এক্সক্লুসিভ

কলেজের জমিতে নির্মিত অবৈধ স্থাপনা গুড়িয়ে দিল শিক্ষার্থীরা

বিশেষ প্রতিবেদক : কক্সবাজার সরকারি কলেজের জমিতে অবৈধভাবে দখল করে নির্মিত স্থাপনা গুড়িয়ে দিয়েছে শিক্ষার্থীরা।

মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও কলেজ প্রশাসনের সহযোগিতায় শিক্ষার্থীরা এই স্থাপনা গুড়িয়ে দেয়।

কক্সবাজার সরকারি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক মুফিদুল আলম বলেন, কলেজের প্রবেশদ্বারের পশ্চিমপার্শ্বের জমিতে সরওয়ার নামে এক ব্যক্তি অবৈধভাবে মাটি ফেলে স্থাপনা নির্মাণ করে। কলেজের জমিতে এই স্থাপনা কেন তৈরি করেছে এব্যাপারে জানতে চেয়ে সরওয়ারকে ডেকে পাঠানো হয়। কিন্তু সরওয়ার বিষয়টি কর্ণপাত করেননি এবং বার বার ডেকে পাঠালেও তিনি আসেননি। পরে এব্যাপারে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সহযোগিতা কামনা করা হয়।

“এরপর মঙ্গলবার (০৭ জুলাই) জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও কলেজ প্রশাসনের সহযোগিতায় কলেজের শিক্ষার্থীরা কলেজের জমিতে অবৈধভাবে নির্মিত স্থাপনাটি গুড়িয়ে দেয়া হয়। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি সংশ্লিষ্ট সকলকে যারা বিভিন্নভাবে সহযোগিতা ও নৈতিক সমর্থন দিয়েছেন। ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন সহ সকল ছাত্রছাত্রী যারা উপস্থিত থেকে সর্বাত্নক সহযোগিতা করেছে তাদেরকেও অশেষ ধন্যবাদ।”

সম্পাদক মুফিদুল আলম বলেন, স্থাপনাটি গুড়িয়ে দেয়া পর কাল বুধবারের মধ্যে সরঞ্জামাদি ওই স্থান থেকে সরিয়ে নিতে বলা হয়েছে। যদি সরিয়ে না নেয় তাহলে ওই ব্যক্তির বিরুদ্ধে কলেজ প্রশাসন মামলা করবে। আমরা চাই; কক্সবাজার সরকারি কলেজ একটি কক্সবাজারের সম্পদ। সুতরাং এটি কেউ দখল করুক এটি কলেজ প্রশাসনের কেউ চায় না।

এদিকে কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন বলেন, কলেজের জমি অবৈধভাবে দখল হওয়া এটি কোনভাবে মেনে নেয়া যায় না। তাই প্রশাসনের সহযোগিতায় কলেজ ছাত্রলীগ অবৈধভাবে দখল হওয়া কলেজের জমিতে নির্মিত স্থাপনাটি গুড়িয়ে দিয়েছি। ভবিষ্যতেও কলেজের জমিতে কেউ এভাবে দখল করলে তাও গুড়িয়ে দেয়া হবে। এছাড়াও ইতিমধ্যে কলেজের যে সকল জমি দখল হয়েছে তাও উদ্ধার করতে কক্সবাজার সরকারি কলেজ ছাত্রলীগ সবসময় কলেজের পাশে থাকবে।

nupa alam

Recent Posts

শান্তিপূর্ণভাবে ইভিএম মেশিনের মাধ্যমে কুতুবদিয়া উপজেলা পরিষদ নির্বাচন সম্পন্ন

ফয়সাল উদ্দিন রিপন : বাংলাদেশ নির্বাচন কমিশনের ঘোষিত ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে কুতুবদিয়া উপজেলা পরিষদ নির্বাচন ৮মে…

2 weeks ago

ঈদের মোনাজাতে রোহিঙ্গাদের কান্না; স্বদেশ ফেরতের আকুতি

বিশেষ প্রতিবেদক : ২০১৭ সালে মিয়ানমারের সেনাবাহিনীর দমন-পীড়নের শিকার হয়ে প্রাণ বাঁচাতে প্রায় ৮ লাখ…

1 month ago

‘সংক্ষুদ্ধ হয়ে পূর্ব পরিকল্পনা মতে’ বন কর্মকর্তাকে হত্যা : পুলিশ

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের উখিয়ায় পাহাড় কেটে সংঘবদ্ধ মাটির পাচারকারি চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার…

1 month ago

মিয়ানমারের গৃহযুদ্ধ : সীমান্তের ওপারে বিস্ফোরণের শব্দ, এপারে কম্পন

টেকনাফ প্রতিবেদক : সীমান্তের ওপারে মিয়ানমারের রাখাইন রাজ্যে জান্তা বাহিনীর সঙ্গে বিদ্রোহী আরাকান আর্মির চলমান…

1 month ago

কক্সবাজার পৌরসভায় প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় সমন্বয় কমিটি

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজার পৌরসভাকে প্লাস্টিক বর্জ্য মুক্ত করতে উন্নয়ন সংস্থা ব্র্যাকের সাথে যৌথভাবে কাজ…

1 month ago

কক্সবাজারে বিদ্যুৎ নিয়ে সু-খবর

বিশেষ প্রতিবেদক : কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ির কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প ও খুরুশকুল বায়ু বিদ্যুৎ কেন্দ্র থেকে…

1 month ago