এ…
ইউএনএইচসিআর-এর উদ্বেগ প্রকাশ নুপা আলম : অর্থ সংকটের কারণে রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন কক্সবাজারের উখিয়া স্পেশালাইজড…
নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার কেন্দ্রিয় শহীদ মিনার প্রাঙ্গনে মঙ্গলবার সন্ধ্যায় মোমবাতি হাতে জড়ো হয়েছিলো কয়েক…